পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ ( કાન્ત ) খাতা করিঙ্গেম মোগলদিগের রাজ্যকীলের মধ্যে প্রথমতঃ ১৫৮২ শালে দেওয়ান তোরলমল রাজকরের নিয়ম করেন তাহ। তে এককোটি সপ্তলক্ষ টাকা জমাবন্ধী হয় ইহা আমর। পূৰ্ব্বে বর্ণনা করিয়াছি। তদনন্তর ঐ রাজস্বের ক্রমে২ বৃদ্ধি হইয়। সাসুজার নুতন খাতায় এককোটি একত্রিশ লক্ষ টাকা হইল অতএব পঞ্চসপ্ততি বৎসরের মধ্যে প্রায় চতুৰ্বিংশতি লক্ষ মূদ্র অধিক হইল। উড়িষ্ঠ। কুচবেহার ও ত্রিপুরা নূতন জিত এই তিন স্থান হইতে ও মুঘালয় হইতে চতুর্দশলক্ষ উৎপন্ন হয় এবং যেসকল পুরাতন ভূমির কর তোরলর্মল স্থির করিয়াছিলেন তাহার দৃশ লক্ষ মূদ্র বৃদ্ধি হইল । এই এককোটি একত্রিশ লক্ষ মুদ্র হইড়ে মাবিক যুদ্ধার্থ ও বিচারার্থ সমুদায় রাজকীয়ব্যয়ে চতুশ্চত্বরিংশংলক্ষ মূত্র হইলেই যথেষ্ট হইত অতএব বাঙ্গালা হইতে ব্যয়বিশিষ্ট সপ্তাশতি লক্ষ মুদ্র উৎপন্ন হইত। ইহার ত্রিশ বং সর পূর্বে যখন ফেদাই থ দশ লক্ষ মুদ্রা দিল্লীতে প্রেরণ করিতে স্বীকার করিয়! শুবাদার হইয়াছিলেন তাহী স্মরণ করিলে বোধ হইবে যে এদেশের অবস্থা অতিপ্রবৃদ্ধ হইয় ছিল এইৰূপ বৃদ্ধি শুরাদারের উত্তমৰূপে রাজকীয় কৰ্ম্মমন্ত্র দিন হইতে ও বিশেষতঃ ইংরাজ ও ওলন্দাজদিগের বাণিজ্য হইতে হইয়াছিল । ১৬৫৭ শালে দিল্লীর মহারাজ সংসজার পিত। সাজেহাল তাশরহিত পীড়ায় মগু হওয়াতে তাহীর চারি পূলের প্রত্যেকে ঐ সিংহাসন লইতে সচেষ্টক হইলেন। সুঞ্জ বোধ করিলেন যে যদি তাঁহার জ্যেষ্ঠ ভ্রাত। দারা মহারাজ্য প্রাপ্ত হয়েন তবে তিনি উহাকে বদ্ধ রাখিবেন বা নষ্ট কৰিবেন এইজন্যে ঐ সিংহাসন আপনার প্রাপ্তির কারণ অতিশয় চেষ্টা করিতে স্থির করিলেন । এবিষয়ে তাহার বিলক্ষণ উপায় ছিল তাহার অধিক সাহসী সৈন্য ছিল এবং কোষ পরিপূর্ণ ছিল এবং আপনীও সকল প্রজ দিগের প্রিয় ছিলেন । তিনি সৰ্ববিদিত করিলেন যে তাহার