পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেঙ্গ कब्रांप्र नश्रख गंलाईग्न नजद्र थांयम* श्रैष्ठ আপনাকে রক্ষা করিতে অক্ষম, তাহাকে খোচ মারিয়া যন্ত্রণা দেওয়া । ২ । আশ্রিত কুনো বেঙ্গের অবস্থাপন্ন কুলবধু বা আত্মরক্ষায় অসমর্থ অনুগত জনকে গোপনে যন্ত্রণা দেওয়া । বেঙ্গতড়কা [ বেঙ্গ-তড়ক (তুড়িলাৰ) ] বি. ৰেঙ্গের স্তায় তুড়ি লাফ ৷ ২ ৷ ক্রি-বিণ. অকস্মাৎ ; তড়া করিয়া। প্র—“সঘনে চিকুর পড়ে বেঙ্গতড়ক বাজ ॥”—কবিক । (z{(57g ER5|-Ew , mushroom. বেঙ্গমা—ব্যাঙ্গমা দ্রঃ । বেঙ্গা, বেঙ্গাপিতল (ব্যাঙl) [সং–ব্রহ্মাণী, পিঙ্গল ] বি, পিত্তলবিশেষ ; রাজরীতি মামক পিত্তল । প্র—“সোণা রূপ নহে বাপ এ বেঙ্গ পিতল। খসিয়া মাঞ্জিয়া বাপু করেছ উজ্জ্বল ॥”-কবিক। ২। শুষ্ক কার্পাস বৃক্ষ । বেঙ্গাছি, বেঙাচি ( বাঙাছি চি ) [ বেঙ্গ +ছ ( ছানা ), ছি ( ক্ষুদ্রার্থে) ] বি, বেঙ্গের ছানার লেজ খসিয়া বেঙ্গের আকার প্রাপ্তির পূর্বাবস্থা । বেচরিত [ বিচলিত অপভ্রংশে। প্রা-বাং ] বিণ, বিচলিত। প্র—"দরবারে বসিয়া রাজা বেচরিত মন।”—মাণিক চাদের গান । বেচা ( ব্যাচ ) { সং—বি—ত্ৰী (ক্রয়ে) ধাতুজ বিক-বিচ-বেচ। হি-বিক্ৰন ; বিচন ; বেচনা। উ-পু—বেচি। ম-পু—বেচ ; বেচুন ; বেচ (ব্যাচ, )। প্র-পু-বেচে (ব্যাচে ) ; বেচেন ( ব্যাচেন)। অসক্রি— বেচিতে ; বেচিয়া ; বেচে ( গ্রা ) । ণিজন্ত --বেচান ] ক্রি, বিক্রয় করা ৷ ২ ৷ সমর্পণ করা। প্র—“বেচিল তোমার পায় নীলাম্বর নিজকায় যেই ইচ্ছা করহ তেমম।”—কবিক । বি. বেচন। বেচাবেচি—এ ওকে বেচে ও একে বেচে । বেচাকেনা, কেনাবেচা-ক্রয় ও বিক্রয় ; মূল্যের সহিত झ२] विनेिश्वन । (दक्क ( छ ) [ न:-वमा श्ड्रेष्ठ श्–िक्छ, অসমীয়-বেজ। স্ত্রী, বেজিনী ] বি, বৈদ্য ; চিকিৎসক । ২ । [ কামরূপে ] নাপিত । বেজকন্ত{—বৈদ্য কস্তা । বেজঘর— হাসপাতাল। বেজবরুয়া, বেজবড় য় —রাজবৈদ্য । বেজন (ন) [ সং—বীজগ, ব্যঞ্জন] বি, ব্যঞ্জন । বেজন্ম, বেজন্ম [ সং—বিজন্মন শব্দ। अंi ]वि१, छांब्रख । বেজাই, বেজীয় (, ) ( –বে +আ— জায়েঞ্জ (ঠিক ) ] ৰি, অপরিমিত ; অনেক । গু—"ডালে বেজায় মুন”—দ্বিজেন্দ্র রায় । বেজাত (ত) { সং—বি ( বিচ্যুত) জাত ] বিণ, জাতিচু্যত ৷ ২ ৷ অন্ত জাত । × %ჭს• বেজাতক (তো) গ্রা। বি=ৰে (বিরুদ্ধ श्रटेवर्ष ) बांडक ( छांङ शङि)] विनं, अब्रज বেজার ( ব্যাজার) { কী-বেজাৰু ( কুদ্ধ क्ब्रिख्)] वि१, रिब्रख् ; बगड़ट्टे । ॐ"নগদে চাই তিনটী হাজার । তাতেই আবার গিল্পী বেজার ॥”—রজনী সেন ৷ ২ ৷ কুদ্ধ ; রষ্ট। প্ৰ—“উচিত বলে হয় সে বেজার আপনি পড়ে আপনার যাদে।”—বাং-গান। বি, বেজারি (ব্যাজারি ) । বেজারি [ ফু-ৰেণ জারি ( ঐ ) ] বি, আমলে না আসা ; হুকুম তামিল না হওয়া । বেজিত [ বিজ+শিচ,=বেজি (ভীত হওয়া) +ত ( কৰ্ব ) ] বিণ, ভীত ; ভয়প্রাপ্ত । 6र्वेो [८क्छ (बिोक्न–प्रग्नि|) श्श्रउসর্পবিষ চিকিৎসক বলিয়া সাধারণের বিশ্বাস হইতে ] বি, নকুল ; নেউল । বেঞ্চ ( বেন, [ ইং—bench ] বি, আদালত । ২ । বিচারপতি । ¢वशिं3 [ ३२-lienck ] दि, लष ७ छैठू কাষ্ঠীসম । প্র—“একখানি মাত্র বেঞ্চি দখল করিয়া ছিলাম।"—শরতে বঙ্গপল্লী। বেট (ব্যাটা ) { সং—বটু ( বালক, কুমার) হি–বেটা ( পুত্র। ২। বৎস ) ] বি, পুং, পুত্র ; নন্দন । প্র—“হরি হরি প্রাণ গেল করি বেটা বেটা। সে বেটা মায়ের বুকে মেরে যায় জাঠ ॥”—ঘনরাম। "কিবা জাতি কার বেটা বাড়ী কোন গ্রামে ॥"—অ, ম । ২ । [ জাতিবাচক ] বেটা ছেলে । প্র— মেয়ে না বেটা । ৩ । [ স্নেহসূচক অনুজ্ঞায় । হি-র উচ্চারণ ও অর্থানুকরণে ] বৎস : বাপু : বাছ । ৪ । অবজ্ঞা, আক্রোশ, ঈষাসূচক উল্লেখ বা সম্বোধন । প্র—"ও বেটাকে চেন না, বেটা ভারি পাঞ্জী। ওরে বেটা তোর এই কাজ ! এ । শিশু পুত্রের স্নেহার্থক উল্লেখ । প্র—বেটা ভারি আবদারে বা দুরন্ত হয়ে উঠেছে ৷ স্ত্রী, বেটি, বেটী —[ হি—বিটী, বিটিয়া ] কম্বা ; মেয়ে। প্র— "বিশ্বনাথে বেট দিয়া করে কটুত্তর”— শিবায়ন। বেটী ছেলে-পুত্র সস্তান। দ্রঃ-রঙ্গপুর অঞ্চলে প্রাদে, ব্যবহার বেটা অর্থে "বেটা ছাওয়া", বেটী অর্থে "বেট ছাওয়” ] বেটা বেটি—অনির্দিষ্টনর নারী ; ৰাছাদের নাম করিতেও ঘৃণা বা বিরক্তি জন্মে এমন স্ত্রী ও পুরুষ। প্র—বেটা বেটীদের জ্বালার ঘর সংসার করা ভার হ’ল। কোন বেটা কি বেটী—কোন পুরুষ বা কোন স্ত্রী, কেহ ; ব্যক্তিবিশেষ । প্র—"কোন বেটা বা বেটির তোয়াঙ্ক না রাখা । কোন বেটা কি বোট বলুক দেখি। বেটার ছেলে (সংক্ষেপে বেড় "ৰেটাচ্ছেলে* ] ছেলের ছেলে ৰ লাতি। अर्ष९गरषांषिठ शख्द्रि बांt"ब्र बां★ ह७ग्न এই অর্ধেগালি। বাপের বেটা-পিতার অনুরূপ পুত্র। ২ । [ শপথ, গালি, আস্ফালনাদি অর্ধে ] পিতার ঔরসজাত পুত্ৰ अर्शी९ लांब्रज नाह । বেটিয়া I ৰেষ্টা। প্রাবাং, আধু-ৰেডিয়া | অসক্রি, বেষ্টন করিয়া। প্ৰ—“মধূরে বেটিয়ে যেন মধু মাছি আছে।”—ভাগবত (দৈবকী नन्गन) ! বেটুয়া, বেটে, বেটো [সং—বট (রজ্জ্ব) অথবা পাট হইতে পাটুয়া পেটুয়া, পেটো— বেটে ] বি, পাট বা দড়ি রজ্জ ; শণের বেটে। প্র—“যেখানে ছুই না চলে, আমরা সেখানে বেটে চালাই ।”–বিমলা (দামোদর মুখো)। २ । [ ब्रख्छून उांव श्रउ ] दि१, ब्रख्यूब९ পাকান ; কৃশ : পাতেড়ে। প্ৰ—“সাড়া শুনি তাড়া দিলা বেটুয়া কুকুর”—ঘনরাম। বটুয়া, বেটো [সং—ৰীত । "বীতং ত্বসারং श्रछा १९'-थभन्न ] वि, ८वtil cषांप्लl ; ब्रां७ দিন থাটিয়া থাটিয়া কৃশ ও নিস্তেজ ঘোড়া । বেড় (র) { সং—বেষ্ট ] বি, বৃতি : বেষ্টন : ঘের । প্র-বেড় দিয়া কাপড় পর ৷ ২ ৷ বেষ্টিত স্থান ৷ ৩ ৷ বেড়া ; আগড় । বেড়া ( বেড় (দ্রঃ)+আ ] বি, যাহা দ্বারা বেষ্টন করা যায় ; বেষ্টনী । প্র—“কালী নামে দেওরে বেড়া ফসলের তছরূপ হবে না ।" —রামপ্রসাদ । বেড়া আগুন—যে আগুন চতুর্দিক ঘেরাও করিয়া ফেলিয়াছে ; অগ্নি বেষ্টন। বেড়া আগুনে পোড়ান —চারিদিকে আগুন জ্বালিয় তাহার মধ্যে দগ্ধ করা। বেড়া নাড়িয়া গৃহস্থের মন জানা—গৃহস্থ সতর্ক কিনা চোরের তাহা জানা । ২ । ইঙ্গিত করিয়া মনোগত ভাব বা অভিপ্রায় জানা । বেড়া [সং—বৃৎ ধাতুজ ৷ বেড় ( বেষ্টন)+ আ (ক্রিয়া-বিভক্তি )—বেড় দেওয়া । উ-পু —বেড়ি । ম-পু-বেড় । প্র-পু—বেড়ে । অস-ক্রি-বেড়িতে ; বেড়িয়া, বেড়ে ] ক্রি, ঘের ; আবৃত করা ; বেষ্টন করা । প্র— “সকল সলিল বেড়িয়া আছে”—চণ্ডীদাস । বেড়ান (ব্যাড়ানো ) { বৰ্ত্তন হইতে সং—বৃৎ ( বিদ্যমান হওয়া )- নানা বা বহু স্থানে বিদ্যমান হওয়া। উ-পু—বেড়াই। ম-পুবেড়াও ; বেড়ান ; বেড়া। প্র-পু-বেড়ায় ; বেড়ান। অস-ক্রি-বেড়াইতে ; বেড়াইয়া, বেড়িয়ে ] ক্রি, বিচরণ করা ; ভ্রমণ করা ; পৰ্য্যটন করা ৷ ২ ৷ পাদচারণ করা । বেড়াইয়া বেড়ান—পায়চারি করা ।