পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਚੋਂ সে যাহা খাইয়াছিল সমস্ত উঠিয়া গিয়াছে । আর মাটি খুঁড়িতে হইবে না এইবার জল উঠিতেছে। ১২। স্খলিত হওয়া ; ঝরিয়া যাওয়া । প্ল—চুল উঠ ! লোম উঠা । ১৩ । বিলীন হওয়া : মিলাইয় যাওয়া । প্র— রং উঠা । ১৪ । উঠিয়া যাওয়া ; বজায় না থাকা ; বন্ধ হওয়া ; রহিত হওয়া ; ভাঙ্গিয়৷ যাওয়া ; abolish. প্র—সাহায্য অভাবে বিদ্যা লয়ট উঠিয় গেল। এখান থেকে দোকান পাট সব উঠিয়া গিয়াছে ; এবাড়ী হইতে তাহার অন্ন উঠিল । ১৫ । সরিয়া পড়া ; স্থানান্তরে যাওয়া ; স্থান খালি করা । প্র—এখান থেকে উঠ । তাহারা এগ্রাম হইতে অস্ত গ্রামে উঠিয়া গিয়াছে। ১৬ । বৃদ্ধি পাওয়া । তাপমান যন্ত্রে পারদ উন্ধে উঠা । প্র-জ্বর এখন কত উঠিয়াছে। ১৭। বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়। নিম্ন শ্রেণী হইতে উপরের শ্রেণীতে যাওয়া ; প্রোমোশন পাওয়া । ১৮ । ফুরাইয়া যাওয়া ; নিঃশেষিত হওয়া ৷ প্ৰ—যাহা কিছু ঘরে ছিল সব উঠিয়া গিয়াছে, এখন আবার বাজার হইতে আনিলে তবে থাইতে পাইবে। অন্নউঠা—অন্ন বন্ধ হওয়া ; ভোজন রহিত হওয়া : জীবিকার পথ বন্ধ হওয়া । উকি উঠা—হিক হওয়া ; ওয়া ওঠা। খড়িউঠা—তৈল মৰ্দ্দন না করার দেহের চর্শ্ব শুষ্ক হইয়া মরামাস উঠ । চুলউঠা—কেশ স্থলিত হওয়া : লোম ঝরিয়া পড়া । চোখউঠা—নেত্ররোগ হওয়া । জলউঠা— জল নির্গত হওয়া । জগতে উঠা-সমাজে যে পতিত ছিল বা একঘরে হইয়াছিল পুনরায় সমাজে তাহার সহিত সকলের আহার ব্যবহার আরম্ভ হওয়া। দাতউঠা—শিশুদিগের দন্তোদগম হওয়া ; দাতগজান। নেচে উঠা —আনন্দে মত্ত হওয়া ; উল্লসিত হওয়া । প্র—“হৃদি মাঝে কত নাচে তরঙ্গ। নেচে উঠে প্রাণ, পাব ত্রিভঙ্গ ॥” –গিরিশ । পাক উঠা—পক্ষোদগম হওয়া । ২। পালক বাহির হওয়া । ৩। মৃত্যুর নিকটবৰ্ত্তী হওয়া । প্ৰ—“পিপড়ার পাখা উঠে মরিবার তরে।” ৪ । ছেলে দুরন্তপনা করিলে তাহাকে প্রহার বা অস্ত শাস্তি দিবার পূৰ্ব্বে তাহার সতর্কী করণ বা তিরস্কার স্বরূপ বলা হয়, তাহার পাক উঠিয়াছে । নাম উঠা—নামের উল্লেখ হওয়া ৷ ২ ৷ প্রসিদ্ধ হওয়া : স্বনাম বিষ্কৃত হওয়া । ৩। নাম কাটা যাওয়া । ৪। নাম লুপ্ত হওয়া। পাটউঠা—সমূলোৎ পাটিত হওয়া ৷ ২ ৷ স্থান বা আবাস উঠিয়া বাওয়া ; চিহ্ন পৰ্য্যন্ত লুপ্ত হওয়া । S్చరి) মনউঠা-তৃপ্ত হওয়া ; পরিতুষ্ট হওয়া । প্র-“কেমন করে পরের ঘরে চুরি করিস নীলমণি ধরে কি তোর মন উঠেনা মিষ্ট কি পরের ননী।” - || ब्रख्ॐ-ब्रङ बभन इ७श : कॉप्नब्र সহিত রক্ত নির্গত হওয়া। রঙউঠা—জল বা রৌদ্র লাগিয়া রঞ্জিত বস্ত্রাদি হইতে রঙ্গ বাহির হইয়া যাওয়া : রঙ মিলাইয় যাওয়া বা বিলুপ্ত হওয়া। রবউঠা—জনরব হওয়া ; কথা উত্থাপিত হওয়া। উঠেপড়ে লাগা —সমূহ উদ্যমের সহিত কৰ্ম্মে প্রবৃত্ত হওয়া । “মক্সের সাধন কিম্বা শরীর পতন” এইরূপ ভাব হৃদয়ে রাখিয়া কাজ করা । উঠাইয়া দেওয়া—ক্রি, তুলিয়া দেওয়া । সাহায্য না পাইয় তাহারা পাঠশাল উঠাইয় দিল। ২ । উখিত করা : উচু করিয়া দেওয়া ; খাড়া করা । ৩ । সরাইয় দেওয়া ; অপস্থত করা । ৪ । মিটাইয়া দেওয়া ; মুছিয়া ফেলা । ৫ । জাগরিত করা ; জাগান ৷ উঠাউঠি—বি, পুনঃপুনঃ উত্থান। একাধিক ব্যক্তির একে একে বারবার উঠাবসা । উঠান ( উঠানো, ওঠানো ) [উত্থাপন শব্দজ ] ক্রি, উথিত করা ; উত্তোলন করা ৷ ২ ৷ ধরিয়া তোলা ; চড়ানো । ৩ । উত্থাপন করা : উল্লেখ কর । ৪ । গাথিয় তোলা ৷ ৫ ৷ উৎপাটন করা । ৬। সরান : অপসারিত করা ; স্থানান্তরিত করা ৷ ৭ ৷ জাগান । ৮। কাৰ্য্যে প্রবৃত্ত হইবার জন্ত উৎসাহিত করা। ৯। অবনত বা হীন অবস্থা হইতে উন্নত করা । o উঠান (উঠান ) { উৎ ( উন্মুক্ত ) ঠান (স্থান) প্র—“উত্থান প্রাঙ্গণে”—মেদিনী ] বি, প্রাঙ্গণ : চত্বর ; আঙ্গিনা। উঠানচষা—ভিটার মাটি চষা ; সুতরাং সমভূম করা অর্থাৎ উৎখাত বা উদ্ধান্ত করা ; অত্যাচার করা । উঠানাম [ (গ্ৰা—“ওঠানাম' )] বি, উত্থান পতন। প্ৰ—“উঠানাম প্রেমের তুফানে।” —গিরিশ ঘোষ । ২ । তোলপাড় । ৩ । আরোহণ এবং অবতরণ । ৪ । উন্নতি ও অবনতি । ৫ । ভেদবমি ৷ ৬ ৷ ক্রি, উথিত হওয়া এবং পতিত হওয়া । ৭ । একবার আরোহণ করা একবার অবতরণ করা ৷ ৮ ৷ তরঙ্গায়িত হওয়া ; আন্দোলিত হওয়া । উঠানি [ উত্থান ] বি, উত্থান। প্ৰ—“ৰাণ খেয়ে নীলবীর করিল উঠানি” ২ । [ তুল—চড়োয়া–উপর চড়াও বা চড়া— । উখান—ছি—চাৰ ] আক্ৰমণ , প্ৰহারোয়ুম। । উড় প্র—“না মারেন রাম তারে যার নম্র বাণী, যে বড়াই করে তার উপরে উঠানি।” —কৃত্তিবাস । “পশিব রাক্ষস মধ্যে করিব উঠানি।” — কৃত্তিবাস । "প্রতিব্যুহ করি সৰে উঠানি করিল" —কাশীদাস । উঠাপড়া [ উত্থান পতন শব্দজ ] বি, উত্থান পতন ; উঠানাম । উঠিতপতিত (উঠিৎপতিৎ) বি, আবাদী জমির প্রকার ভেদ ; যে জমিতে কোনবৎসর আবাদ হয়, কোন বৎসর হয় না । উড় (উড়) { উড়ে দ্রঃ ] বিণ. যে উড়িতেছে ; উডডয়নশীল। উড়খই (উড়খোই ) যে খই বাতাসে উড়িয়া গিয়াছে। উড়খই গোবিন্দীয় নমঃ—বাতাসে থই উড়িতেছে দেখিয়া তাহ গোবিন্দ বা ভগবানকে নিবেদন করিয়া দেওয়া : নিরুপায় হইয়া অনভিলম্বিত সৎকাৰ্য্য করা । উড়ই ( ব্রজ) ক্রি, উড়িতে। প্র—“মধুমাতল কিয়ে উড়ই না পার ।” উড়কি (ড় ) উকৃড়ি দ্রঃ । উড়িধান । —বিদ্যাপতি । প্ৰ—“উড়কি ধানের মুড়কি দিব পথে জল খেতে । সরু ধানের চিড়ে দিব শাশুড়ি ভুলাতে।” —ছড়া । बि, थ३ (उड्डीौ ज: ) २ । मक् ।। ७ ।। উখড়ী হাত । ৪ । [প্রা, উন্ধীর উচ্চারণ८७म ] छेकौ । উড়কুড় (উড় কুড়) (উড় কুল (সমন্ত : নিঃশেষে ) ] বি, আদ্যস্ত ; শেষ ৷ ২ ৷ চিহ্ন । প্র—ম্যালেরিয়ায় যে লোকক্ষয় আরম্ভ হয় তাহাতে গ্রামের উড়কুড় উঠিয়া যায়। উড়কুল (উড় কুল) প্রাদে বি, উডডয়নোন্মুখ । উড়ঞ্চড়িয়া, উড়ঞ্চড়ে (উড়োনচোড়িঅ। উড়োচোড়ে) (উড়ন+চণ্ডীআ] বি, অপব্যয়ী ; অমিতব্যয়ী ; বৃথা ধনসম্পত্তি নাশকারী। উড়াতি, উড়তী—ৰিণ, উডতীয়মান ; অস্থির ; অনিশ্চিত । উড়ন (ন) [ সং—উডডয়ন ] বি, শূন্তে গমন ; আকাশে উড়া ২ । সং–আচরণ । হি— ওঢ়ন ] বি, পরিধান । ৩ । [ (ইহার বিপরীত পাড়ন) আবরণ ; যাহা উপরে থাকে বা উদ্ধ দিকে থাকে ; ওড়নও বলে ; তুল— ওড়নপাড়ন ] প্রে – “তামার উড়ন তামার পাড়ন তামা করিলাম সায়" —পূ. পূ.। উড়নচড়ে, উড়নচণ্ডে (উড়োচোড়ে, উড়োচোনডে) (উড়ন+চও+ইআ =উড়ন চণ্ডিয়া =উড়নচণ্ডে ( দ্রুত উচ্চারণে ) ] বিণ.