পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওক ওঁকার (ওকা) [ ওঙ্কার স্ত্র কি প্রশৰ। প্র—"একমাত্র রব অগ্রান্ত ও কার" উচ্ছাসের সহ ফোটে"-চিন্তা (ঈশানবগো)। ऊंठा। (खैर्ण)।[ उहन तलज छँध्ण श्रेष्ठ ] বি, আবর্জন : অবস্কর ; জঞ্জাল । ওঁচা, ওঁছা, ওছ। [উচ্ছিষ্ট ৰা—উছ (পরিত্যক্ত ) শব্দজ ] বিণ. পরিত্যক্ত ; উপেক্ষিত । २ ।' नौ5 ; एश्रषष : एत्रठिशैन । ॐ-"७मां ওমা পোড়া ভাগি উকিলের ও চা” । —হেম বন্দ্যো । ৩। জযস্ত : নিন্দার্থ ; ঘৃণ্য ; হের । ওঁচানো [উদ্ধন শব্দজ ] ক্রি, উত্তোলন করা ; তোলা ; উঠান ৷ ২ ৷ বাড়ানো ; ছাড়াইয়া

অতিক্রম করা । ওঁবিষ্ণু-জ বিস্ময়-মিশ্রিত বিদ্ধপসূচক। ২। আত্মত্রম সংশোধনার্থ যেমন চলিত কথায় "খুড়ি' বলে, সেইরূপ অর্থে ব্যঙ্গচ্ছলে ব্যবহৃত হয় । ওক, ঔক [সং—ওকস্ শব্দজ ] বি. আশ্রয় ; গৃহ ; স্থান । প্র—প্রত্নোক । [ তুল—গ্রী— ockos ( gțR )] ওকড়া ( ওকৃড়া ) বি, ওড়িা গাছের স্বগ

কণ্টকময় ক্ষুদ্র ক্ষুদ্র ফল । ২ । ক্ষুদ্রাকার গুল্ম। প্র—“ওকড়ার ফল দেয় কেশের ভিতরে" । --চৈ, ভl, । "কতক বঁাটিব আর ওকড়ার ফল ।” –কবিক । ৩ । ওকড়া গাছের পাতা । ৪ । পাচন বিশেষ । - ওকালৎ, ওকালতি ( লোতি) [ আ— ৰূকৃলিৎ ] বি, উকিলের ব্যবসায় বা কৰ্ম্ম : २ । °क्रोक्लश्रन ! ওকি—জ, বিস্ময়সূচক। ২। প্রশ্নসূচক। প্র—“ওকি স্বরপুরীর পর্দাখানি নীরবে তুলে ইত্ৰাণী আজ দাড়িয়ে আছেন জানালা খুলে ?” —চরনিকা । ওক্ত, ওক্ত (ওতো) [আ—বৃথং (সময়) । হি—বখত বি, সময় । প্র—"বৃথা ও তিলক ফোট, পাঁচ ওক্ত মাথা কোটা, ধূৰ্ত্তামি ভণ্ডামি pleadership. ওটা নিশ্চয় নিশ্চয়।” —চন্দন । “কমৃ ৰকৃতি ওক্ত গেল তক্ত যাবে র্যাক” । —হেম ৰঙ্গ্যো । ২ । সুযোগ । ওখড়ানো—উখড়ান ত্রঃ। ওখদ ঔষধ শব্দের হিন্দী উচ্চারণে ঔখ ; उांशंब्र विकांब्र ७थन-खञ्जष्ठांश ७ यां, ऐस, সাহিত্যে ব্যবহৃত ] বি, ঔষধ । [অপ্র ] ওখানে [ প্রাদে, গ্রা-ওখানে ( স্থানে ) ] অ, বাড়ীতে ; বাসস্থানে ; বাসায় ; সন্নিধানে। প্র—সে কাল তাহার ওখানে গিয়াছিল। ওগয়রহ স্ব-ৰূগরঃ ! অ, ইত্যাদি । প্রভৃতি । లిe ) ওগরা (গ) বি, চাউল ডাউল একত্র সিদ্ধ। ওগরানো ( ) ( উদিগরণ শঙ্কজ ] ক্রি, रुशन कब्र ; उँभित्व१ कब्र । ওগো ( প্রাদে ] সম্বোধন ৰাচক অব্যয় ; ওহে । প্র-“ওগে ! তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরী কুলেতে এসে।” -cजानां ब्र उद्वौ । ২ । [ কোন ব্যক্তিবিশেষকে সম্বোধন করিয়া উক্ত নহে—অথবা বিশ্বমানবকে সম্বোধন করিয়া উক্ত ; impersonal] মনের আবেগ ; হৃদয়ের ব্যাকুলত বা ভাবের উচ্ছসি ব্যঞ্জক অব্যয়। প্র—“ওগো এমন সোনার মায়াখানি কে যে গড়েছে । মেঘ টুটে আজ প্রভাত আলো ফুটে পড়েছে। ওগে কাহারে আজ জানাই আমি কি আছে ভাষা । আকাশ পানে চেয়ে আমার মিটেছে আশা ।" —চয়নিক । ওঘ [ উচ্=উল্ক (ক=ঘ)—সমবেত হওয়া + অ (কৰ্ম্মে, ঘঞ) : "ওযে বৃন্দেহস্তসাং রয়ে”— অমর | বি, পুং, সংঘ ; সমুহ : রাশি ; নিকর ; নিবহ । ২। পরম্পরা । ৩। জলের বেগ ; জলপ্রবাহ ; স্রোত । ৪ । তরঙ্গ । ৫ । [করণে, ঘএ । "নৃত্য গীতাদেী—বিলম্বিত দ্রুতং মধ্যং তত্ত্বমোঘো ঘনং ক্ৰমাৎ”—আমর] দ্রুত নৰ্ত্তন ; নৃত্যে দ্রুতগতির নাম । [ বিরল ব্যবহার ] ৬ । শোণিতপুর নিবাসী নরকাসুরের জনৈক অনুচর। শ্ৰীকৃষ্ণ ইহাকে বধ করেন। [ মহা-উদ্যোগ ] ওঘবতী (ওঘৰোতি ) বি, ওঘবানের কন্যা ও স্বপ্রতীকের পত্নী (ভাগবত ) ৷ ২ ৷ নদী বিশেষ ( মহাভারত ) ৷ ওঘবান—বি, প্রতীকের পুত্র ৷ ‘ ইনি কস্তার নাম ওযবর্তী রাখিয়াছিলেন । [ ভাগবত ] ওঘরথ ( ) বি, পুং, ওঘবান নামক রাজার পুত্র । ওঙ্কার ( ওংকা) ও (প্রণব ) কার ( কৃ+ ঘঞ—স্বরূপার্থে ) ] ৰি, পুং, সকল মস্ত্রের আদি বীজ ; সকল বর্ণের ভিত্তিভূমি ; প্রণব : ওঁ । ২ । [ যে ও শব্দ করে কাশীস্থ শিবলিঙ্গবিশেষ ; ওঙ্কারনাথ। ৩। নৰ্ম্মদ নদীগর্ভস্থ একটা ক্ষুদ্র দ্বীপের উপর স্থাপিত শিবলিঙ্গ। ( পদ্মপুরাণ) । [ ওঁ, ও দ্রঃ ] ওছিয়ৎনাম [আ-কৃসীহৎ+ষ্ণ-নাম] ৰি, উইল ; will. ওজঃ [ ওজস্ শব্দ ] বি, তেজ: ৷ ২ ৷ বল। ७ । गोखि ! s । व4 ।। ० । [ अलकांब्र শাস্ত্ৰে] কাব্য রসের উৎকর্ষ-সাধক গুণবিশেষ ; রচনার (style) যে ধৰ্ম্ম থাকিলে চিত্ত উদ্দীপ্ত হয় ; বহুসমাসজড়িত দীর্যপদমুক্ত ৰাক্য। [ওজোগুণ ৰহবিধ তন্মধ্যে বঙ্গভাষায় "সমাধি, \ous শ্লেৰ, উদারতা এবং ক্রমোৎকর্ষ”—কাৰ্যনির্ণর) । ৫ । [ওজসা] উৎসাহ সহকারে ; প্রবল অমুরাগের সহিত ; সাগ্রহে । প্র—“প্রিয় মুখে মুমুখি চুম্বরে ওজ। চাদ অধোমুখে পিবই সরোজ ॥* -वि, १ । ওজন ( ওজোন ) { স্বা—বৃজুন (মাপ) শব্দজ ] বি, পরিমাণ ; তেল ; মাপ : পরিমাপ । [ পরিশিষ্ট দ্রঃ ] ২ । ভার ; গুরুত্ব : দম ; weight. ৩। ক্ষমতা ; শক্তি । ৪ । পদমৰ্য্যাদা : আত্মসন্ত্রম : গুরুত্ব । প্র—"আপনার ওজন বুঝিরা না চলিলে, সম্বন্ধে গুরু হইয়া পুত্রবৎ লোকের সহিত, প্রভু হুইর অধীনস্থ কৰ্ম্মচারীর সহিত * * * * * * ইয়ারকি দিলে মান সন্ত্রম * * * কিরূপে রক্ষা হইতে পারে "-বিজ্ঞান নীতি প্রসুন, ১৮৯• । ৫ । তুলনা ; লঘুত্ব গুরুত্ব-পরীক্ষা। প্র— "মুখুয্যের সঙ্গে কার করোনা ওজন ।" —হেমচন্দ্র । ওজনকরা-পরিমিত ; স্বল্প । প্র—“চাই না চাই না তোমার ওজন-করা ভালবাসা ।” —দুর্গাদাস দে (বাং গান) । ওজনদর (ওজোন্ধৰ্ব ) বি, তেল হিসাৰে মূল্য-নিৰ্দ্ধারণ : গুনতি হিসাবে নহে। মিরবাধা ওজন [ মহাজনী পরিভাৰ ] বি, দ্রব্যাদি ওজন করিবার কালে এক মণ ৰা দুই মণ বা যে কোন নিরূপিত হারে ওজন । যেমন চাউলের প্রতি ক্ষেপেই ২॥• মণ করিয়া ওজন । হুমকা ওজন—ৰস্তায় বস্তার মালের ওজন ; কোন বস্তায় এক মণ কোনটায় আড়াই মণ ইত্যাদি রূপ ওজন । ওজর (ওজোর) [ আ—উজর (হেতু ; ছল ) ] বি. আপত্তি। ২ । হেতু ; ছল ; বাহান । ওজর আপত্তি—ওজর বা আপত্তি : গোলযোগ। প্র—"এই খতের পৃষ্ঠায় ওয়াশীল ব্যতিরেকে অস্ত কোন রসাদ লইবার ওজর আপত্তি করিব না। যদি কোন ওজর আপত্তি করি, তাহ নামঞ্জুর হইবে।” —সরল জমীদারী মহাজনী । ওজস্বল ( ওজোণ শল) [ ওজস্ (তেজঃ)+ বল ( অস্ত্যর্থে ) যাহার তেজ আছে ] ৰিণ, তেজস্বী ; ক্ষমতাশালী ; বলিষ্ঠ । ওজস্বিতী (ওজোশ,শিত) [ ওজস্ (তেজ ) +ৰিণ, (অস্ত্যর্থে)=ওজস্বিন-ত ( ভাৰে ) বি, স্ত্রী, বলবত্তা ; বলশালিত । ২ । তেজস্বিতা । ওজস্বী ( ওজোশ শি) [ ওজস্ (বল)+বিন অস্ত্যর্থে=ওজস্বিন ১ম ১ব, যাহার বল আছে ] বিণ. বলৰান ; শক্তিশালী। ২। তেজস্বী। ৩। দীপ্তিমান : প্রদীপ্ত । ৪ । ওজে७*ांक्लशै। क्लो, ७छशिनौ-क्लक्ऊँौ ।