পাতা:বাঙ্গালার ইতিহাস (মার্শম্যান).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ક6 y কিন্তু এই সকল ৰাসন বিপরীত হইল ইংরাজদেগের হিসুস্থান শাসন করিবার সময় অদ্যপি উপস্থিত হয় নাই এবং উrহারদিগের মানস অন্যথা করিতে সকল বিষয়ের ঘটনা হইল । সমুদ্র মধ্যে একঝড় উপস্থিত হইয়া তাহাদিগের নৌক৷ সকল ছিন্ন ভিন্ন করিল এবং বিপরীত বায়ুম্বার কতিপয়পোত আসিতে অক্ষম হইল কিন্তু কতিপয় জাহাজ গঙ্গায় উপস্থিত হইয়। হুগলি গমনোদত হইল এবং ইহারি অপকাল পৰে মাদ্ৰাজস্থিত কন্তু মহাশয় তথায় চারশত পদাতিক প্রেরণ করিয়াছিলেন এই সকল সমুদ্র ও ভূমিতে যুদ্ধেপক্ৰমম্বারা নবাব আতিশয় ভীত হইলেন একারণ তিনি ইংরাজ দিগের সহিত মীল করিতে সচেষ্টক হইয়া মধ্যস্থতা দ্বার। তাহাদিগের যে বিষম প্রাপ্য স্থায় তাহ দিতে স্বীকার করিলেন কিন্তু তাহারা ষষ্টিলক্ষ মুদ্র প্রার্থনা করিলেন এইরূপ সন্ধি প্রস্তাব কালে এক দৈবঘটনীদ্বারা সমুদায় তাহাদিগের কৰ্ম্ম দুষ্পরিণাম পাইল । ১৬৮৬ শীলের ২৮ অক্টোবর হুগলির বাজারে তিনজন ইংরাজদেগের পদাতিক নবীবের সৈন্যের সহিত বিবাদ করিয়া বিশেষৰূপে প্রভূত হইল তাহীতে তাহ দিগের সাহায্যার্থে কতিপয় সৈন্য প্রেরিত হইল এবং তৎপরে অপর এক প্রস্তুত সৈন্য প্রেরিত হইল অবশেষে সমুদায় ইংরাজী সৈন্য দিগের গমনে নগরের বহিস্থিত নবাবের সৈন্য সকল আহত হওয়াতে বিলক্ষণ যুদ্ধ হইল। যeিজন মোগল সৈন্য মারাপড়িল এবং অনেকের কোনই অবয়বে আঘাত হইল । এই যুদ্ধ সময়ে নাবিক সৈন্যাৰ্যক্ষ নিকলসন জাহাজ হইতে নগর মধ্যে কাম নীষাত করিতে লাগিলেন তাহাতে পঞ্চশত অট্টালিক ধংস হইল তাহার মধ্যে এক কোম্পানির গুদাম যাহাতে ত্রিশ লক্ষ ' - δ