পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই সেইত ( শেইৎ ) { সং—থেত হইতে ] বি, .শ্বেত বর্ণ। ২। বিণ. থেত : ধবল। প্র— "বসু আ আপুনি আইল সেইত বরণর চনা।” --শূন্তপুরাণ । সেউ (শে ) । সে বি, নাসপাতি ফল : আপেল । সেউনি ( শে ) { সং-সেচনী ] বি, সেচন । প্র—“নাহি গতি ঘরে বিশাই না ধরে সেউনি, অঞ্জলি করিয়া হনুমান তোলে পানি।”-- কবিক । সেওয়ায় ( শে ) { ফু-সিা : হি—সিবায় ] আ, ভিন্ন : ব্যতীত । সেওলা ( শে ) { শৈবাল হইতে— cসবাল ] বি, শৈবাল। সেওলা পড়l,—ধরা কোন স্থানের উপর সেওল জন্মিয় তাহ আচ্ছাদন কর । সেউতী ( শে ) { সেসনী শব্দজ ] ধি, মোকমধ্যস্থ জল সেচনার্থ লেঙ্গ-কাঠাদি-নির্মিত সে8ন । প্র—"সেউতী উপরে রাথ ও রাঙ্গ| ઇવ ”--શ્રામાસઝન I “4.[84 મહેન્ડી માત્ર 이 칙21 1"-5149b 1 সেওতি ( শে ) { সেবন্ত শব্দঞ্জ ] ধি, পুপ বিশেষ ; একপাটি দলের শ্বেত গোলাপ ফুল । সেঁওলা ! সেওলা দ্রঃ ৷ বি, শেবাল । প্র— "সোতের সেওল ভাসাইয়। কাল কাটিল৷ প্রেমেব ডোর "--৮ওঁীদাস । cર્મન ઝેન ( નેશ્વન ) |મિનિ ન ક: ] ,િ મૂત્ર নাসিক বিকৃতকরণ । সেঁকে ত, সেঁকে হি –সকেধুনা | বি, টেকিতে ধান ভানিবার কালে গডে ধান নাডা। সেঁক দেওয়া—ক্রি, টেকির গড়ে ধান্ত માહિ?l cા૯શl I সেজতি, সেজুতি ( শেজোতি) { সন্ধ্যাবতি অপভ্রংশে সংক্ষেপে ] বি, সন্ধ্যাদীপ : সাঝের ৰাতি । সেটে ( শে ) । সার্ট + ইয়। হি–সার্টুন ( সংলগ্ন করা )—স6ান করা, আটl] ক্রি-বিণ, সংলস্থ করিয়া ; আঁটিয়া : কধিয়া । প্র“ছাডিয়ে সাড়ী গাউন সেটে, বুকে বুরুচ দিলে அit, ব্লুম মাখিয়ে রাঙ্গ৷ ঠোঁটে, বাড়ালে হে নারীর মান ॥”—বাংগান। এ টে সেঁটে —এ tট দ্রঃ । সেতান (শ্যাঙানো ) { সং—সিক্ত + আন (ক্রিয়ায় ) যাহা সিক্ত করা হইয়াছে ] বিণ, সিক্তপ্রায় : স্তাংসেঁতে । সেঁধন, সেঁধুনে (শে ) { সন্ধি হইতে সান্ধান (সন্ধিগত হওয়া) গ্রা ব্যবহারে রূপান্তর] ক্রি, প্রবেশ করা ; ঢোকা । f Տ8Հ օ সেক ( শেক্) [ দিচ (সেক করা ) +অ (ভাবে —ঘঞ,) ] বি, পুং, সিঞ্চন । প্র—“করিমু সলিলসেক তুলিলাম শর ।”—অশোক গুচ্ছ । “অঘ্য পুজা মানসে সেক দিআ ইন্দ্রর জল।”—ণু পু। ২ । [ বাংয় বিপরীতার্থে | উত্তাপ দেওয়া । প্র—"থেদিয়ে তামুল সেনের সেকে গাল।”—ঘনরাম। সেকপত্ৰ— বি, জলসেচনের পাত্র : সিউনি। সেক দেওয়া—গরম জলের ভাপ প্রয়োগ করা : fomenting. সেকর (গাঙ্কুর ) । স্বর্ণকার শব্দ ] বি, স্বর্ণ কার। স্ত্রী, সেকরাণী। সেকাল (শেকাল ) । সে ( অতীত, গত ) কাল ]বি, পুৰ্ব্বকাল ; প্রাচীনকাল । (गुन ७ (न्छ) | ३:-cconl.] दि, মুহূৰ্ত্ত : মিনিটের ৬-ভাগের একভাগ । সেকেন্দর ( শে, ) [ফু--সিকণা গ্ৰী, আলেক্সাঙ্গস বা ফ্রে-আলেক্সান্দ্র, হইতে বাং— গলিকসন্দর ( সত্যচরণ শাস্ত্রী ) । ইং — Alexandet. J fi, HilfituffsBİş Hțgil ফিলিপের পুত্র প্রসিদ্ধ গ্রীক সমৃtট । বিণ, সেকেন্দরী--সেকেন্দর সম্বন্ধীয়। সেকেন্দর বাদশাহের সময়ের তুল -আকবরী। প্র—“সেকেন্দরী গজের দেড় গজ ঘোমটা দাও” --দীনবন্ধু । সেকেলে ( শে ) [ সে—কাল- ইয়| বি৭, প্রাচীনকালের : পুরাতন সময়ের । প্র—"রাম কালীপদ হরিচরণ, নাম এসব সেকেলে ধরণ " খি, রায় । "মনে নাই সেকেলে সে আদর মমতা ।”—ফুলরেণু। সেক্রেটারী । ইং-waruny ) বি, কাৰ্য্য নিৰ্ব্বাহক : সম্পাদক : কাৰ্য্যাধ্যক্ষ । সেখ ( শেখ, ) { মু!—শেখ. বি. মহম্মদবংশীয় মুসলমানজাতিবিশেষ। ২ । মহম্মদীয় পুরোহিত : ৩ । প্রাচীন ব্যক্তি : বৃদ্ধব্যক্তি । ৪ । প্রধান ব্যক্তি । সেখানে ( cশ ) [ সে (তদ শব্দজ ) থান ( স্থান শব্দজ) ] ক্রি-বিণ, তথায় : সেই স্থলে । সেগুণ ( শেওন) [ ংি-সাগধান, সাগুন ] বি, এক প্রকার সারবান বৃক্ষ । সেঘর। ( শে ) { ফুী—সে ( তিন )—ঘর + আ ( যুক্তার্থে)] বি, তিনকামরাযুক্ত ইষ্টক-গৃহ। প্র—"র্তাহার কাছারীর জন্য মালথানগর গ্রামে তিনি এক সেলর x * * নিৰ্ম্মাণ করিয়া ছিলেন । সেই সেঘরার মধ্য দ্বারের উপরিভাগে তিনথান বাঙ্গালাভাষায় খোদিত ইষ্টকফলক ছিল।”—বিক্রমপুরের ইতিহাস । সেঙtং (গাঙাৎ ) { সঙ্গ হইতে সাঙ্গাৎ দ্রঃ ] বি, সখা স্বহা মিত্র। স্ত্রী, সেঙাতিন, সেঙাতিনী,সেঙাৎণী—সেঙীতের স্ত্রী।

  • |

সেতা সেঙাতি ( ) (স্তাঙাৎ দ্রঃ ] বি, বন্ধুবান্ধব গণের সন্তোধার্থ দানের উপযুক্ত দ্রব্য। প্র— সন্ত্রমে ফুল্লরা চলে সখীর দুয়ার ; ভেট দিয়া সেঙাতি সে করে নমস্কার ।”—কধিক । সই সেঙাতি— সহচর শব্দ ] পাতান বন্ধুত্ব । সেচক ( শেচক্ ) [ সিচ (সেক করা) +অক (কর্তৃ) যে জলবর্ষণ করে] বিণ, জল-সেককারী। সেচন (শেচন) [ সিচ (সেক করা )+অন ( ভাবে-অনটু ) ] বি, ক্লী, সিঞ্চন : সেক । ২ । বর্ষণ ৷৷ ৩ ৷ ক্ষরণ ; নিঃসরণ । ৪ । আগ্রীকরণ। স্ত্রী, সেচনী—সেচনপাত্ৰ ; সিউনি। প্র--"প্ৰযত্ন-সেচণী ধরি বিবেকবৈরাগ্য-ৰারি প্রাণপণে প্রতিক্ষণে কর রে সিঞ্চন।”—-বাং-গান। সেচ ( শে) (সিচ, (সিঞ্চন করা) ধাতুজ ] ক্রি, সেচন করা | সেচান (শেচান্‌) [ গেন শব্দজ ] বি. স্তোন বা বাজ পার্থী। প্র- -“উ৬াইল পারাবতে দৈবে গগণ পথে আসি তাড়া দিলেক সেচান।”— কধিক । সেজ ( শেজো ) { ফু!--সে ( তৃতীয় ), সং—ঞ্জ ( গীত ) ] বি, তৃতীয়জাত । সেজ ছেলে বা মেয়ে–পিতার তৃতীয়জাত পুত্র বা কন্যা। সেজ ভাই-তৃতীয় ভ্রাতা। সেজ বেী —মেজ ছেলের স্ত্রী । অনাদরে "সেজ কী” । সেট (ইং-সন বি, এক রকমের কয়েকটি ; একজাতীয় কতকগুলি। প্র--"ডায়মণ্ড,কাচ সোণার বোতাম দিও এক সেট কতই ব| দাম ?”—রজনী সেন । সেটকান ( শেটুকানো) [ সিটকাণ দ্র: ত্রি, কুঞ্চিত করা : বিকৃত করা ; ভঙ্গী করা । (મtછે (બ ) [ભ–3ાન-Bl-d=ct] કિ. বিণ, ৩থায় ; সেখানে । প্র—সেঢ়ে আছে বনর বাঘ"—মাণিকচাদের গান । সেতখানা ( শেত, ) [আ-ধ্ব-সিংৎখানা, সেহৎথান ] বি, পায়খানা ; privy. সেতার ( শেতার ) [ফু—সে (তিন ) ] ধি, ত্রিতারযুক্ত বাদ্যযন্ত্র । সং-নাম—"ত্রিতন্ত্রী বীণ!” । অধুনা পাঁচটি তারযুক্ত। বৃহৎ যন্ত্রে, পাচের অধিক তিন চারিট ক্ষুদ্র ক্ষুদ্র তার যুক্ত হয় । অতিরিক্ত তারগুলির নাম “চিকারী” বা "পাশ্বতঞ্জিকা ।” সেতারের ভিন্ন ভিন্ন অবয়বের নাম—খোল (ধ্বনিকোষ, লাউ দ্বারা নিৰ্ম্মিত, প্রায়ই গোল ; কচ্ছপী বীণার খোল চেপুট )। তবলী (খোলের উপরিস্থিত চক্রাকার কাঠফলক ) ৷ পন্থি ( ভৰলীর গোড়ায় আবদ্ধ অস্থি বা কাঠাদি থও যাহাতে তার সমুহ মুক্ত থাকে ) ।