পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ম বিণ, চতুর্থাশ্রমী ; যে সংসার আশ্রম ত্যাগ করিয়া ভিক্ষু হইয়াছে। প্র—“সস্তাবনা শিবের সন্ন্যাসী নাহি জান । কপট সন্ন্যাস করি কষ্ট পাও কেন ?"—শিবায়ন ৷ ২ ৷ সৰ্ব্বত্যাগী : বিরাগী। প্র—“হবে কোন বিদেশী প্রণয়ের সন্ন্যাসী”—গান। ৩। চৈত্রমাসে গাজনোৎসবে ব্ৰতী ; গাজনের সন্ন্যাসী । স্ত্রী, সন্ন্যাসিনী । মূল সন্ন্যাসী-গাজনের সন্ন্যাসীদিগের প্রধান : সর্দার সন্ন্যাসী । অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট— [লক্ষণায়] ব্ৰতীর সংখ্যাধিক্যবশত: নানা মতের গণ্ডগোল ও বিশৃঙ্খলা হেতু ত্রত পণ্ড হয়। সন্মতি (শ) [ সং—সন্মতি শব্দের স্থলে গ্রা— প্রয়োগ ] বি, সন্মতি ; অনাপত্তি। বিণ, সন্মত—সম্মত ( দ্র: ) ; স্বীকৃত। সন্মান (শনৰ্মান) [ সং–সং+মান=সন্মান (উত্তম মান্য )। বাং-য় এই অর্থে প্রয়োগ । নাই কিন্তু সং সন্মান ( দ্র: ) শব্দের স্থলে ' গ্রা প্রয়োগ আছে ] বিণ, সম্মান : মাষ্ঠ । বিণ, সন্মানিত। সন্মার্গ (শ ) { সৎ (উত্তম ) যে মার্গ (পথ) কৰ্ম্মধা ] বি, পুং, সৎপথ ; স্বপন্থা। বিণ, সম্মাগী—সৎপথের পথিক ; সচ্চরিত্র। সন্মুখ (শনমুখ, ) (সং-সন্মুখ শদের গ্রা— প্রয়োগ ] বি, সন্মুখ । সপ (শপ,) [ আ—সফ ] বি, বড়মাদুর। প্র—"বিচিত্র চন্দ্ৰাতপ টাঙ্গীয়ে ফেলে সপ প্রশস্ত পরম যতনে”—ধৰ্ম্ম-ম । সপক্ষ (শপোখ)[স (সহিত) পক্ষ (সহায়) । যাহার, বহু ] বিণ, সদল ; সহায় বা দলবলসহ । ২ । [স ( সমান ) পক্ষ ] পক্ষাবলম্বী । ৩ । অমুকুল। এই অর্থে গ্রা–ব্যবহারে সাপক্ষ। প্র—“তবে তুার কারে ভয় যারে সাপক্ষ হইয়ে श्त्रेि dनि *नि एवडग्न”-१ीन ।। 8 ! [म। (সহিত ) পক্ষ ( পাখা ) ] পাখাযুক্ত । বি, সপক্ষতা—পক্ষাবলম্বন। ২। আনুকূল্য। সপত্ব (শ ) { সং । সপত্নী+অ—সপত্নী তুল্য ] বি, পুং, শত্রু। প্র—“সপত্নভয়হারিণী"— বাসবদত্ত । সপত্নী ( শপোৎনি) [স (সমান ) পতি ( স্বামী) যাহার, বহু-ঈপ, স্ত্রী, ন আগম ] বি, স্ত্রী, পতির অন্তপক্ষের স্ত্রী ; সতীন। সপন (শাপান) [ ছয় (৬) পণ (২• গণ্ড ) =ছপন=সপন, ছ=স ] বিণ, ১২• গণ্ডী । প্র—“দোলায় চেপে সপন কড়ি গুণতে গুণতে যায়”—ছড়া । সপরিবার ( শপোরিবার ) { স ( সহ ) পরিবার (স্ত্রী) ] বি, সন্ত্রীক : স্ত্রীপুত্রাদিসহ। প্র—“সেদিন শ্বশুরালয়ে রহিলা সপরিবারে ।” –শিবায়ন । ২ । গোষ্ঠী সহিত । ১৩৭৩ সপর্য্যা ( শপোর্জ ) { সং] বি, স্ত্রী, পুজা । সপসপ, সপসপ (শপশগ) শিঙ্গায়ক বি, অনুকরণ শব্দ ৷ ২ ৷ শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে অন্নাদি দ্রুতবেগে গলাধঃকরণ করা । ৩ । সম্পূর্ণ সিক্ত। প্র—ভিজে সপসপ্ত কচে । ক্রি, সপসপান (শপশপানো )। অসক্রি—সপসপিয়া—সপসপ করিয়া । সপাসপ-সরস বা জলীয় পদার্থসহ অন্নাদি দ্রুত গলাধঃকরণ । সপাং (শ ) { শব্দাত্মক ] বি, বায়ুমণ্ডলে ছাচি বেত বা চাবুক আম্ফালন শব্দ। ২। কশাঘাত শব্দ । প্র—তাহাকে সপাং সপাং করিয়া ঘাকতক বেত মারিল । সপ{ৎ ( শ ) [ শব্দাত্মক ] বি, সপাং দ্রঃ । সপিণ্ড (শ ){স (সমান ) পিও যাহার, বহ] বি, পুং, সপ্তম পুরুষান্তর্গত জ্ঞাতি : এক বংশ । সপিণ্ডীকরণ (শে, ন ) { সপিণ্ড-করণ, মধ্যে ঈ (ঢ়ি ) ] বি. রী, পিতৃপিণ্ডের সহিত প্রেতপিণ্ডের মিশ্রণ ; প্রেতত্ব মোচনার্থ মৃত্যুর এক বৎসর পরে কৃত্য শ্ৰাদ্ধ। বিণ, সপিণ্ডা কৃত। সপিন (coil) [*—subpoena J f, বিচারালয়ে হাজির হইবার আদেশ পত্র ব| হুকুমনাম। সপিনা দেওয়া, সপিন ধরান-আদালতের তলবনাম ব্যক্তিবিশেষের উপর জারি করা । এখন আবার সাক্ষ্যের সপিলা ধরাইয়া ও কি মুক্ষিল ।”—গল্পগুচ্ছ ( রবি ) । সপ্ত (শ )[সপ ( সমবায়ে )+তন (কৰ্ম্মে ) =সপ্তন ১ম বহুবচনে ন লোপ ] বি, সাত সংখ্যক ; সাত । সপ্তগ্রস্থিশুণ্ড-সাতটা গাটযুক্ত শুণ্ডবিশিষ্ঠ জীব। ২। বৃশ্চিক। সপ্তচত্বারিংশৎ—সাত অধিক চল্লিশ ; ৪৭। সপ্তদশ–সতর সংখ্যার পূরক। ২। বি, সতর সংখ্যা : ১৭। সপ্তদ্বীপ— বি, পুং, সসাগর। পৃথিবীকে প্রাচীন আয্য ঋষির সাত মহা বিভাগে বিভক্ত করেন। উহারাই সপ্ত দ্বীপ নামে খ্যাত ; (১) জম্বু (২) কুশ (৩) প্লক্ষ । (৪) শান্মলী (৫) ক্ৰৌঞ্চ (৬) শাক ও (৭) পুষ্কর এই সাতটা । প্র—“সপ্তদ্বীপ মাঝে ধন্য ধন্ত জম্বুদ্বীপ। তাহাতে ভারতবর্ষ ধর্মের প্ৰদীপ।”—অ, ম । সপ্তদীধিতি (সপ্ত –नीक्षि७ि ( es ) पtश्iं, र१] त्रेि, *(२, অগ্নি । সপ্তধাতু-রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র শরীরের এই সাতধাতু । সপ্ততাল—সাতটা তালগাছ। প্র— “সুগ্ৰীবের পক্ষ হৈলা সপ্ততাল ভেদ কৈলা।" | -অ, ম ৷ ২ ৷ [ সং—সপ্ত—হি—তালাব t —তাল। ক্ষুদ্রার্থে—তালাইয় ] সপ্ত সরোবর ; সাত পুকুর। প্র—“সপ্ততাল হয়ে গেল মগরায় সপ্ত জল।”—কবিক। সপ্তনাড়ীচক্র—ফলিত জ্যোতিষোক্ত সর্পবলয়াকৃতি গণনা-চক্রবিশেষ । সপ্তপাতাল—সাতটা অধোভুবন ; তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল । সপ্তপ্রকৃতি—পঞ্চভূত ও মহৎ এবং অহঙ্কার । সপ্তরক্ত-করতল, পদতল, অপাঙ্গ, জিহ্বা, তালু ওষ্ঠ ও নখ এই সপ্ত শরীরস্থান। সপ্ত লোক-তুঃ, ভুব: স্বঃ, মইঃ, জন, তপ, ও সত্য এই সাতভুবন । সপ্তসাগর—লবণ, ইক্ষু, সুর, সর্পি, দধি, দুগ্ধ, জল এই সপ্ত সমুদ্র। সপ্তসিন্ধু— সাতসমুদ্র ; সপ্ত সাগর দ্রঃ । সপ্তক (শপ্তক্) (সপ্তন4ক ] বি৭, সপ্তসংখ্যা বিশিষ্ট ; সাতের পূরক। ২ । [ সঙ্গীতশাস্ত্রে ] স, র, গ, ম, প, ধ, ন এই সাতটি স্বর লইয়া এক একটি সপ্তক হয়। মৃন্দ্ৰ—মধ্যতার =খাদ, মাঝারি, উচ্চ এই তিন সপ্তক, খাদ–সপ্তকের সুরের চিহ্ন হসন্ত, উচ্চ সপ্তকের মুরের চিই রেফ, মাঝারি সপ্তকের সুরে কোন চিহ্ন দিতে হয় না, যথা—সূ স. সর্ণ। এই তিন সপ্তকের অধিক যদি কখনও সুরের ব্যবহার আবগুক হয়, তখন রেফ কিম্ব হসস্তের সংখ্যা বাড়াইলেই চলিবে । সপ্তকী (শপতোকি ) (সপ্তক+ঈপ, স্ত্রী ] ৰি, স্ত্রী, সাতনরী কটিভূষণ বা কাঞ্চী । সগুচ্ছদ (শ, দূ ) { সপ্ত (সাত) ছদ (পএ ) যাহার, বহু ] বি, পুং, সপ্তপর্ণবৃক্ষ ; ছাতিম | গাছ । সপ্তজিহব (শ) [ সপ্ত (সাত) জিম্বা যাহার, বং ] বিণ, সাতটা জিহ্বা অর্থাৎ শিথাবিশিষ্ট । ২ । অগ্নি (অগ্নির সাতটা জিহবার নাম—কালী, করালী, মনোজবা, স্বলোহিতা, স্বধূম্ৰবৰ্ণা, উগ্র এবং প্রদীপ্ত । মতান্তরে উগ্রা ও প্রদীপ্ত স্থলে ফুলিঙ্গিনী ও বিশ্নরূপিণী। সাত্ত্বিকগণের যাগকৰ্ম্মে নামান্তরে—হিরণ্যা, কনকা, রক্তl, কৃষ্ণ, স্বপ্রভা, বহুরূপ, অতিরক্ত এবং কাম্যকৰ্ম্মে-পদ্মরাগ, সুবর্ণা, ভদ্রলোহিতা, লোহিত শ্বেতা, ধুমিনী ও করালিঙ্ক এই সাতটা জিহা) । সপ্তজাল (শগুজ,জাল ) সপ্ত (সাত) জ্বালা ( অগ্নি শিথা ) যাহার, বহ ] বি, পুং, সপ্তজিহ্ব ( দ্র: ) অগ্নি । সপ্ততি (শপ,তেতি ) (সপ্ত (সাত) +দশতি)] रि, छौ, मखुद्र म९थji : १० ॥ সপ্ততিতম ( শপ তেতি ) { সপ্ততি+তমঢ় (পূরণার্থে) ] বিণ. সপ্ততি সংখ্যার পূরক। ৭• সখ্যক । সপ্তদ্বীপা (শ ) { সপ্ত (সাত) দ্বীপ—যাহাতে, বং ] বি, স্ত্রী, পৃথিবী । সপ্তধা ( শ ) { সপ্তন+ধা ( প্রকারার্থে) ন লোপ ] অ, সাতদিকে ৷ ২ ৷ সাতপ্রকারে । ৩ । সাতবার ।