পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাম কামড়ি [ কামড়িয়া'র সংক্ষেপ ] ক্রি, দস্তাঘাত করিয়া ; কামড়াইয়া। প্র-“আঁচড়ি কামড়ি" —মেঘনাদ । ২ । (কাম্ড়ি ) ৰি, কামড়। তেল-কামড়ি-তেল কামড়িয় ধরে যে : নেড়া মাপায় তেল দিলে জবজব করে যেন কামড়িয়া ধরে এজন্ত বলে—“নেড়ি তেলকামড়ি।” পুং, নেড়া তেল কামড়া (শিশুগণ নেড়া হইলে এই বলিয়া ক্ষেপায় ) । কামতন্ত্র ( কামূতনত্ৰে ) বিণ. কান বা রতি পরতন্ত্র। প্র-“কুলবধু কামতন্ত্র, বেজক মুরল যন্ত্র, বালুক সহিত জল পূরে।”—কবিক । ২ । রতিশাস্ত্র । কামদ (দ) [ কাম ( কামনা ) দ (কর্তৃড প্রত্যয়ান্ত দা ধাতুজ ) ] বিশ, বাসনাপূরক ; ; কামনাপ্রদ। যে অষ্ঠের অভিলাষ পূর্ণ করে ; যে প্রাৰ্ণিত বস্তু দান করে ৷ ২ ৷ সঙ্গীতের রাগ। প্র- "ভৈরবী না দিয়ে বাদ, কামদে কেদারে সাধ উদয় হবেরে আপনি কল্যাণ ।” – গোবিন্দ ব্রহ্মচারী। কামদা ( মো) কোমদ +আপ (স্ত্রী ) ] বিণ. বাসনা-সিদ্ধিদাত্রী : কামনাদায়িনী ; যিনি সাধকের সমস্ত বিষয় কামনা সিদ্ধ করেন : অভীষ্টদাত্রী , মহীরাবণ পাতালে ইহার পূজা করিতেন। ২। বি, স্ত্রী, কামধেনু । ৩। চৈত্র মাসের শুক্ল একাদশী । ৪ । ছন্দোবিশেষ। কামদানী (মৃ) হি] বি, কাপড়ে ফুলতোলার কাজ ৷ ২ ৷ সলা চুমকীর কাজ করা কাপড় ; তুলার বস্ত্রের উপর জরি বসান কাজ । কামদার ( ) (হি ] বিণ, কারুকাৰ্য্যবিশিষ্ট। প্র- "তাঁহার উপর জরির কামদার বিছানায় জরির কামদার মখমলের বালিশ ।” —রাজসিংহ (বঙ্কিম)। ২। কলাবত্ত বা কারচুপী কাজ করা। প্র-কামদার টুপী, কামদার জুতা। কামদেব (মূ, ব, ) (সং] বি. পুং, ব্ৰহ্মার মানস পুত্র। ইনি মহাদেবের তপোভঙ্গের জন্য শিবকোপে অনঙ্গ হন পরে কৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। কামধর ( মূ. বু) বি, পুং, কামরূপের মৎস্তধ্বজ পৰ্ব্বতস্থ সরোবরবিশেষ । কামধেনু (মূ) [ কাম (কামনাদায়িনী) ধেনু ( কৰ্ম্মধা) ] বি, স্ত্রী, অভীষ্টদায়িকা ধেনু । সমুদ্রমন্থনোখিত চতুর্দশ রত্বের অন্ততম ; স্বরভী । ( ২ ) বশিষ্টের ধেনু, নন্দিনী । ( ৩ ) দানার্থ স্বর্ণ-গাভী। ২। শিবপ্রোক্ত তন্ত্রবিশেষ । কামধ্বংসী(কামবোংশি) [ কাম (কল্প) ধ্বংস (নাশ করা)+ইন (কর্তৃ—ণিন)=কাম ধ্বংসিন ১ম, ১ৰ ]বি, পুং, যিনি কামদেবকে ংস করিয়াছেন ; মহাদেব । Cb*● कॉभनां [ कम् (श्झ कब्रl)+अन (उitरঅনটু ) ] বি, স্ত্রী, বাঞ্ছা : বাসনা : ইচ্ছা ? মনোরথ । কামপত্নী ( কাপোৎনি ) { কামের পত্নী ৬ তৎ ] বি, স্ত্রী, কামকান্ত ; রতি । কামপাল (মূল) বি, পুং, বলরাম ; হলাযুদ্ধ : শ্ৰীকৃষ্ণের অগ্রজ । কামপুর (ফর) কাম (অডিলাৰ) পূর ( পূরণ করা )+অ ( কৰ্ত্ত—আচ, ) ] বিণ, যে অভিলাষ পূর্ণ করে : অভীষ্টদাতা : অভীষ্ট পূরক। ২। বি, পুং, পরমেশ্বর। কামপ্রদ(কামপূপ্রোদে)[কাম-প্র—দা (দান করা ) + অ (কর্তৃ—ড) ] বিণ. বামনাপূরক ; অভীষ্টদাতা । ২ । পরমেশ্বর । কামবাইয়া, কামবেয়ে ( ) { কাম দ্র: ] কাম-বাই (বাতিক – বায়ুরোগ-উন্মাদ ) + আ ( বিশিষ্টার্থে) অশ্লীল । বিণ, কামোন্মাদগ্রস্ত : কামোন্মত্ত : কামুক : কামাসক্ত । কামবাণ (কাম্বান ) কামের পঞ্চ বাণ : পঞ্চশর দ্রঃ । কামবান (মৃ) { কাম+বং ( বতু) অস্ত্যর্থে, =কামবৎ ১ম, ১ব ] অভিলাষযুক্ত : বাসনাশালী। ২। মৈথুনানুরাগী । খ্ৰী, কামবতী —কামুক : কামুকী । ২। দারহরিদ্র । কামবৃত্ত ( ) { কাম ( যথেষ্ট ) হইয়াছে, বৃত্তি যাহার, বং]বিণ. যে ইচ্ছানুরূপ ব্যবহার করে ; যপেচ্ছাচারী। কামরা ( H ) [ Ml—Camera (a vaulted room) ; *—Camara) वि, প্রকোষ্ঠ : शृश्। কামরাঙ্গা, ঙা ( ) { সং—কৰ্শ্বরঙ্গ (শব্দকল্প) : পা—কন্মরঙ্গ : হিং-কমরথ, কাম— রঙ্গা-রঙ্গকৰ্ম্ম-সাধকফল বলিয়| এই নাম । কঁচা ফল লোহার মরিচ ধরা রঙ্গ পরিষ্কার করে } । বি, পঞ্চশির অস্ত্রফলবিশেষ । (২) কামHÞMÞH stjö ; averrhoa carambola. কামরূপ (মূ. প.) [ কাম (মনোজ্ঞ ) যে রূপ—কৰ্ম্মধা ] বি. ক্লী, মনোজ্ঞরূপ : সুন্দর । ২ । [ কাম ( মনোজ্ঞ ) রূপ হইয়াছে যাহার, বং ] বিণ, মনোহর কাস্তি ; স্বন্দর ; মনোজ্ঞরূপ । ৩। বি, ভারতের প্রাচ্য দেশবিশেষ : ইহা আসাম অঞ্চলে স্থিত। কামাখ্যা প্রদেশ । ৪ । বিণ, যথেচ্ছ বেশ ধারণ-কারী । ৫ । রামায়ণোক্ত বিশ্বামিত্রের মন্ত্রাত্মক অস্ত্রবিশেষ। [ বালকাও ২৮ ] কামরূপী ( মূ) [ কাম (ইচ্ছা) রূপ (আকৃতি) +ইন ( অস্ত্যর্থে)=কামরূপিন ১ম, ১ব ] বি, পুং, যে ইচ্ছানুরূপ আকৃতি ধারণ করিতে পারে ; বিদ্যাধর । ২ । বি৭,—স্বেচ্ছাপূর্বক রূপ ধারণে সমর্থ। প্র—“কামরূপী হয়ে আমি, কামা যদি হুই বিহঙ্গমী, উড়ে যাই গউড় নগরে ৷” "কামরূপী তৰাগ্রজ" —মেঘনাদ । ৩ । মদনের মত যাহার রূপ। প্র—“কামরূপী মোব গৃহে বাড়ে কোনজন ” –কবিক। ৪ । কামরূপ কামাগ্য দেশ জাত বা সম্বন্ধীয় । এই অর্থে প্রাদে উচ্চারণ র্কাউরূপী ও হয় ] কামল (ল) { কাম (ইচ্ছ) ল (মে দান করে) ( কৰ্ত্ত—ড প্রত্যয়ান্ত লা বা লস্ ধাতুঞ্জ ) ] বি, পুং, বসন্তকাল : এই সময় ইচ্ছানুরূপ ভোগ্যবস্তু পাওয়া যায় বলিয়। ২। মরুভূমি। ৩ । [ কাম+ল (অস্ত্যৰ্থে) ] কামী : কামুক, [ প্র, অ, ] । ৪ । রোগবিশেষ : র্কাওল : [ কামলা দ্রঃ ] । কমলা ( ) { সং। কমল লেবুর বর্ণ হইতে ] বি. স্ত্রী, পিত্তের আধিক্যহেতু যে রোগে চক্ষু আদি অঙ্গ হরিদ্রীবর্ণ হয় : র্কাওল । কামশক্তি (কামৃশোকৃতি) { কামের (মদনের) শক্তি ( পত্নী ) ৬ তৎ ] বি, স্ত্রী, রতি : কামপত্নী । ২ । পঞ্চাশৎ প্রকার কামনায়িকা । কামশর (মূ. বু) [ কামের ( কলাপের )— শর ( বাণ ) ৬ তৎ ] বি, পুং, মদনের বাণ • মদনাযুদ্ধ। ২ । [ আম্রমুকুল কাম শর বলিয়া । কবিপ্রসিদ্ধি হেতু ] আম্রবৃক্ষ । - কামশাস্ত্র ( কাম্পাসূত্রে ) বি, স্ত্রী, স্বর্গাদি কামনা প্রতিপাদক শাস্ত্র । ২ । রতিশাস্ত্র । কামসখ (ম্শ ) [ কামের (কন্পের ) সপা ৬ তৎ। সখি =সপ ] বি, পুং, কন্যপ সহচর : কামদেবের সপা : বসন্ত ঋতু। ২। আম্রবৃক্ষ । কামসুত (মূ শু ) { কামের (কনপের)—স্বত ( পুত্র ) ৬ তৎ ] বি, পুং, উষাপতি অনিরুদ্ধ । কামসূত্র (কামৃগুৎত্রে) { কামের—স্বত্র, ৬তৎ ] বি, ক্লী, রতিশাস্ত্র : কাম কলাদি বোধক শাস্ত্র । কামস্তুতি ( কামোস্তুতি) [ কামের স্তুতি ৬ তৎ ] বি, স্ত্রী, অস্ত্রোক্ত মগ্নবিশেষ : প্রতিগ্রহ দোখশান্তিকর মন্ত্রবিশেষ ৷ ২ ৷ কামদেবের উদ্দেশে স্তব । कtभांझे (दू) [ कृ-कम् ( यन्न )+श्-ि আই ( ভাবে )--অল্পতা—হ্রাস তাহা হইতে অবসান-কার্য্যের অবসান ] বি, অবলর : ফাক : বিশ্রাম। প্র—সে ক্রমাগত বকিতেছে, তাহার মুখের কামাই নাই। ২। অমুপস্থিতি : alsence. প্র—কাজে তাহার একদিনও কামাই নাই। “পরীক্ষায় ফেল হবি করিলে কামাই”—কন্তুরী। ক্রি, কামাই করা— লঙ্ঘনকর ৷ ২ ৷ ছুটী করা অনুপস্থিত হওয়া। প্র—কাজে যে কয়দিন কামাই করিয়াছে সে কয়দিনের বেতন পায় নাই। কাটনা কামাই যাওয়া—ঘ্যানর ঘ্যানর করিয়া বকুনি থামা। প্র—দিন রাত কেবল ঘ্যানর ঘ্যানর কচ্চে তার আর কাটন কামাই যায় না।