পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুল পদ্যে কোমলার্থে-হুলথুল। প্র—“ছলখু কুল কুল ব্রহ্মডিম্ব ফুটিছে।”—অ, ম । হলন্তলী—খলাধূলী দ্রঃ । হুলা [ হলে দ্র: ] বি, পুং, বিড়াল । হুলান (নো ) হিলান দ্রঃ । হি-হুলনা ] ক্রি, পশ্চাতে তাড়ন করা : পিছনে তাড়া করিয়া যাওয়া : টুয়ান । প্র—“খলিয়া গুতিয়া নেহ বাহের করিয়া।”—মাণিকচাদের গান। “বসি আমারী ঘরপর আমীর বহতর হুলায় গজবর রাজে ।”—অ, ম । হুলাস (শ, ) { সং—উল্লাস বি, উল্লাস : স্ফৰ্ত্তি। হুলাহুলি [সং—হুলস্থলী। শব্দাত্মক ] বি, নারীদিগের ওষ্ঠস্বয় সঙ্কুচিত করিয়া জিহ্বাগ্র সঞ্চালন দ্বারা কৃত আনন্দসূচক ধ্বনি ; উলুধ্বনি : মঙ্গলধ্বনি। প্র—“হুলাংলি করি সবে কৈল হরিধ্বনি ॥”—শিবায়ন । "দেব কন্ন মেলি দিয়া হলহলি আনন্দেতে ঢেঁকী মঙ্গলিয়া ।”—শুপু। ২। হল্লা : কোলাহল। প্র—“যুধিষ্ঠিরের বাহিনী করিয়৷ হুলাংলি।” —মহা ( বিজয় ) । হুলি—হোলাকা দ্রঃ। হুলিয়া [ আ—হুলাহ ] বি, শরীরলক্ষণ । ২ । পলাতক আসামীকে সনাক্ত করিবার জন্য তাহার আকার ও দেহচিহ্ন বিজ্ঞাপক বিবরণী । প্র—অপরাধীদিগের হুলিয়া বাহির হইয়াছে। হুলিয়া বিগড়ান-চেহারা খারাব করা ; প্রহার দ্বারা দেহের সৌন্দৰ্য্য নষ্ট করা। হুলু, হুলুই [ শব্দাত্মক। হলহলি দ্রঃ ] বি, স্ত্রীলোকদিগের আনন্দসূচক মুখধ্বনি ; মঙ্গলধ্বনি : উলুধ্বনি। প্র—“কোকিল দিতেছে হুলু"–কুঙ্কুম। "আপনি দিলেন হুলু নাড়ীচ্ছেদ করি। দুঃখেতে স্মরিয়া হরি নাম দিলা হরি।” —অ, ম । “পণ্ডিতে বেদ গান, নিছিয়া পেলেন পান খুলুই পড়এ ঘনে ঘন।”—শূপু। "সঘনে হলুই পড়ে রতি চতুর্দোলে চড়ে ইন্দ্রের হৃদয়ে বাজে শাল।”—কবিক । হলো [সং—হীল ( "শুক্রে ধাতে রেতসি”— বাচস্পতি )—তাহার আধার বা আশ্রয় অর্থে হোল ? তুল—আ—হওল (বীৰ্য্য )—তাহ হইতে পুরুষত্ব । হোল (দ্র: ) উয়া (বিশিষ্টার্থে) =হোলুয়া—সংক্ষেপে হুলো । সংস্কৃতে একটি উদ্ভট শ্লোক আছে তাহার তাৎপৰ্য্য এই যে বিড়াল বলিতেছে "বৃষ আদি প্রাণীর বড় হোল । ( অণ্ডকোষ ) থাকা সত্ত্বেও তাহারা হলে , বলিয়া কথিত হয় না, কিন্তু বিধাতার কি বিড়ম্বন, আমার অণ্ডকোষ অন্ত প্রাণীর তুলনায় ক্ষুদ্রতর হইলেও আমি হুলো নামে অভিহিত হইতেছে" । কিন্তু পুংবিড়ালের >8○8 ঘোরাল কণ্ঠরব হইতে নহে ত ? তুল—মি মিউ বা ম্যাও ম্যাও করে বলিয়া মেনি বেরাল হোল শব্দ মুগ্ধ অর্থে সং-অভিধানে নাই এব: পূৰ্ব্বোক্ত উদ্ভট শ্লোক অৰ্ব্বাচীন ] বি, পুং বিড়াল। স্ত্রী, গ্রা, হুলী—বড় মাদি বিড়াল বিড়ালী। হুল্লেড়ি (ড়) {হল্লা এবং হুড় মিশ্রিত হইয়া । হি —হল্লড়] বি, কোলাহল । ২ । ভিড়। ৩। সংঘ হুশিয়ার ( ) { ফু-হুশয়ার। গ্রা হসিয়ার ] বিণ, সতর্ক ; সাবধান । ২ । চতুর বুদ্ধিমান চালাক। বি, হুশিয়ারী—সতর্কতা সাবধানত ৷ ২ ৷ চতুরতা ; বুদ্ধিমত্তা । হুসহস্ (শশ, ) বি, অনুকরণ শব্দ। ২। ধন ঘন বাষ্প নিৰ্গমন শব্দ । হুহু, হুহু [সং ] বি, পুং, গন্ধৰ্ব্ববিশেষ । হুহু [ শব্দাত্মক ! অ, অনুকরণ শব্দ ৷ ২ ৷ বেগে পবন সঞ্চালন শব্দ। প্র—"সমীর ধায় ইহু, গৰ্জ্জে মুখঃ”—প্রেম ও ফুল ৷ ৩ ৷ জল প্রবাহ বা স্রোতের শব্দ । ৪ । ক্লেশ, যন্ত্রণ, জ্বালা, শোকপ্রভৃতিব্যঞ্জক শব্দ । ৫ । অগ্নি প্রজ্বলন-বেগ শব্দ । হু [সং ] অ, আহ্বান, শোক, গর্ব, ঘৃণা অবজ্ঞা বিদ্রুপ প্রভৃতি সুচক অব্যয়। হুঙ্কার, হুঙ্কত ( র) [হুম্ (অনুকরণ শব্দে) কার কৃত (কর!) ] বি, "হুম্‌” এই ধ্বনি করণ । হুণ—তুন দ্রঃ । হুত হ্নে (আহ্বান করা)+ত ( কৰ্ম্মে—ক্ত ) বিণ, আহূত ৷ ২ ৷ [ ভাবে—ক্ত ] ৰি, ক্লী, আহবান । হুতি ( হ্নে (আহ্বান করা )+তি ( ভাবে— ক্তি ] বি, স্ত্রী, আহবান ; ডাকা ৷ ২ ৷ আহুতি । বিণ, হুত । হুন, হুণ (ন) [ সং ] বি, পুং, ভারতের উত্তরস্থ চীন পার্শ্ববৰ্ত্তী ম্লেচ্ছদেশবিশেষ ৷ ২ ৷ ম্লেচ্ছ জাতিবিশেষ। ৩। হুনদেশের অধিবাসী। ৪ । হুনরাজ্যপতি । হুয়মান (ন) [ হ্নে ( আহ্বান করা )+আন ( কৰ্ম্মে—আনশ, ) য, মূ আগম ] বিণ, আহুয়মান ; যাহাকে আহবান করা যাইতেছে। কুরব ( , ) [ হু (অনুকরণ শব্দ) রব যাহার। তুল—ফেরব ] ৰি, পুং, শৃগাল । তুহু, হুহু শব্দাত্মক) অ, হাওয়ার সহিত সংঘর্ষসুচক শব্দ। ২। প্রবাহ, নির্গমন বেগ ও শব্দসূচক অব্যয় । প্র–বাতাস হুহু করিয়া বহে ; রক্ত হ্রহ্ল করিয়া নির্গত হয় : জল হুহু করিয়া বহিয়া যায় ৷ ৩ ৷ দ্রুতবেগ বা শীঘ্ৰ গতিসূচক অব্যয় । প্র—তুহু করিয়া মেঘ বা ধোয় উড়িয়া যায় ; হুহু করিয়া আগুন জ্বলিয়া উঠিল । ৪ । অস্তদাহ বা झलेि যন্ত্রণাসুচক অব্যয় ৷ ৫ ৷ দহন শব্দ। ৬ । শূন্তবোধ হতাশ। প্র-প্রাণ মন হ্রহ করা। হৃৎ স্ব (হরণ করা ) +রূিপ, (কর্তৃ) ২ আগম ] বিণ, হরণকারী ; হীরক । হৃৎকম্প—বি, পুং, হৃদয়কম্পন : ভয়ে হদ পিণ্ডের স্পন্ন : অতিশয় ভয়। হৃৎপিণ্ড—বি, হৃদয়ের মধ্যস্থিত শোধিতাধার : healt. হৃত [হ (হরণ করা ) l ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, অপহৃত ৷ ২ ৷ আনীত ৷ ৩ ৷ আকৃষ্ট। হৃদ, হৃদয় ( ) Iহ (হরণ করা)+কিপ, (কর্তৃ) ২আগম, ২=দ হৃ অয়-কত্ত্ব (কয়ন) দূ আগম ] বি, ক্লী, বক্ষঃস্থল ৷ ২ ৷ দয়া, প্রেম প্রভূতির স্থান : চিত্ত ; অন্তঃকরণ। ৩। বিণ, হৃদয়িক, হৃদয়ী—হৃদয়বান। হৃদয়গ্রন্থি-বি, পুং, হৃদ্বন্ধ। হৃদয়জ —বক্ষোজ ; স্তন। প্র—“হৃদয়জ মুকুলি হেরি থোর থোর । ক্ষণে আঁচর দেই ক্ষণে হোয় ভোর ॥”—বি, প । হৃদয়গ্রাহী (য়)। হৃদয়—গ্রহ (গ্রহণ করা) +ইন (শিন)=হৃদয়গ্রাহিন ১ম, ১ব ] বিণ, মনোহারী। হৃদয়ঙ্গম (মৃ) [ হৃদয় (অন্তঃকরণ ) গম ( যে গমন করে ) ] বিণ, মনোগত ; হৃদ্য ; হৃদয়গত ৷ ২ ৷ বোধগম্য ; চিত্তস্থ । হৃদয়বান (য়) [ হৃদয় (অন্ত:করণ )+বৎ ( প্রশস্তার্থে-বতু)=হাদয়বৎ ১ম, ১ব ] বি৭, ; মনস্বী : সদস্ত:করণ ; প্রেমিক : २१ांश्च : भ्रशंeli१ ।। হৃদয়স্থান—বি, বক্ষঃস্থল ; বুক । হৃদয়ালু ( ) ( হৃদয় (অন্তঃকরণ)+আলু ( অস্ত্যর্থে) ] বিণ, হৃদয়বান : সদস্ত:করণ ; প্রশস্তহৃদয় ; উদার । হৃদয়েশ (শ, ) { হৃদয়ের (অন্তকরণের) ঈশ (ঈশ্বর), ৬তৎ ] বি, পুং, সৰ্ব্বাস্তঃকরণে পূজার ও প্রেমের পাত্র ; প্ৰাণেশ ; হৃদয়বল্লভ । ২ | কাস্ত ; স্বামী ; ভৰ্ত্ত । স্ত্রী, হৃদয়েশী— শী—প্রণয়িনী । হৃদি [সং ] বি, হৃদয় । প্র—“হৃদি সীদতি আমার যেমতি তেমতি । পুড়ক সে।”— চণ্ডীদাস। ২। বক্ষঃস্থল। প্র—"হৃদি-বিলাস পটুবসন কুচকলসে কৃত-বায়ুনা”—বাসবদত্ত । হৃদিসরোবর-সরোবরতুল্য হৃদয় । প্র— "কমলাকাস্তুের হৃদি-সরোবরে কমল মাঝারে করে উদয়।”—বাং-গান । হৃদিম্প্রক হৃদি (হৃদয় ) পূৰ্ব্ব (যে স্পর্শ করে ) ] বিণ, প্রাণস্পশী ; হৃদ্য ; প্রিয় ; মনোমত ।