পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গতি গত্র । প্র—ছেলেটির গতি লাগে নি। গতি কর-সৎকার করা। ২। ব্যবস্থা করা। • । উদ্ধার করা । গতিদান—গতিশক্তি দান ; চালন। গতি-মুক্তিদান— উদ্ধারসাধন। অগতির গতি-বাহার গমনক্ষমতা নাই তাহার পক্ষে চলৎশক্তি স্বরূপ ৷ ২ ৷ অনন্তোপায়ের উপায় ; পতিতের উদ্ধারক ; বন্ধজনের মুক্তিস্বরূপ। ৩। নিরাশ্রয়ের আশ্রয়। গতিক (গোতিৰ ) । গতি+ক ] ধি, পুং অবস্থা ; দশা। প্র—আজকের গতিক ভাল नग्न । “यांखिएक भठिक भन्म”-ब्रक् ि।। २ ।। প্রকার ; কৌশল; উপায়। প্র—কোন গতিকে একাজটা যদি হয়ে যায় । কোন গতিকে একবার দেখা করিয়ে দিতে পার? কাৰ্য্যগতিক—কশ্বের ধারা ; কাৰ্য্যের প্রয়োজন। প্রাণগতিক-জীবনের অবস্থা । বেগতিক-সঙ্কট , অসুবিধা ; দুৰ্য্যোগ। প্র— বেগতিক দেখে পালিয়েছে। শরীর-গতিক —শরীরের অবস্থা । গতিক্রিয়া ( গতিকৃত্রিক্স ) বি, দীর্ঘসূত্ৰত । procrastination. গতিদায়ী (গোতি—) { গতি ( মুক্তি) দায়ী (যে দান করে) ; গতি—দ +ইন—দায়িন ১ম, ১ব ] বিণ, যিনি মুক্তিদান করেন। স্ত্রী, গতিদায়িনী—মোক্ষদাত্রী। প্র—“কিঙ্করে কর দয়া দয়াময়ি | দীক্ষায়ণি! গতিত্ত্বংহি গতিস্তংহি, অগতির গতিদায়িনি।”—বাং-গান। গতিবিধি (গোতি) । গতি গেমন) তাহার বিধি (বিধান ) ৬তৎ ] বি, পুং, গমনের বিধান । ২। মুক্তির উপায়। প্র—“মুক্ত কর মোরে মুক্তকেশি। আমি মুস্কৃতি অভিলানী ওমা, কর গতিবিধি, হর গতিবিধি এ ভবে, ভবপ্রেরসি।”—রামপ্রসাদ । ৩। গমনাগমন ; যাওয়া-আসা। প্র—এ দিকে তাহার গতিবিধি বড় নাই । ৪ । চালচলন ; রীতিনীতি , কাৰ্য্যকলাপ | প্র—“কিছুদিন তার গতিবিধি খুব ভাল করিয়া লক্ষ্য করিবে ।” গতিভঙ্গ (গোতিভংগ) বি. গতিতে বিস্ত্র গতি কার্য্যে প্রতিবন্ধ ; গতি-প্রতিরোধ। গতিশক্তি (গোতিশোকৃতি) । গতির (গমনের) শক্তি (ক্ষমতা) ৬তৎ ] বি, স্ত্রী, গমনাগমনের সামর্থ যাতায়াতের ক্ষমতা ; চলৎশক্তি । গতিশক্তিরহিত (গেতিশোৰুতিরোহিত) [ গতি-শক্তি (গমন-ক্ষমতা ) তাহাতে রহিত, ৭তৎ, কিম্বা তাঁহা স্বারা রহিত—৩তৎ ] বি৭, যাহাঁর গমন করিবার শক্তি নাই ; গতিশক্তিবর্জিত ; গতিশক্তিহীন ; চলচ্ছক্তিরহিত । গতিহীন (গোতিহীন) [গতি দ্বারাহীন, ওতৎ] বিণ, গমনশক্তি-হীন ; চলৎশক্তি-রঞ্ছিত , , ԵՀ 8ԵՏ পঙ্গু ৷ ২ ৷ যাহার উপায় নাই ; নিরুপায় ; যাহার সংসার-যাত্রা চলিবার বিশেষ ব্যবস্থা নাই ; অনস্তগতি । গত্যন্তর(গোংতোন্তর্)[গতি (উপায়ের)অন্তর ( অস্ক ) ৬তৎ ] বি, ক্লী, অস্ত উপায় ; উপায়াস্তুর ; অন্তগতি। গত্বর (গৎতবু) { গমূ+বর (কর্তৃ—শীলার্থে—ত আগম ) বিণ, গতিশীল। ২ । অস্থায়ী । গদ () গেদ (বলা)+অ (আল-কত্ত্ব) ৰি, পুং, গদাধরের (কৃষ্ণের) কনিষ্ঠ ভ্রাতা । ২। ব্যাধি ; রোগ। ৩ । [ ভাবে—অল ] ক্লী কথন । ৪ । হলাহল :বিষ । ৫ গুল্ম প্রভৃতি সৰ্প বিষের ঔষধ। ৬। সর্পবিষনিবারক মন্ত্র। প্র—"সপের যতেক গদ ঔষধি সংসারে ।”—কাশী, মহা । "নানা গদ ঔষধি করিল আরোপণ।”—কাণী, মহা । ৭ । [ প্রাদে ] ভার ; গুর ভোজনের ভার। গদগদ, গদগদ । সং—গর্দু ( ভাষণে ) । গদগদ:-শব্দ, ক, দ্রু ] অ, অব্যক্ত কণ্ঠধ্বনি বাচক । ( ২ ) হর্ষ, লজ্জা, সঙ্কোচ, স্নেহ, করণ প্রভৃতি ভাববোধক অব্যক্ত বা অন্ম ট কণ্ঠস্বর বাচক। প্র—“রস ভরে গদগদ বোল” —গোবিন্দদাস। ২। বিণ, ভাবে বিহল : বিমোহিত বা ভোর হইয়া অফুট কণ্ঠস্বর যুক্ত : প্র—“গায়িল নারদ, ভাবে গদগদ, এমন ভজন নাহিরে আর ।”—হেম বন্দ্যো । ৩। কাতরতা পূর্ণ বা ব্যাকুলতা-ব্যঞ্জক অৰ্দ্ধোচ্চারিত স্বরযুক্ত ; জড়িত বচন। প্র—“রাম অশ্রুপূর্ণ লোচনে গদগদ বচনে কহিতে লাগিলেন” —বিদ্যাসাগর ( সী, ব)। a । উল্লাসে ব| আনন্দে রুদ্ধকণ্ঠ । প্র—“আনন্দে গদগদ নারদ মাতিল। অস্ত্রী তুলিয়া তার মার্জিত করিল।”—হেম বন্দ্যো। a । বিহ্বল ; ভাবাবিষ্ট । প্র—“গদগদ চিত্ত । গদগদানদ– অব্যক্ত শব্দ । গদগদনাদী—অব্যক্ত গম্ভীর নিনাদকারী। প্র—“গদগদনাদী গোদাবরী।” বিণ, গদগদে (-গদূগোদে )—অতি কোমল : তলতলে। প্র—“আমট পেকে গদগদে হয়ে গেছে । গদড়া ( দূ ) [ হি—গদলা—ময়লা জল ; কাদা জল । ফ্ৰা—গর্দ ] বি, ময়লা : মলিনতা । কোন কিছুর ময়লা ধোয়াট : কাঁদড়ানি । গদলা ( ) { হি—গর্দুল ] বি, কাদা জল ; অতিশয় ঘোলা । গদা গেদ (মেঘশব্দ) +অ ( অল—কৰ্ম্মে ) স্ত্রী, আপু। অথবা আঘাত কালে গুরুভার হেতু গদ করিয়া শব্দ হয় বলিয় ] বি, স্ত্রী, লৌহাদিনিৰ্ম্মিত প্রহরণ ; গদ অস্ত্র ; লৌহমুদগর। ২ । মুগুর ৷ ৩ ৷ মোটা লাঠি । ৪ । পারুল গাছ । [সম –গদা মুগের অপেক্ষ লম্বা। সাধারণ গদা অষ্টপল, মুষ্টিস্থান স্কুল এবং গদা পদতল হইতে বক্ষ পরিমাণ লম্বা । বৈশম্পায়নোক্ত গদা লৌহনিৰ্ম্মিত। তাহার শীর্ষদেশ স্কুল, অঙ্গ শতপল বিশিষ্ট এবং ক্ষুদ্র ক্ষুদ্র লেীৰ কণ্টকে সৰ্ব্বাঙ্গ খচিত । এই গদা লম্বার চারি হাত। ইহার স্থূলত রথচক্রের নাভির তুল্য ও ভয়ঙ্কর দর্শন । গদার মস্তকে কিরীট অর্থাৎ পাগড়ির মত ৰেড় থাকে। ইহা স্ববর্ণ শৃঙ্খলে রক্ষিত বা গ্রথিত। ইহা গজ ও পৰ্ব্বত চূর্ণবিচূর্ণ করিতে সমর্থ। ভীমের গদা এইরূপ গদা বলিয়া অনুমিত। মুদগর গদার মতই লৌহময় কিন্তু অপেক্ষাকৃত হ্রস্ব । ইহা তিন হাতের श्रशिक श्ञ न । बादशंद्र ७ कांश छेडरग्रब्रहे সমান অর্থাৎ ঘূর্ণন ও নিপাতন। গদার মুঠ স্থল, মুদ্রগরের কৃশ, মুদ্রগরের অঙ্গ বৰ্ত্ত লাকার গদার মত পল থাকে না । মুদ্রগর দ্র: । শতন্ত্রীও এক প্রকার মুদ্রগর। ইহা গদার স্থায় কণ্টকিত লৌহসার-নিৰ্ম্মিত, মুদ্রগরের স্তায় স্বধৃঢ়, বৰ্ত্তল, এবং গদা ও মুদ্রগরের স্তায় মুঠযুক্ত, দৈর্ঘ্যে গদার মত চরিহস্ত প্রমাণ। ব্যবহার ও কার্য্যে তিনই সমতুল্য। শতঘ্নী দ: —ধমুৰ্ব্বেদ ( রত্নমালা )] । গদাই গদাধর শব্দের গ্রা, ও অতি-পরিচয়-স্বচক রূপ । যথা মাধব হইতে মাধাই ] বি, গদাধর : বিষ্ণু কৃষ্ণ । গদাই লস্করি চtল—গদ অর্থাৎ ভারৰাহী নৌকা, ইহার অন্য নাম গাধাবোট । ইহা গাধার মত বোঝাই লইয়া অতি মন্থর গতিতে যায় । গাধাই হইতে গদাই এই পোতের লস্করগণ দ্রুতগমনে অনভ্যস্ত সুতরাং দীর্ঘসূত্ৰী। ( তাহা হইতে ) দীর্ঘসুত্ৰত কুড়েমি গেতোমি : হচ্চে হবে করছি কর্র এইরূপ ভাৰ সকল কাৰ্য্য সাধনে বিলম্ব। মতান্তরে গদাধর লস্কর নামক কোন অলস ব্যক্তির স্বভাব হইতে ; কিন্তু তাহার ইতিহাস নাই । গদাগ্রজ ( গদাগুগ্রোজ, ) গেদ (কৃষ্ণের কনিষ্ঠ ज्वाँउl) उाश्त्र चयिछ (cछार्छ चाँडl ) ७७९ ] বি, পুং, কৃষ্ণ ; বিষ্ণু । গদাঘাত (ত ) { গদা ( দ্বারা ) আঘাত, ৩ তৎ ] বি, গদা প্রহার : গদা দ্বারা আঘাত । গদাধর (র) [ গদ (লৌহ মুদ্রগর) ধর (যে ধারণ করে ) উপপদ ] বি, পুং, শ্ৰীকৃষ্ণ : বিষ্ণু । ২ । গদাভূৎ ; গদাধারী। গদাপাণি (নি ) { গদা—পাণিতে যাহার, বহ ] বি, পুং, গদাধর ; বিষ্ণু ৷ ২ ৷ ভীম । গদাযুদ্ধ (—জুৰ) {গদা (দ্বারা) যুদ্ধ ৩তৎ] বি, যে যুদ্ধে গদাই প্রহরণ। গদা যুদ্ধ করিতে হইলে বিবিধ গতি শিক্ষা করিতে হয়, যুদ্ধশাস্ত্রে সেই সকল গতির অর্থাৎ সঞ্চরণের ও গদ্যপরিচালনার বিংশতি প্রকার কৌশল বর্ণিত হইয়াছে । গদাসন (গদাশন) [ গদা নামক যে আসন ( কৰ্ম্মধা ) ] বি, ক্লী, তন্ত্রোক্ত আসনবিশেষ ।