পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( at ) যাস প্রাপ্ত হইলেন । নিজ কৰ্ম্মার্থে সংগ্ৰহ করিলেন এবং তাহাদিগের সৃাহায্যদ্বারা পদ্মানদীর সম্মুখস্থ উপদ্বীপ আক্র মণ করিয়া চার্কানগরের স্থার পর্যন্ত লুঠ করিলেন ঐনগরস্থিতলোকেরা মগেরনামে ভীত হইত বর্ণিয়র নামক তৎকালে ভারতবর্ষ নিবাসী একজন ইউরোপীয় মরুপে আরাকান ও চট্ট গ্রাম বর্ণনা করিয়াছেন । গোয়। কচিন মালাক প্রভৃতি স্থান হইতে যেসকল নিরাশ্রয় পোস্তুগিসের আরাফানে আশ্রয় লইয়ছিল তাহার। ইউরোপীয়দিগের গধ্যে অতি ক্ষুত্র লোক ছিল ক্ষীরাক্তানের রাজা মোগল হইতে আত্মরক্ষার্থে তাহাদিগকে নিযুক্ত করিলেন তিনি তাহাদিগকে চট্টগ্রামে বাসস্থান দিলেন এবং ইতস্ততে ভ্রমণ করিয়া বাঙ্গাল দেশ লুঠ করিতে সাহস দিলেন এইৰূপে তাহারা সমুদ্রে নাবিকতস্কর হইল বিশ পাঁচশ, ক্রোশ পর্যন্ত নদীদ্বারা আসিয়। সকল গ্রাম লুঠ করিত ও দগ্ধ করিত এবং প্রজাদিগকে দাস করিয়া লইয়। যাইত কিঞ্চিৎ মূল্য পাইলে বৃদ্ধব্যক্তিদিগকে পরিত্যাগ করিত যুবাদিগকে লইয়। নৌকার দাড়ীকরিত এবং আপনার যেৰূপ খ্ৰীষ্টিয়ান ছিল সেই ৰূপ খুষ্টিয়ান তাহাদিগকে করিত তাহারা এবিষয়ে অহঙ্কার করিয়াছিল যে খুঁষ্টিয়ান করিতে যে মহাশয়ের নিমুক্ত ছিলেন ভীস্থার দশবৎসরে যাবৎ খ্ৰীষ্টিয়ান করিয়াছেন তাঁহার একবৎ সরে তাবৎ করিয়াছে। **. সাইস্তখ। অতিবুদ্ধিমান ও পরাক্রমশালী ছিজন তিনি অবিলম্বে এক প্রস্তুত ৰহর ও ৪৩ সহসু সৈন্য সংগ্ৰহ করিয়। আরাকান দেশীয়দিগের সহিত যুদ্ধtথ যাত্রা করিলেন উীহার ক্টরিক্ষ সৈন্যের উপদ্বীপ হইতে তাহাদিগক্টে দূরীকৃত করিল ধ্ৰুং মদুপি অতি সুরক্ষিত ছিল তথাপি অবশেষে তাহার হস্তগন্ত হইল পরে যেসকল পোস্তুগিসেরা চট্টগ্রাম রক্ষা করিত তষ্ঠাদিগকে আবাকানের কৰ্ম্ম ত্যাগকরিয়া মোগলদিগের অধীন