পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শারী শারীরিক ( )। শরীর +ইক (ইন্মধে— ইকণ, ) ] বিণ, শরীর সম্বন্ধীয় : দৈহিক : কায়িক । ২ । দেহোৎপন্ন ; শরীরজাত । ৩ । বি, বেদান্তস্বত্র । ৪ । জীবাত্মা । শারে ৪ { সং—শারঙ্গী হইতে গ্র। ] বি, সারঙ্গ এ: ) প্র—শারেঙ বাজিয়ে গান করা । শীর্কর ( ) { শর্কর (চিনি বা কাকর ) + অ ( যুক্তার্থে অণ, ) ] বিণ, শকরা সম্বন্ধীয়। ২। শর্করাবিশিষ্ট ; শর্করা-মিশ্রিত। ৩। কাকরযুক্ত ; কাকরমিশ্রিত : কাকুরে । ৪ । দানাদার । শাঙ্গ শৃঙ্গ (শিং )+অ ( সম্বন্ধার্থে অণ, ) ] বিণ. শৃঙ্গজাত ; শৃঙ্গদ্বারা নির্মিত। ২। শৃঙ্গ সম্বন্ধীয়। ৩। বি, পুং, বিষ্ণুর ধনু ধনুক । শাঙ্গক-বি, পুং, শাঙ্গপাণি : ধনুৰ্দ্ধর। শাঙ্গ ধম্বা-বি, পুং, শাঈর্ষমুখী ; বিষ্ণু। শঙ্গপাণি-বি, পুং, বিষ্ণু । ২ । ধনুৰ্দ্ধারী। শাঙ্গা (শাঙ্গ+ইন (অন্তর্থে)=শার্লিন ১ম, ১ব ] বি, পুং, শাঙ্গপাণি । শার্ট (ইং-shirt ] বি, কামিজ ; পিরান। শাৰ্দ্দল (ল) (হিংসা করা )+দুল ( কৰ্ত্ত সংজ্ঞার্থে দুলচ, ) ] পুং, ব্যাঘ্র ৷ ২ ৷ শরভ । ৩। রাক্ষস । ৪ । পক্ষিবিশেষ। ও । শব্দের পর যুক্ত হইয়৷ ইহা শ্রেষ্ঠত্ববাচক হয়। প্র—নরশাৰ্দ্দল। স্ত্রী, শাৰ্দ্দলী-বাৰী। প্ৰ—“* * * বহিরিলা আশুগতি দোহে শাৰ্দ্দলী অবর্তমানে ; নাশি শিশু যথা নিষাদ ;"—মেঘনাদ । | শাৰ্দ্দলবিক্রীড়িত (শা বিক্ৰীড়িত) বি, ক্লী, উনৰিংশাক্ষর ছন্দোবিশেষ । | .শাবর্বর ( র) { সং । শকারী দ্রঃ ] বিণ, শর্করী সম্বন্ধীয় । ২ । নৈশ ; নিশাকালীন । ৩। বিনাশক ; হননকারী ; ঘাতক । ৪ । বি, ঘোরতিমির ; নিবিড় আঁধার । স্ত্রী, শীর্ববরী —রাত্রি ; যামিনী । শাল (ল) [ শাল (গমন করা) শাল (গ্লাব করা ) +অ (সংজ্ঞার্থে—ঘঞ, ) ] বি, পুং, শালিবাহন নৃপতি । ২ । শোলজাতীয় বৃহৎ মৎস্তবিশেষ । ৩। স্বনামখ্যাত বৃক্ষ । প্র— “বন-হুশোভন শাল ভূপতিত আজি”— মেঘনাদ । ৪ । অস্ত্রবিশেষ দুঃখ ; ব্যথা। প্র—“যৌবনে মরণকাল, হৃদয়ে রহিল শাল প্রবোধ পরাণে নাহি মানে”-কবিকঙ্কণ। ৬ । আঘাত : তালা। প্র—“কৰ্ণে লাগে শাল" —কাশী-মহা-বিরাট । ৭। প্রাচীর। ৮। বৃহৎ শূল । প্র—শালে চড়ান। শালে দেওয়া-চড়ান-বৃহৎ শূলের উপর `ම්LA বাইয়া হতা-কর্ণরূপ দও। শালে ভর | দেওয়া-লোহার ধারাল উদ্ধমুখ গজাল । সমুহ যে তক্তার উপর সারি দিয়া আটা তাহার : উপর পতিত হইয়া তপস্ত করা। শাল- ' কেঁাড়া-বি, শালগাছের ভেজাল চারা। প্র—"রূপগুণশীল বাড়া বাডে যেন শাল । কোড়া জিনি খাম চামরকুস্তল।”—কবিক । ] শাল (ল) [ ] বি, তিব্বতীয় ছাগলোমজাত শীতৰ বিশেষ । কাশ্মীরি শাল— | কাশ্মীরের নির্মিত শাল। ইহা উৎকৃষ্ট ও মুল্যবান এবং প্রসিদ্ধ। একরোক শাল— একদিকে ফুল তোলা বা একপিট সোজা এক পিঠ উন্ট বুননেরশাল। দোরোকা শাল —দুই পিঠ সোজা বুনানের বা দুইপিঠে ফুল তোলা শাল। দোশাল, শীলের জোড়া—দুই ফর্দ শাল। শাল দুশালা, দেণশালা-শাল, শালের জোড়া প্রভৃতি বহু মূল্যবান গাত্রবস্ত্র। প্র—“কেহ উড়ায় শাল দুশালা কেহ পায়না ছেড়া টেনা।”— রামপ্রসাদ। বুটিদার শাল-ছুচে তোলা ছোট ছোট ফুলদার শাল। চিড়িয়াবুটি শাল-মাছির মত বুটিযুক্ত শাল। শীলের রুমাল বা রমাল—পিঠ ঢাকা ছোট শাল। পাল্লাদীর বা পাল্লেদার শীল —যে শালের কোণে ফুল পাত কাটা চওড়া আচল আছে। কুঞ্জদার শাল-যে শালের কোণে ফুল তোলা বা কাটা থাকে। ডুরিদার শাল-যেশালে রেশমী স্থতার কাজ করা থাকে, স্বতার ফলপাতাদি তোলা শাল । যে শাল প্রচুর ফুল লতাপাতাদিতে ; পূর্ণ থাকে তাহার নাম জামিয়ার। শাল (লু) (সং–শাল হইতে বি, আগার ; শালা ; আলয়। প্র—ঘোড়াশাল : হাতীশাল ; পাঠশাল । ২ । কারখানা ; কামারশাল। প্র—“ঘাত করে ঘরে তারে পাতাইব শাল । খুল ভাঙ্গি সাজসজ্জা করাইব ফাল।" | শিবায়ন । “আদেশিল মহীপাল তথায় । পাতিল শাল গড়ে কলধৌত কারিগর।”— : কবিক । r শালগম ( ) বি, মূল শাকবিশেষ turnii). ਮਿ( ল () { সং। গ্রা-শালগেরাম] : বি, বিষ্ণুপুরাণোক্ত তীর্থবিশেষ এখানে ঋষভ , দেবের ভক্ত ভরত তপস্তা করিয়াছিলেন । ২ । গওকৗতীর্থে উৎপন্ন শিলাময়ী বিষ্ণু মূৰ্ত্তিভেদ । শালগ্রাম শিলা—গণ্ডকী নদীগর্ভজ সচ্ছিদ্র মন্থণ গোল কৃষ্ণগ্রন্তর। শাল । গ্রামের শোয় বস। সমান— | [ গোলাকার বলিয়া—তাহ হইতে ] সকল অৰস্থায় সমভাৰ ; বিশেষত্বহীন। সব মুড়ী শালি শালগেরাম নয়—শিলাখণ্ড হইলেই হয় না, একমাত্র গণ্ডকীতীর্থে নদীগর্ভজ শিলাখণ্ড যাহার অঙ্গে শঙ্খচক্ৰ গদাপদ্মাকৃতি রেখা ও ছিদ্রাদি থাকে তাহাই শালগ্রাম বলিয়া বিশেষিত হয় ( তুল—“সকল গজে মোতি নাহি মানি"—বি, প ) । শালজ (জ ) { শাল ( মৎস্ত বিশেষ ) জ (তাই হইতে জাত) ] বি, পুং, শালমাছ। শালতি ( ) { শাল (বৃক্ষবিশেষ)+তি] ৰি, শালকাটের নৌকাবিশেষ ; ডোঙ্গা । শালনিৰ্য্যাস (শানিৰ্জা) | শালেরনিৰ্য্যাস—৬তৎ ] বি, পুং, শালগাছের আঠা ; ধুনা । শীলভঞ্জি, ভঞ্জিকা, ভঞ্জী (ল, তো ) [*ाल (वृक) उन्छ (उांत्र-निर्वीन कब्रा) +थ (कई चन्)=*ांजडs +त्रे, जैौ, আপ ] বি, স্ত্রী, কাঠপুত্তলিকা ; কাঠখোদিত মূৰ্ত্তি। প্র—"জিজ্ঞাসিলা শূলপাণি কহ জয়া সত্যবাণী শালভঞ্জী কাহার নির্মিত।” -कक्किक१ ।। শালা ( শল্ গেমন করা)+অ (অধি, সংজ্ঞার্থে) —বিশ্রামার্থগমন করা হয় যেখানে ; জাপ, স্ত্রী] বি, স্ত্রী, গৃহ ; আলয় ; ঘর ; নিবাস। ২ । গৃহাংশ ; ঘরের একদিক। ৩। বড় ডাল। শালা | সং—শ্যালক ] বি, পুং, পত্নীর ভ্রাতা। २ । औद्र खाई दलिग्नां णालि ; मदकौ । *ांढगों ঝি—ষ্ঠালক পুত্রী। শালাপো-খালক পুত্র। শাল বাঞ্চোৎ-অশ্লীল গালি । শকার বকার দ্রঃ । শালা ভগ্নীপতি— ভগ্নীর ভ্রাতা ও পতি । শালা সম্বন্ধী— সহচর শব্দদ্বয় । শ।লাজ (জ.)। খালক জায় হইতে বি, স্ত্র, ষ্ঠালকের স্ত্রী ; পত্নীর ভ্রাতৃজায় । শালাঞ্চি—বি, স্ত্রী, শাকভেদ ; শাঞ্চে শাক শীলামৃগ-বি, শৃগাল । শালাবৃক-বি, বানর। বিড়াল । ৪ । শিয়াল । শালি—বি, সর আমন ধান্তবিশেষ। প্র— "কনকের থালে ওদন শালি । কাঞ্জিকা সহিত করিয়া মেলি ॥"—কবিক । ২। যাহাতে আমন ধান্ত জন্মে । শালিক (ক) { সং–শারিকা | ৰি, পঞ্জি বিশেষ । ২ । কুকুর । ৩ ৷ শালিকা ( )[স ] বি, স্ত্রী, আধার। প্ৰ— "ভারত রচিল ফুল-কবিতা কবিতা-রসের শালিকা ৷”—অ, ম ৷ ২ ৷ একপ্রকার চারা গাছ । শালিনী শালিন +ঈপ, ो ] বি, স্ত্রী, একাদশাক্ষর ছন্দোবিশেষ ৷ ২ ৷ বিণ, যুক্ত ; মিলিত ; ৰিশিষ্ট । প্র—“জটাজালিণী শির