পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোথা অ কোন স্থানে ; কোথায় । প্র— “কোথা তুমি, কোথা তুমি হেথ পড়ে আমি অকূল বিশ্বের মাঝে,--নিয়ত নিরয়-গামী । —বিহারী সরকার । ২ । কখনও ; কভু প্র—“শশী বিনা নিশি কোথা, বল শোভ করে।”—নিধুবাবু। কোথাকার (র) [ কোথা +কার (সম্বন্ধে কার বিভক্তি )=কোথার ] অ, কোনস্থানের প্র—“দেথা যাক কোথাকার জল কোথায় মরে । ২ । [ তুচ্ছার্থে, ঘৃণার্থে, ক্রোধার্থে কোন কুস্থানের। (গালি দিবার সময়) ৩। কোন রিক্তিকর বা অপ্রীতিকর বিষয়ের বা ঘটনার . প্র—কোথাকার পাপ এসে জুটুলো ; পাজী শুয়ার কোথাকার। অকা রণ কোথাকার কথা এখানে টেনে আনলে । কোথাকে [ গ্রা—প্রাদে, ময়না অঞ্চলে প্রচর গ্রা, উচ্চারণ "ভেদে–কুথাকু ] অ, কোন স্থানে ; কোনদেশে। প্র—"মহাশয় পরিচয় কর অতঃপর কিকাজে কোথাকে যাবে কোন দেশে ঘর l”—ঘনরাম । কোথায় ( ) ( সং—কুত্র ; প্রাকৃ—কেথ] কোনস্থানে ; কোনখানে। প্র—“কোথায় আনিলে, আমায় কোথায় আনিলে, আনিয়ে জলধি মাঝে তরঙ্গে তরী ডুৰালে।”—বাং গান । কোদণ্ড ( কোদন্ড ) [ কু৭ (শব্দ করা ) + অণ্ড (কর্তৃ—সংজ্ঞার্থে, অওচ) ৭=দ । যে বাণ মোক্ষণ সময়ে শব্দ করে ] বি, পুং, ক্লী, শরাসন ; ধনুক । [ ধনুক সদৃশ বলিয়া | ২ । ত্রু। ৩ । দেশবিশেষ। ৪ । পুং, ধমুরাশি । কোদাল (ল) { সং—কুদাল ] বি. কুদাইল ভূমি খননাস্ত্রবিশেষ। প্র—“শালপাতি শূলভাঙ্গি সজ্জা কর বসি । জোয়ালি কোদাল ফাল দা উখুন পাশী ॥” –শিবায়ন। ক্রি, কোদলান (নে)—কোদাল দিয়া কোপান বা মাটি কাটা ; কোদাল পাড়া । কোদাল পাড়া— কোদাল—পাড়া ( পাতিত করা, ফেলা ) ক্ষেত-খোল বাড়ীঘর বাগান-পুকুর প্রভৃতি নিৰ্ম্মাণ করিতে হইলে মাটি কাটিতে হয় ] কোদাল দিয়া মাটি কাটা ; কোপান : নগরাদি পত্তন বা প্রতিষ্ঠার স্বত্রপাত করা। প্র—“এখনও কোদাল পড়ে নাই, গাতী চলে নাই—ইতি মধ্যেই এই।” —বসুমতী ১৩১৮ । কোদেী { সং—কোত্রোব ; হি—কোদো : ওড়ি–কছুক্স ] বি, কোদো নামক ঘাস। কোঁধ ( , ) (প্রা—বাং-প্রাকৃ। প্র—“কাম কোধ”-—শু, পু] বি, ক্ৰোধ দ্রঃ । কোন (কোনো) [সং—কিম্ ; হি—কৌনে ; লৈ, ব্ৰজ-করুন, কওন ( বি, প) ] স, কে ; 88e কেহ ; কেউ । ২ । [ প্রশ্নে] নির্দেশার্থে কোন—কে ; কোনটা। কোন একটা বা একটি, কোন একটা—অনির্দিষ্ট প্র—"র্তাহার কোনো একটা ধৰ্ম্মমত, পৰ্ম্মগ্রন্থ ব| ধৰ্ম্ম সম্প্রদায়ে আসিয়া ঠেকিয়াছেন।” —চারিত্রপূজা। কোন না—নিশ্চয়:অৰষ্ঠ। প্র—“বোম্বাই সহরে কান্নাহাটী পড়িয়া যাইবে কলিকাতায় কোননা”—বঙ্গৰাণী (তুল—হি— "কৌন নহি)।” কোনাচ (চ) [ কোণ হইতে ] বি, কোণের দিকের অংশ মাত্র। ২ । কোণযুক্ত পাত (লোহার বা পিত্তলাদি ধাতুর ) যাহা বাক্স, সিন্ধুক প্রভৃতির কোণে আঁটা হয় । কোনো [ কোন (দ্র: ) + ও (বিশিষ্টার্থে ও নির্দেশার্থে) ] স, কেহই ৷ ২ ৷ এক বস্তু বা रेिषन्नe । কোন্দল, কেঁাদল (কোনদোল কোদোল্‌) [ সং—কন্দল ]বি, বিবাদ : ঝগড়া । প্র— “যেখানে কুলীনজাতি সেখানে কোন্দল।” —ভারতচন্দ্র । কোন্দলিয়া [ গ্ৰা—কোদলিয়া, কুদুলে ] বিণ, ঝগড়াটিয়া ; কোদলপ্রিয় ; বিবাদপ্রিয় ; যে কলহ করে। প্র—“মনে ভাবি সেই বামুন বড় কোন্দলিয়া ।”—ভারতচন্দ্র ৷ স্ত্রী, কোন্দলী, কু দুলী। প্র—“পাড়াকুছলী মাগী”—(ম্যাকবেথ—গিরিশ)। (कॉन्छनि (९)[३-cound] रि, उफ़ আদালতের উকীল । কোপ (প, ) (কুপ (ক্রোধ করা)+ অ (ভাবে —ঘঞ,) ] বি, পুং, রাগ : রোষ ; ক্ৰোধ : অমৰ্ষ ৷৷ ২ ৷ অসন্তোষ : বিরাগ | ৩। আঘাত । প্র—“কোপে বাস থসল"—বিদ্যাপতি । ৪ । অস্ত্রের আঘাত। প্র—“পাট হাড়িকাটে ফেলিয়াছি একবার বাবা পঞ্চাননোর নাম করিয়া এক কোপে সাবাড় কর ।”—কমলাকাস্তের দপ্তর । কোপন ( ন) [ কুপ (রাগ করা )+অন ( কৰ্ত্ত) ] বিণ, রাগাম্বিত : ক্রোধন-স্বভাব : সহজেই যাহার কোপ জন্মে : ক্রোধী ৷ ২ ৷ পুং, অমুরবিশেষ। বিণ. কোপনীয় । স্ত্রী, কোপন—যে স্ত্রী সহজেই ক্রোধের বশীভূত হয় ; ক্রুদ্ধ । কোপনীয় [ কুপ (রাগ করা )+অনীয় ( কৰ্ম্মে ) ] বিণ. ক্ৰোধযোগ্য ; কোপের বিষয়ীভূত ; যাহার প্রতি কোপ করা হয়। কোপরা (প, ) (সং—কপর] বি, নারিকেলের শুৰুনা স্বতরাং কঠিন শস্ত। কোপন দ্রঃ। কোপল [ হি—কোপল, নৰান্ধুর ] নারিকেলের কোপল বা কোমল শস্ত । কোম কোপা, কৃপা জি-কুর] ৰি তৈলারি পাত্রবিশেষ । কোপান (নো ) [ কোপ+আন ( জানা— ব্যবহারার্থে )—ক্রমাগত কোপ দেওয়া ] ক্রি, কৰ্ত্তন বা ছেদন-যোগ্য আঘাত দেওয়া ; কোপ দেওয়া । ২ । ছেদন করা । ৩। মাটিতে কোদালের আঘাত করা : মাটি কাটা । কোপি (ক্)ে—কপি স: | কোপিত কুপ +চ্=িকোপি (ক্রোধ করান) +ত ( কৰ্ম্মে—ক্ত ) যে অন্তকে রাগায় ] বিণ, রোধিত : ক্রুদ্ধ ; যাহার ক্রোধ জন্মাইয়াছে : কোপী ( কোপ (ক্রোধ )+ইন (অস্ত্যৰ্থে) =কৌপিন ) বিণ. ক্রোধী ; রাগী : ক্রুদ্ধ ; কোপাম্বিত ; রাগ-বিশিষ্ট ; যাহার সহজে কোপ হয় ৷ ২ ৷ পানকোঁড়ী। কোপ্ত। [ফু-কোতে ] কি ভর্জিত পিষ্ট মাংস ৷ কোব (ব) [ কোপ—উচ্চারণবিকারে ] ৰি, কোপ : ক্রোধ ; রাগ। প্র—"সাপিনীরে দেয় থোৰ সাপিনী বাঢ়য়ে কোব।”—চণ্ডীদাস । [ অ, প্র] । কোবালা [ কবলি ] বি, বিক্রয়-দলিল । কোবিদ ( ) ( কো ( বেদ )—বিদ (যে ऊांtन ) तिम् ( छांना ) +य ( कर्टू-क ) ] বিণ, পণ্ডিত : বেদবিৎ : বেদজ্ঞ ৷ ২ ৷ দক্ষ ; নিপুণ ; কাৰ্য্যকুশল । কোবিদার (র) { কু ( পৃথিবী) বি—দূ ( বিদারণ করা )+অ (কর্তৃ—সংজ্ঞার্থে ঘএ) যে মৃত্তিক ভেদ করিয়া জন্মে]বি, পুং, রক্তকাঞ্চনের গাছ । ২ । মন্দার ও পারিজাত বৃক্ষ । কোমর (কোমোর) ফ্রা-ক্ৰমরু ]বি, কটি ; মধ্যদেশ : মাজা । দ্রঃ—“বিবসনা সমরে নরকর কোমরে অসিবর বাম করে ধরে ।” —কমলাকান্ত । কোমরপাট্টা, পাটা ফু-ৰূমর সং— পট ] বি, শিশুর কটিদেশের অলঙ্কারবিশেষ । কোমরবন্দ (কোমোরবলে )[ক্ষা-কৃষ্ণক ] विँ, কাটবেষ্টনী : পেট । কোমরী ( দ্রুত উচ্চারণে কুম্রী । ফ্রা কমৃরী ] বি, অশ্ব উষ্ট্রাদির কটি দৌৰ্ব্বল্য বা কোমরের শক্তিহীনতা । ८कiभवा ( ज्) [ कम् ( श्ां कूब्रां )+यल् ( কৰ্ম্মে, সংজ্ঞার্থে, কল) ক=কে ] বিণ, भूझ ; नब्रभ ; यांश कर्टिन नरश् ।। २ ।। সুন্দর ; সুকুমার ; মনোহর। ৩। ললিত ; भपूब ।। ० । बि, औ, जण ; शै. কোমলা । ব্রজ, কোমলিনী ( দ্র: ) । বি, কোমলতা ।