পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালা মলকর, মালাকার-মাল্য নিৰ্ম্মাণকারী পুষ্পাঞ্জীব : মালী। ৩। জাতিবিশেষ । কণ্ঠমালা—সেকালের বর্ণনির্মিত কণ্ঠ ভূষণবিশেষ ; দানার মত গড়নের হার । গড়েমালা-গোল শ্রেণীবদ্ধ ভাবে গ্রথিত ফুলের মোট মালা। চাঁদমালা—অদ্ধ চন্দ্রাকারে রচিত পুষ্পাদির মালা। জপমালা-ইষ্টমগ্ন জপের মালা স্ব স্ব ইষ্টমন্ত্রানুসারে তুলসী রুদ্রাক্ষ প্রভৃতি জপমালার প্রকার ভেদ হইয়া থাকে। তুলসীমালা-স্বতীয় গাধ সচ্ছিদ্র তুলসী কাঠের গুলির মালা । পদ্মবীজের মালা-পদ্ম ফুলের বীজে ছিদ্র করিয়া তাহাতে স্থত পরাইয় যে মালা গাথা হয় । ফকীরেমালা-কাচ গুটিকার মালা । বনমালা—বনফুলের মালা ৷ ২ ৷ কদম ফুলের মালা। মটরমীলা-সুবর্ণ সুত্রে গ্রপিত সুবর্ণ মটরের মালা বা হার । মতির মালা, মুক্তার মালা-মুক্ত+ গ্রপিত মাল্য বা হার । প্র—"পরি রুদ্রাক্ষের মালা, মুক্তামাল ছিড়ি"—বীরাঙ্গনা । মুণ্ড মালা—নব মুণ্ডের হার ( কালী প্রতিমার গলায় ) । মোহনমালী—সোণার তিন চার নবী হারবিশেষ। রুদ্র ক্ষমালা—অক্ষমাল| : অরণ্যতর বিশেষের শুপ ফল দ্বার গ্রথিত মালা : শৈব ৰ৷ শক্তিমন্ত্রের উপাসকদিগের জপমালা । হরিনামের মালা—প্রতিদিন নিয়মিতরূপে হরিনাম জপ করিবার তুলসী কাঠের গুটিকা-গ্রপিত মালা : বৈষ্ণবের ইঙ্গমস্ত্র জপের মালা । মালা কর, মালা জপ৷ —মালার দানার সংখ্যা-পরিমাণ ইষ্টদেবের নাম আধুত্তি কর । মালাচনদন-মাল্য ও ৮দন : পূজ্য বা মাষ্ঠ ব্যক্তির সন্মানার্থ মাল্য ও চন্দনের অর্ঘ্য । মালাবদল—বিবাহে বরের সহিত কস্তাব কণ্ঠমাল্যের পরিবর্ন্ত । মালা হওয়1–মালাজপ সমাধা হওয়! : দৈনিক ওপ শেষ হওয়া । মালা। —মল্লাহ, বি, জাতিবিশেষ ৷ ২ ৷ ধীবর : জেলে । মালা ( সং—“মল্লঃ পত্রে”—মেদিনী ] বি, পাত্র ; মারিকেলের কঠিন আবরণের অদ্ধ ভাগ : নারিকেলমাল । भव्ल।े [ श् ि। भूl-२tātश् ] त्रि, ६ं मनः । মালাইচাকি-মালচক্রক দ্রঃ। શ–"ફૉર્ટ્સ মালাইচাকি রসুবোয়াল গিলে ।”—মনসাব ভাসান ( ক্ষেমানন্দ ) । মালদীপক ( ) বি, প্লী, অর্থালঙ্কারবিশেষ ; দীপকালঙ্কারের মালা । মালদুর্বল।--বি. જી, cit iા ১২২৬ মালাবর ( ) { সং—মলয়বার ] বি, দক্ষিণ ভারতস্থ প্রদেশবিশেষ । বিণ, মালাবার। —মালাবার দেশ সম্বন্ধীয় । ২ । বি, মালাবারের অধিবাসী । মালাম, মালামি ( মাল ( মল্ল ) +আম, আমি ( আচরণার্থে) ] বি, মল্লগেল ; কুণ্ঠী । প্র—"মালে করে মালাম চোয়াডে লোফে কাড়”—অন্নদামঙ্গল । মালিক ( ) ( মাল' +ইক (সংস্কষ্টার্থে) ইকণ, ] বি, পুং, মালাকার জাতি ; মালী। ২ । বিণ, মাল্য নির্মাণকারী। মালিক (ক্) { আ—মালিকৃ] বি, অধিকারী। ২।প্রভু ; স্বামী। মালিকআলা আদা: পরিঃ ] সম্পত্তির প্রধান অধিকারী । মালিকদেহা [ আদা; পরি: ] সম্পত্তির এক অংশের অধিকারী। মালিকানা— ভূম্যধিকারী ভূমিস্বত্ব হইতে বিচুত হইয় গবর্ণমেণ্টের নিকট হইতে যে টাকা পায় । ২ । বিণ, অধিকার সম্বন্ধীয় । এই অর্থে “মালিকানি”ও বলে : মালিকানা রহম-অধিকারগত হক। মালিকি,কী—নিধুটি স্বত্ব : অবধিত oftofa : absolute right. মালিকিয়ৎ— অধিকার : প্রভুত্ব। মালিকীস্বত্ব-অধিকার *** wiłł : proprietary light propietaly মালিকা [সং । বি, স্ত্রী, মাণ্য ; পুপহার : ফুলমাল । প্র—“শুনলে শুনলে বালিকা । রাগ কুসুম মালিকা ॥”—ভানুসিংহের পদ|રનીં | ૨ | ૧ાંતિ નિશ્વિક ઇંટ્રાન ; ફાત ৩ । মল্লিক। ফুল । ৪ । মদিরা : হর । ৫ । নদীবিশেষ । মালিনী ( মালী দ্রঃ বি, স্ত্রী, মালাকার পত্নী ; পুষ্পমাল্যাদি বিক্রেত্ৰী। প্র—“তুলিয়া কুসুমরাশি মালিণী যেমতি গাথে মালা”—বীরাঙ্গন৷ ২ । মাতৃকাভেদ । ৩। কালী ; দুর্গ । ৪ । চম্পানাম্নী নগরী। "জটাজালিণী, শিরমালিলি ! শশিভালিনি মুখশালিনি করবালিনিগে৷ ”—আ, ম । ৭ । পঞ্চদশাক্ষর ছন্দোবিশেষ । মালিস্য (মালিন) [ মলিন+য (ভাবে— ५१, ) ] दि, झौ, विषवथl ; भलिनठा ।। २ ।। অপরিচ্ছন্নত ; ময়লা । মালিম ( ) [ আ—মুম্বাল্লিম্] বি, জাহাজের CN3 ; a mate ; a pilot. R afou &iqi দেখিয় জাহাজ পরিচালন, বন্দরগুলির সংবাদ রাখা যাহার কাধ । মালি-মকদ্দমা—বি, মামলা মোকদম । ৫ । সুরনদী : i মন্দাকিনী । ৬। বিণ. মালাধারিণী । প্র-— | মালো ফুl ] বি, ধনসম্পত্তি । মালিশ, মালিস (শ) (খ) বি, মলন : মর্দন। ২। বি, মালিশের ৩ৈল : মালিশ করিবার ঔষধ। মালী মালা। ইন (অ্যর্থে)=মালিন ১ম ১ৰ বি, পুং, পুষ্পমাল্যাদি-বি৭ে৩ ; মালাকার । ২ । বিণ, মালাবিশিষ্ট । ৩। মালাধারী। প্র—বনমালী ; মুণ্ডমালী । স্ত্রী, মালিনী। মলুঞ্চা ( প্রা-বাং। মালঞ্চ দ্রঃ ] বি, মালঞ্চের অধিকারী ; মালাকার ; মালী। প্র—"পুপ তুলিবাক পচ্চিম গেলা মালুঞ্চার বাড়ি।”— শু পু। মালুদ্ধান (ন) [ মালু (পত্ৰলতা) ধান (যে ধারণ করে ) ] বি, পুং, অষ্টনাগের অন্তর্গত মালুয়া সর্প। স্ত্রী, মালুদ্ধানী—লতাবিশেষ। মালুম ( ) [ আ—ইল (জ্ঞান, জানা ) হইতে আ—মস্থাপুম্‌ ( জ্ঞাত ) ] বি, বোধ । প্র—“মালুম হয় না স্পষ্ট, সবুজ নীল কি কালো”—রজনী সেন । মালুমকাঠ (মূল কাঠ, ) { আ—মুম্বালিম্ (কর্ণধার, pilot ) : মালম (কচ্ছদেশের ভাষায় নাবিক—navigator )] বি, জাহাজের মাস্তল : main mast. 21—"#fet; Nio, oto এড়াইল থান ধাটে”—কবিক । “আর ডিঙ্গাথান তুলে নামে ওয়ারেথী। দুপুরের পপ যার মালুম কাঠ দেখি ॥”—ঐ । মালুর, মালুর (র) । মা (লক্ষ্মী) ল (গ্ৰহণ করা ) + উর, উর অথবা ম| ( লগী ) { ( ছেদন করা )+র (কৰ্ম্মে) সংজ্ঞার্থে (রক) ] বি, পুং, বিল্পবৃক্ষ । প্র— মলয়জ মাথি মাখি মাপুরের পাতে। প্রাণপণে পূজেছি তোমার প্রাণনাপে ॥”—শিবায়ন । ২ । কপিখবৃক্ষ ; কয়েত বেলের গাছ । ৩ । ক্লী, শ্ৰীফল : বেল। প্র—“লগী আপন স্তন কৰ্ত্তন করিয়া · শিবের সন্তোধার্থ উপহার দিয়াছিলেন, শিব সন্তুষ্ট হইয়াবলিলেন অদ্যাবধি মালুর নামে খ্যাত হইয়৷ আমার সন্তোষ জন্মাইবে।”-পুরাণ । "মালুর নিদিয়া স্তণ মুগ্ধ করে ত্রিভুবন, মাথার মৃগেন্দ্র পরিহার।”—শিবায়ন । মালেয় (মাল| +এয়, সম্বন্ধার্থে (এয়ণ, )] বিণ, মাল্যসম্বন্ধীয়। স্ত্রী, মালেয়া—বড় এলাইচ । মালো [সং—মাল্লঃ ] বি, জাতিবিশেষ । স্ত্রী, মালোনী। মালোপম| [ মালা—উপমা ] বি, এক উপমেয়ের একাধিক উপমানযুক্ত কাব্যালঙ্কারবিশেষ। প্র—মলিন-বদন দেবী হায়রে যেমতি ; থলির তিমির গর্ভে ( না পারে পশিতে সৌরকররাশি যথা ) স্বৰ্য্যকান্তমণি ; কিম্ব বিস্বাধরা রমা অমুরাশি তলে ।”— মেঘনাদ ।