পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতা সিতাভ (শিতাভ ভ্ৰ ) [ সিত (শাদ' ) অভ্র ( মেঘ ) কৰ্ম্মধ। ] বি, কপুর । সিতাস্বর (শিতাম্বর ) (সিত (শাদা) অম্বর (বস্ত্র) যাহার, বং ] বি, পুং বিশদবন্ত্র পরিহিত ব্ৰতী ৷ ২ ৷ বিণ, শুক্লবসনাবৃত : শ্বেতবস্ত্র পরিহিত । সিতাস্তেজ (শিতামূগেজ, ) [ সিত (শাদ1) অন্তোজ ( পদ্ম ) কৰ্ম্মধ। } বি, ক্লী, শ্বেতপদ্ম । সিতাসিত ( শিতাশিত ) [ সিত ( শুভ্র বর্ণ দেহ) অসিত (কৃষ্ণবর্ণ বস্ত্র ) যাহার, বহু ] বি, পুং, হলধর ; বলরাম ৷ ২ ৷ শুক্রসহিত শনি । ৩। বিণ, শুক্ল ও কৃষ্ণ । প্র—“শ্রাবণে বরিমে মেঘ দিবস রজনী। সিভাসিত দুই পক্ষ একই ন জানি ॥”—কবিক । সিতি (শি) { সি ( বন্ধন করা ) +তিক্ৰ (কর্তৃ)] বি, পুং শ্বেতবর্ণ। ২। নীলবর্ণ। সিতিকণ্ঠ -শ্বেতকণ্ঠ । ২। নীলকণ্ঠ । ৩। শিব । ৪ । ময়ূর । ৫। ডাকপাপী । - সিতিমা (শি ) [ সিতি+ইমন ( ভাবে )= | সিতিমন ১ম, ১ব ] বি, পুং, শুক্লতা : শ্বেতত্ব । | ২ । কৃষ্ণতা । t সিতেতর (শিতের) { সিত (শাদা ) ইতর ( বিপরীত ) ৬তৎ ] বিণ, কৃষ্ণবর্ণবিশিষ্ট ৷ ২ ৷ বি, পুং, স্যামশালি । ৩। কুলখ কলায় । সিতোপল (শিভোপ | সিত (সাদা ) উপল (প্রস্তর ) কৰ্ম্মধা ] বি, সিতমণি ; স্ফটিকমণি। চিনি । সিথান ( শিগান ) [ সি ( শিয়র-শির ) থান ( স্থান ) ] বি, শিয়র ; প্র—"নেতের বালিস দিল সিথানে পৈথানে ৷”—রামায়ণ ( অস্তুতাচাৰ্য্য) । সিদ্ধ (শিদ্ধ ) [ সিদ্ধ (নিম্পন্ন হওয়া ) +ত ( কৰ্ত্ত—ক্ত ) ] বি, পুং, দেবযোনিবিশেষ । , Ꮌ8eᏬ সিদ্ধদেব (শিদ্ধদেব ) [সিদ্ধ (যোগী) দেব ] वि, भूर, मशंtनव ; मtश्वब्र । সিদ্ধধাতু, সিদ্ধরস (শি) { সিদ্ধ (রসায়ন দ্বারা সম্পন্ন যে ধাতু, রস-কর্ণধ ] বি, পুং, পারদ ; পারা । সিদ্ধপীঠ (শিল্পীঠ, ) { সিদ্ধ যে পীঠ(স্থান ) ] বি, পুং, ক্লী, যেস্থানে কোন সাধক কর্তৃক যথানিয়মে লক্ষ বলি, কোটি হোম, তৎপরিমিত মহাবিদ্যা জপের অনুষ্ঠান করা হইয়াছে । সিদ্ধবিদ্যা (শিদ্ধবিদ্যা ) সিদ্ধা যে বিদ্যা— কৰ্ম্মধা ] বি, স্ত্রী, দশমহাবিদ্যা । সিদ্ধসাধ্য (শিদ্ধশাধ) । সং ] বি, পুং, মন্ত্র বিশেষ । সিদ্ধসিন্ধু (শিদ্ধশিন্ধু) [ সিদ্ধ (আকাশস্থ ) যে সিন্ধু | বি, স্ত্রী, মন্দাকিনী । ২ । গঙ্গা । সিদ্ধসেন (শিদ্ধশেন) [ সিদ্ধ-সেনা ] বি, পুং, দেব সেনাপতি : কাৰ্ত্তিকেয় । সিদ্ধান্ত (শি ) সিদ্ধ (সম্পন্ন ) হইয়াছে অন্ত ( শেষ) যাহার—বং ] বি, পুং, মীমাংসা । । ২ । জ্যোতিষশাস্ত্রবিশেষ । ৩। বিণ, প্রতিপন্ন। সিদ্ধান্তপঞ্চানন,—বাগীশ,-রত্ন,— সাগর – প্রাচীন অায্য শাস্ত্রীয় মীমাংসকগণের উপাধিবিশেষ। প্র—"স্বরূপ সনাতনরপরঘুনাথ ভট্টগ্র লোকনাথ সিদ্ধাপ্ত সাগর।” —নরোত্তম | সিদ্ধান্তমুক্তt বলী—ষ্ঠায়দর্শনের গ্রন্থবিশেষ । সিদ্ধান্তাচার (শি, বু) [ সিদ্ধাস্ত—আচার } বি, পুং, তন্ত্রোক্ত আচারবিশেষ । সিদ্ধান্তী (শি ) { সিদ্ধান্ত+ইন (অস্ত্যর্থে)= সিদ্ধান্তি ১ম, ১ব ] বি, পুং, সিদ্ধান্তকারী : মীমাংসক । সিদ্ধাপগ (শি ) [ সিদ্ধা (আকাশস্থিত) আপগ (নদী) কৰ্ম্মধা ] বি, স্ত্রী, মন্দাকিনী । সিনা ষায় ; পাঞ্জকা । ১৬ । ভাঙ্গ। প্র—“কোন গুণ নাই যেখ। সেখা ঠাই সিদ্ধিতে নিপুণ मछु ।”-य, भ । उछ-निर्थि-निरुि । य"চণ্ডীদাস কহে সে ভাল বিধি। এই অনুরাগে সকল সিধি ।”—চণ্ডীদাস । সিদ্ধিদ (পি ) [ সিদ্ধি—দ ( যে দান করে ] বিণ, বাঞ্ছিতপূরক ; সিদ্ধিদাতা। ২ । পুং, बहूँक छब्रव । ठी, সিদ্ধিদা। সিদ্ধিদাতা (শি ) [ সিদ্ধি ( অভীষ্ট সাধন ) দাত (যিনি দান করেন ) ] বি, পুং, গণেশ । প্র—“হে সিদ্ধ পুরুষ গণেশ তুমি জ্ঞান গৌরবাশ্ৰয়। * * * শুধু ভরসা তোমার হে সিদ্ধিদাত কর সিদ্ধি, অসিদ্ধ এ গীত নিচয় ॥"— বাং-গান ৷ সিদ্ধিযোগ (শিদুধজোগ ) বি, পুং, জ্যোতিল শাস্ত্রোক্ত যোগবিশেষ । [ দ্রঃ—শুক্রবারে— প্রতিপৎ, একাদশী ও ষষ্ঠ ; বুধবারে—দ্বিতীয়া, দ্বাদশী ও সপ্তমী ; শনিবারে—চতুর্থী, নবমী, ও চতুৰ্দশী ; মঙ্গলবারে—তৃতীয়া, অষ্টমী ও ত্রয়োদশী ; বৃহস্পতিবারে—পঞ্চমী দশমী অমাবস্তা ও পূর্ণিমা তিথি থাকিলে সিদ্ধি যোগ श्झ } । সিদ্ধেশ্বরী (শিদুধেশশোরী) [ সিদ্ধা-ঈশ্বরী, কৰ্ম্মধা ] বি, স্ত্রী, দেবীবিশেষ । সিধা (শি ) { ঋজু হইতে? হি—সৗধ। ] বি৭, সোজা ; সরল। প্র—“হোরে সিধা কুটিল দ্বিধা যত ।”—রবি। সিধাসিধি—একেবারে সোজা ভাবে । সিধা (শি ) { সং—সিদ্ধ হইতে সিদ্ধ করিবার অ4] বি, পাক করিয়া খাইবার মত দত্ত চাউল, ডাইল, ঘৃত, লবণ আলু প্রভৃতি ভোজ্য। সিধা (শ্যি) [ সিং (নিপন্ন করা)+য (কৰ্ত্ত—কাপ ) ] বিণ, কাৰ্য্যনিম্পাদক। ২। বি, পুং, পুধ্যানক্ষত্র । ২ । ত্রিকালঙ্গ মুনি । প্র—"সিদ্ধগণে নমস্কার } সিদ্ধাথ (শি ) [ সিদ্ধ { সম্পন্ন ) হইয়াছে অর্থ সিধ ( শিধধ) [ সিং ( নিম্পন্ন হওয়া )+র কৈলা বীর পথে।”—কবিক । ৩। তপ: | পরায়ণ ঋমি : যোগী । ৪ । মাহেন্দ্রাদি । যোগের অন্তর্গত যোগবিশেল। ৫ । সৈন্ধব ! | লবণ | ৬ | বিণ, প্রসিদ্ধ ; থাত। প্র— । ( প্রয়োজন ) যাহার, বহু ] বিণ, সিদ্ধকাৰ্য্য : ! কৃতাৰ্থ । ২ । প্রসিদ্ধার্থ। ৩। বি, পুং, বুদ্ধদেব । ৪ । সরিষা। প্র—“রজত কাঞ্চন তাম্র গৌরচন সিদ্ধার্থ চামর দর্পণ ।”—কবিক। | "কর সিদ্ধ অসিদ্ধ এ গীত নিচয়।”-বাং-গান। সিদ্ধি (শি ) (সিধু, ( নিম্পন্ন হওয়া ) +তি ৭। নিপুণ । ৮। সম্পন্ন। ৯। পারদশ ] । भश्ननिकि५० । $s । कुडविना ।। २२ । । প্রতিপাদিত । ১৩ । প্রমাণীকৃত । ১৪ । , পরিশোধিত । ১৫ । ফলিত । ১৬ । প্রস্তুত। ' ১৭। পঙ্ক । ১৮ । মিশিত ৷ ১৯ । নিত্য । , २• । भौधिरिनिळे। २० । भूक्ष् । शै. সিদ্ধা—যোগিনীবিশেষ। ২। ঋদ্ধি। সিদ্ধগঙ্গ। (শিল্পগংগা ) [ সিদ্ধ (আকাশস্থ ) ; যে গঙ্গ-কৰ্ম্মধ। ] বি, স্ত্রী, মন্দাকিনী : সুর- , মদী। | ( ভাবে—ক্তি ) ] বি, স্বী, মোক্ষ : মুক্তি ৷ ২ ৷ যোগবিশেষ সাধন। প্র—“অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ ।”—অ, ম। ৩। সফলতা। ! • নিম্পত্তি জয়লাভ। ৬। পুরুষাৰ্থ। । ৭ । অণিমাদি অষ্টবিধ ঐশ্বৰ্য্য । ৮। নৃপতি | গণের প্রভাবসিদ্ধি, মন্থসিদ্ধি ও উৎসাহসিদ্ধি নামক ত্ৰিবিধ সিদ্ধি। ৯ । ঐশ্বৰ্য্য । জ্ঞান । ১১ ৷ শুদ্ধি । ১২ । বৃদ্ধি । অন্তৰ্দ্ধান । ১৪ । পাক । ১৫ । [ করণে— ক্তি ] যাহা চরণে ধারণ করিলে মুখে গমন করা s = | | ט צ (কর্তৃ–রপ্ত) [ বি, পুং, ধনিষ্ঠ ; সাধু। ২ । বৃক্ষ : গাছ । সিন (শিন) অ, বরং। প্র—“আমিত চরণতলে পড়েই আছি। তুমিই সিন পায় রাখতে চাওনা ॥–লীলাবতী ৷ ২ ৷ সন্দেহে ; যদি এরূপ হয় তবে না? প্র-কল্পে সিন বলে দিন ; গেলে সিন । এইরূপ স্থলে হি-তে সখী’র প্রয়োগ আছে । সিনান (শিনান) [ সং—স্বান হইতে প্রাকৃ— সিনান। ব্রজ ] বি, স্নান ; অবগাহন । প্র— তুমি কোন দিনে যমুনা সিনানে গিয়াছিল নাকি এক "–চণ্ডীদাস। "অমিয়া সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।"—ঐ । ২ । ( সিনানো ) ক্রি, স্নান করা । অস-ক্রি— সিনানিয়া, সিনিয়া-সিনান করিয়া ;