পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঙে সঙে ( , ) (সং—সঙ্গ হইতে। সঙ্গে শব্দের প্রা-ৰাং কোমলরাপ, সঙে, সঞে, সনে ] সঙ্গে : সহিত । প্র—“হেথা সুবদনী সখী সঙে বাণ কহয়ে কাতর ভালে।”—চণ্ডীদাস । সঙ্কট ( শংকট ) { সং ( সম্যক্ ) কট ( আবরণে ) + অ (কর্তৃ)—যাহা এতদূর আবৃত যে দুর্গম বা অভেদ্য বলা যায় ] বিণ, নিবিড়। ২ । অভেদ্য । ৩। অনতিক্রম্য। ৪ । অতিশয় অপ্রশস্ত ; সঙ্কীর্ণ । ৫ । বিপজ্জনক । ৬। বি, দুঃখ : কষ্ট । ৭ । ভিড় ; জনতা ৷ ৮ ৷ বিপ{ । প্র—“তবে সে জানিবে মোরে পড়িয়া সঙ্কটে ।"--অ, ম । ৯ । উপস্থিত : আসন্ন । প্র—“সঙ্কট সঙ্কটে এই আর আছে কত।”— ঘনরাম। স্ত্রী, সঙ্কটা-দেবীবিশেষ। ২। অষ্ট যোগিনীর অন্যতম। সঙ্কটস্থল—যোজক : তুষ্কন্ধর। গিরি-সঙ্কট—দুই পৰ্ব্বতের *Rāl of Hoà on ; mountain pass. সঙ্কর (শংকর) [সং (সম্-মিলন) কু (কর) +অ) বি, পুং, মিশ্রণ। ২। বিরুদ্ধ পদার্থদ্বয় বা সমূহেব সংযোগ বা মিশ্রণ। ৩ । অমুলোম ব| বিলোম বর্ণের মিলনজাত মিশ্রজাতি ; বর্ণসম্বর জাতি। সং–কু বিক্ষেপে)— সন্মাঙ্গণী দ্বার বিক্ষিপ্ত হয় বলিয় ] অবস্থর : ধূলি । স্ত্রী, সঙ্করী—নবদুতি কস্তা। বিণ সঙ্কীর্ণ। সঙ্করীকরণ (শংকোরীকরন) { সঙ্কর-করণ, মধ্যে ঈ (টুি অভূততষ্ঠাবার্থে) আগম বি, মিশ্রণ। ২। জাতিলংশকরণ। সঙ্কর্ষণ ( শংকৰ্ষন ) (সং (সম্যক্) কুফু, (চস) + অন| বি, পুং, সম্পূর্ণভাবে কমণ। ২। আকৰ্ষণ । ৩। কৃষিকৰ্ম্ম । ৪ । [ সঙ্কধণঃ সীরপাণিঃ কালিন্দীম্ভেদনে বল: ॥”—আমব | বলরাম । সঙ্কলন (শংকলন) [ সং—কল (গণনা কর! ) + অন ( ভাবে-অনট্‌ ) | বি, প্লী, বিক্ষিপ্ত ও বিস্তুঙের মধ্য হইতে সংক্ষেপে গ্রহণ : সংগ্ৰহ । ২ । স”যোগ : সংমিলন। ৩ । [ গণিতে ] যোগ কবণ ; তেfবজ : .uiltion, [ ইহার বিপরীত *R*, *offs footo Sultraction } | বিণ, সঙ্কলিত—সংগৃহীত ৷ ২ ৷ তেরিজ বা যোগ দ্বারা যে অঙ্কফল পাওয়া গিয়াছে । ৩ । সংযোগজীত : মিশণ বা মিলনসস্তুত । সঙ্কল্প (শংকল্প) {সং-কৃপ (মনে মনে ইচ্ছ করা ) + অ ( ভাবে-অল) ] বি, পুং, মনে মনে নিদ্ধারণ ; মনোরথ : বাসন ; ইচ্ছা । ২। পূজাদির পূর্বে যে মানস করিয়া পূজাদি করা হয় তাহার উল্লেখ । প্র-"সঙ্কল্প সমাচরি গন্ধাধিবাস করি বিধানবিজ্ঞ ভাল বিধি ।”— আ স । বিণ, সঙ্কল্পিত। সঙ্কল্পজন্মা— মনোজ : কাম । ^రీJ8 সঙ্কাশ (শংকাশ) [সং—কাশ (দীপ্তি পাওয়া) +অ ( কৰ্ত্ত—আচ, ) ] বিণ, সমপ্রভ ; সদৃশ । ২ । সন্নিধি ; সমীপ । স্ত্রী, সঙ্কাশ1– সদৃশী ; তুল্যপ্রভা ; সমানকান্তি। প্র—"বিধি মুখে বেদবাণী বন মাত বীণাপাণি ইন্দুকুশ তুষার সঙ্কাশ৷ ”—কবিক । সঙ্কীর্ণ (শংকীর্ণ) { সঙ্কর দ্রঃ । অনুরোধে বা কোমালার্থে পদ্যে ছন্দের অনুরোধে বা কোমলার্থে সঙ্কীরণ । প্র—”করই সঙ্কীরণ রস নিরবাহ”—বি, প] বিণ.মিলিত ; মিশ্রিত। ২ । অপ্রশস্ত : সঙ্কুচিত ৷ ৩ ৷ অনুদার । ৪ । নিবিড়। ৫ । সমাকীর্ণ : পরিব্যাপ্ত । ৬। জনতাযুক্ত । ৭ । সঙ্কট । ৮ । [ সঙ্গীতে ) বি, মিশ্ররাগ। ৯ । { স্থতিতে ] বর্ণসঙ্কর জাতি । সঙ্কীৰ্ত্তন (সংকীৰ্ত্তন) (সং-কৃৎ (গুণানুবাদে, প্রশংসায় ) +অন (ভাবে-অনট) ] বি, কী, গানে দেবমাহাত্ম্যকথন বা গুণগান ; বিশেষভাবে দেবতার নাম গান । ২ । [ সঙ্কীর্ণার্থে ] বৈষ্ণবগণকর্তৃক হরিনাম ও গুণকীৰ্ত্তন ; হরিসঙ্কীৰ্ত্তন। ৩। বর্ণন। ৪। উচ্চারণ। বিণ, সঙ্কীৰ্ত্তিত। সঙ্কুচিত ( শংকু ) { সং ( সম্যক্ ) –কুচ, (কোকড়ান) +ত ( কৰ্ত্ত—ক্ত) ] বিণ, সঙ্কীর্ণ। ২ । সক্তিক্ষপ্ত । ৩ । অপ্রসারিত । ৪ । কুষ্ঠিত ; জড়সড়। এ । নিমীলিত : মুদিত। ৬ । অগ্রস্ফুটিত। সস্কুল (শোংকুলু) (সং–কুল (রাশি করা) + অ ( কৰ্ত্ত—ক ) ] বিণ. ব্যাপ্ত : সমাকীর্ণ : পূর্ণ। প্র-"অলিকুল সঙ্কুল"— । "মদকল কোকিল কলরব সঙ্কুল ।”—মদনমোহন তর্কালঙ্কার। ২। একত্র বিদ্যমান : মিশিত। প্র—“প্রবেশি নন্দন বনে কুমার হরিষ মনে ছয় ঋতু দেখিল সঙ্কল।”—কবিক। ২। সঙ্কীর্ণ। ৩। বি, দ্বন্দ্ব : যুদ্ধ জনতা । সঙ্কেত ( শংকেত ) { সং ( সংক্ষেপ ) কিৎ (दल ) + श्र ( छाप्न–बल्) ] ,ि भू, সংক্ষেপে অভিপ্রায় প্রকাশক চেষ্টা : ইসার : ইঙ্গিত ৷ ২ ৷ শব্দার্থজ্ঞাপক শক্তি ; অভিধাশক্তি ৷ ৩ ৷ বোধ । ৪ । সন্ধান । ৫ চিহ্ন । ৬ । গুপ্তস্থান। ৭ । নায়ক নায়িকার নির্দিষ্ট মিলনস্থান । বিণ, সঙ্গেতিত—কৃতসঙ্কেত। সঙ্কোচ ( শংকোচ, ) সং–কুচ (কুঞ্চনে ) + অ (ভাবে—অল্) ] বিণ, বিস্তুতকে সঙ্কীর্ণকরণ ; বা বংর অল্পীকরণ : সঙ্ক্ষেপ । ২ । কুষ্ঠা ; জডসডঙ্গৰ । ৩। অক্ষ টন : মুত্রণ। ৪। বন্ধন । বিণ, সঙ্কোচা । সঙ্কোচন (শংকোচন ) { সঙ্কোচ দ্রঃ+ অন ( ভাবে-অনটু ) ]বি, সঙ্কোচ করণ। সঙ্কন্দন (শংক্ৰে ) { সং—ক্রন, ( রোদন করা ) +অন (ভাবে ) ] বি, ক্লী, অতিরোদন। ২ । পুং, ইন্দ্র । সঙ্গ সঙ্কম (শংক্রম্ ) { সং—ক্রম (গমন করা )+ অ ( ভাবে ) ] বি, পুং, সঞ্চার। ২। পৰ্যটন । ৩ । গ্ৰহগণের রাগুস্তরে গমন । ৪ । প্রতিহত গতি । ৫ । প্রাপ্তি। ৬। অতিক্রম। ৭ । গমনোপায় ; সোপান, সেতু প্রভৃতি । ৮ । উপায় । ৯ । সমসাময়িকতা । বিণ, সঙ্ক মিত। সঙ্ক মণ (শংক্ৰোমন) সাধা-সংক্রমণ। সং -यम् (शंभन कब्रl)+अन (डांप्व-यन) ] বি, ক্লী, সঞ্চরণ ৷ ২ ৷ পৰ্য্যটন । ৩ । গ্রহাদির সংক্রম । ৪ । প্রাপণ । ৫ । অতিক্রমণ । ৬ । প্রতি বিম্বপাত । ৭। প্রবেশ। বিণ, সঙ্ক মিত। সঙ্কান্তি ( সংক্রাপ্তি ) { সং—ক্রম্ (গমন করা ) +তি (ভাবে)]বি, স্ত্রী, রবির এক রাশি হইতে অন্তরাশিতে গমন ; গ্ৰহগণের রাশাস্তর গমন । ২ । মাসের শেষ ; মাসকাবার। ৩ । সঞ্চার । ৪ । বিস্তার ; ব্যাপ্তি । ৫ । প্রতিবিম্বন ৷ ৬ ৷ অবস্থান্তর প্রাপ্তি । সঙ্কামক—সংক্ৰামক দ্রঃ। সঙ্ক,ামণ-সঙ্কমণ দ্রঃ । বিণ, সঙ্ক মিত। সঙিক্ষপ্ত (শংথিপ্ত ) { সং ( সঙ্গত, সংগত ভাবে ) ক্ষিপ ( ক্ষেপণে ) +ত (কৰ্ম্মে—ক্ত ) বিণ, সঙ্কুচিত ; অল্পীকৃত। ২ । [সং—সম্যক্ ] পরিত্যক্ত ; নিক্ষিপ্ত। বি, সংক্ষেপ। সঙ্গমুন্ধ (শংপুত্র) (সং— (চকলংওগ) +ত (কর্তৃ—ক্ত ) বিণ. আন্দোলিত ; আলোড়িত ৷ ২ ৷ চঞ্চল। ৩। আকুল । সঙেক্ষপ (শংথেপ, সং—ক্ষিপ ( ক্ষেপণে) + অ ( ভাবে—অল) ] বি, পুং, নিক্ষেপ। ২। অল্পতা : হ্রস্বতা ৷ ৩ ৷ চুম্বক ঃ abstract. ৪ । সঙ্কোচ । বিণ, সংক্ষিপ্ত । সঙেক্ষাভ ( শংখোড়, ) { সং—গ্রুভ, (চঞ্চল হওয়া ) + অ ( ভাবে-অল্) ] বি, পুং, অতিশয় ক্ষোভ : মনস্তাপ। ২। অত্যুৰেগ । ৩ । অতিচাঞ্চল্য । ৪ । গৰ্ব্ব । ৫ । বৰ্মণ । বিণ, সঙ্ক্ষুব্ধ। সঙ্গ, সংথ ( শংখ) { সং—শখ অপভ্রংশে প্রা-বাং ] বি, শঙ্খ ; শাখ । প্র—"চারিদিকে জঅ জঙ্গ সম্বর বাদন।”—ণুপু। "জন্ম সংখ ধ্বনি দিলএ তুষ্ট নিরঞ্জন।”—ঐ। সজ্য ( শোংথ্য ) { সংখ্যা ত্র: ] বি, রাশি, অঙ্ক ২ । গণনা । ৩। বিচার। বিণ, সঙ্খ্যাত । সঙ্খ্যান ( শোংখ্যান ) বি, গণনা । ২ । বিচারণা । সঙ্খ্যেয় ( শোংখেঅ ) বিণ, গণনীয় । সঙ্গ (শংগ ) { সনজ, ( আসক্ত হওয়া ) + অ (ভীৰে—ঘঞ, ) ] বি, পুং, সংযোগ ; মিলন।