পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘাতী ঘাতী | সং—ঘাতিন শব্দ ১ম, ১ব ] বিশ বধকারী। স্ত্রী, ঘাতিনী—হননকারিণী। ঘাতুক ( ) হন (বধ করা)+উক (কর্তৃ শীলার্থে ) ] ৰিণ, হননকারী ; বধকারী। ঘাতক। ২। কুর। ৩। নিষ্ঠুর । ৪। হিংস্ৰ । ঘাত্য (ঘাত ) [ হন+য (কৰ্ম্মে—ঘাণ)হ=ঘ, অ=আ, নলত ] বিণ বধাৰ্ছ : বিনাপ্ত ; বিনাশযোগ্য ; বধ্য ৷ ২ ৷ ঘাতযোগ্য ; গুণনীয় । ৩। ঘাতসহ । ঘানি, ঘানী [ মুদগরার্থক, সং—ঘন হইতে ] বি, তৈল নিষ্কাশন যগ্ন । প্র—"মৎস্ত বেচে করে চাষ, বৈসে দুই জাতি দাস, কলুরা নগরে পাতে ঘানি"-কবিক । ঘানিটানা— অপরাধের দও স্বরূপ ঘানি টানিয়া তৈল নিষ্কাশন কর। বিষমঘানি, শক্তঘানি —অতিশয় পরিশ্রমের কার্য্য : কঠিন কৰ্ম্ম ঘাপটি (প )। ঘাটি দ্র। যুপটিও বলে ] বি, ওত ; লুক্কারিতভাবে অপেক্ষা। ২ । অন্ধকার। ঘাপটি মারা—লুকাইয়া ওত করিয়া থাকা । প্র—“ঘাপাটি মেরে এক কোণে ।”—ম্যাকবেপ। "উকিলদিগের দালাল থাপ্টি মেরে জাল ফেলিতেছে।”—টেকচাদ । ঘাবড়ান ( ঘাবড়ানো ) [ হি-ঘবড়ানা। উ-পু—ঘাবড়াই। ম-পু—ঘাবড়াও । প্র-পুঘাবড়ায় । অস-ক্রি—ঘাবড়াইতে ; ঘাবড়াইয়া, ঘাবডে। উত্তর—সকৰ্ম্মক ও অকৰ্ম্মক ] ক্রি, বিচলিত হওয়া ; থতমত খাওয়া : ভেবরে যাওয়া ; ভীত হওয়া । প্র—"কিন্তু ব্লাকিয়র সাহেবের খিচুনিতে এক একবার ঘাবড়িয়া যাইতে লাগিল ৷”—টেকচাঁদ ৷ ২ ৷ ভয় দেখান : ভেবরে দেওয়া ; থতমত খাওয়ান । বি, ঘাবড়ানি। चांभ ( म्) [ ज’--धं=्रोज : औभ्र-७श्ािनि ফল স্বেদ । হি—ঘাম অর্থে রৌদ্র ] বি, স্বেদ : ঘূর্ণ ; শরীরের ক্লেদ ; শ্রমজল ৷ প্ৰ— "পৃথিবী ভরমিঅ দুহে পরিসরম হইএণ । অৰ্দ্ধ অঙ্গের ঘাম পরতু ফেলিল মুছিঞা ।” —গৃষ্ঠপুরাণ। ঘামহি-ঘামেতে। প্র— খামহি অলকা তিলক বহি যাওত ৷”—জ্ঞানদাস। ক্রি, ঘাম। বিণ. ঘামুয়া, ঘেমো— ঘৰ্ম্মাক্ত । ২ । যে বেশী ঘামে । কাল ঘাম —যে ঘাম মৃত্যু ঘটার ; মৃত্যু কালীন ঘাম। ঘাম দিয়া জ্বর ছাড়া-ঘামের পর জ্বর ছাড়ার মত, উদ্বেগ বা সঙ্কট কাটিয়া যাওয়া । ঘামতেল—বাণশ-মিশ্রিত তাপিণতৈল । ঘাম [ সং—যা—ঘাম+আ ( ক্রিয়ার ) । । উ-পু—ঘামি। ম-পু-ঘাম। প্র-পু-ঘামে। : অসক্রি—ঘামিতে ঘামিয়া । ণিজন্ত-ঘামান] · ক্রি, ঘৰ্ম্মাক্ত হওয়া । ά:8 ο ঘামচি { সং—ঘৰ্ম্মচচ্চিক' ] বি, ধৰ্ম্মজনিত ক্ষুদ্র ক্ষুদ্র ব্ৰণ । ঘামান ( নে) [ ঘাম দ্রঃ । উ-পু—যামাই ম-পু-ঘামাও । প্র-পু—ঘামায় । অস-ক্রি— ঘামাইতে ; ঘামাইয় ] ক্রি, ঘৰ্ম্মাক্ত কলেবর করা ৷ ২ ৷ ‘চালনা করা | প্র—মাথা ঘামান | বিঘামানি। বি৭, ঘামানিয়া, ঘামানে। ঘালি [সং—ঘাত । হি—ঘায়েল্= আঘাত প্রাপ্ত : wounded ; চোট প্রাপ্ত ইহতে বাং-য় —চোট অর্থে ব্যবহার } বি, আঘাত : চোট । প্র—“ঘালি খেয়ে তায় ঘায়ের জ্বালায় ঘুরে ঘুরে পড়ে ধোকে ৷”—ঘনরাম ৷ ২ ৷ বিণ. ক্ষত : আঘাত। ঘালি খাওয়া—আহত হওয়া ; ঘায়েল হওয়া ; চোট পাওয়া । , ঘাস (শ,) [ ঘসূ (ভক্ষণ করা)+অ ( কৰ্ম্মে, ঘঞ –সংজ্ঞার্থে) গবাদি পশু যাহা ভক্ষণ করে । বি, পুং, তৃণ দূর্বাদি । ঘাস জল —গবাদি পশুর খাদ্য। ২ । বিশেষত্বহীন একই প্রকার আহারীয় । প্র—এপানেও ঘাস জল, সেখানেও ঘাস জল । ঘাস কাটাঘেসেড়া ৷ ২ ৷ ক্রি, ঘাস কৰ্ত্তন করা। (২) { বিক্রপার্থে ] সামান্ত কাজ করা, তাহা হইতে বৃথা কৰ্ম্ম করা (তুল—নেই কাজ ত থই বাছ ) । ঘাসি (শি ) { খসু (গ্রাস করা )+ই (কর্তৃ —সংজ্ঞার্থে) যে সকল গ্রাস করে ] বি, পুং, বহি ; অগ্নি (প্র, অ } ৷ ২ ৷ বিণ, ঘাসযুক্ত ঘেসে । ঘাসিয়াড় (শি ) { গ্রা-ঘেসেড। ঘাস+ বৃলি-বারা ] বি, যে ঘাস কাটে : যে ঘাস যোগায় । ঘি { সং—ঘূত। প্রাকৃ—খিঅ । হি—ঘিউ ] বি, আজ্য : বৃত : হবি: ; দুগ্ধজাত স্নেহ । ২ । মস্তিষ্ক । প্র—মাপার ঘি । ঘিাষ ( , ) বি. ঘেঁষ দ্রঃ । বিচি [সং–কুঞ্চিত হইতে ] বিণ, কুঞ্চিত পৃষ্ঠ : কপদক : যেচিকড়ি । ২। ঘন ; ঘিঞ্জি দ্রঃ । ঘিচিঘিচি (গিজগিজ দ্রঃ ] ঘনত্বের বিস্তার ; গিজ, গিজ, (তুল—হি-খিচুপিচু) । ঘিজঘিজ (জ. জ, )--থ্যাজ্যাজ দ্রঃ । ঘিঞ্জি [ ফ্রা-গুলজান=ঘন : নিবিড় : dense ; close এই অর্থে হি—গষ্মণ ] বিণ, নিবিড় ; গাঢ় ; ঘন । ২ । সঙ্কীর্ণ । ৩ । লোক বহুল। ৪ । এদো । ঘিটা [ ঘটুঘর্টু করিয়া লাগিবার শব্দ হইতে তুল—হি-যুট (ঢোক্ )] ক্রি, ঘটুবটু করিয়া গেলা । প্র—"ঘন ঘন গিলে জল ঘিটে ঘটুঘটু।”—ধৰ্ম্মমঙ্গল (মাণিক)। ঘিলঘিণ [সং—ঘৃণা ; বাং—প্রাকৃ, ঘেন্না ; তাহার ভাব অর্থে দ্বিত্ব "ঘেন্না ঘেন্না” ] ৰি, ঘুঘু ঘৃণাবোধ । প্র—গা বিননি করা । ক্রি, খিননি করা-বৃণা করা । বিণ. ধিন্‌ ধিন, বিঘিনিয়া, ঘিনধিনে—ঘৃণা কারী ; যাহার সহজে ঘৃণার উদ্রেক হয়। (২) আহারীয় প্রায় সকল বস্তুতে যাহার ঘৃণা । (৩) যাহার কিছুই রুচিকর হয় না। ঘিলঘিন [ অনুকরণ শব্দ ] বি, ঘেনঘেন্ন দ্রঃ । বিণ. ধিন্‌ধিনা, ঘিনধিনে—মৃদ্ধমৃদু। ঝিনঝিন্‌ দ্রঃ । প্র—ঘিনধিনে ব্যথা । ঘির (র) বি, ঘের দ্রঃ । ঘিরা [ সং— ( আচ্ছাদনে )=ধিৰূ+আ (ক্রিয় বিভক্তি)। উ-পু—ধিরি। ম-পু—ধির ; ঘিরুন : খিত্ব। প্র-পু—ঘিরে ; ঘিরেন। অস-ক্রি—ধিরিতে :খিরিয়া, ঘিরে। ণিজন্ত— ঘিরাণ ] ক্রি, ঘেরা দ্র: । ঘিষ্টা (হি—ঘনীটা বিণ. খৃষ্ট ; ঘষা । ঘিষ্টান ( নেী ) হি—ঘসট্ৰন' ] ক্রি, ঘষড়ান। ২ । বিণ, ঘর্ষণে ক্ষয় প্রাপ্ত : ঘুজি (ঘু) [ খোজ দ্রঃ বি, সঙ্কীর্ণগলি । ২ । গলির মধ্যে একান্তে অবস্থিত যে বক্র ও সঙ্কীর্ণ স্থানে আলোক প্রবেশ করে না , অন্ধকার কোণ ; এদে স্থান। গলিখুঁজি —সঙ্কীর্ণ পপ : এ দে কোণ ॥ ৩। খোজ দ্রঃ । ঘুট (টু ) { হি–সং—গওয ] কি গণ্ড । ২ । ঢোক । ঘুটো, ঘোটা [সং—ঘট ; হি—ঘুট্টন ৰ ঘোর্টুন ] ক্রি, সঞ্চালণ করা ; আলোড়ন করা ; আবৰ্ত্তন করা : বাটা : পেষণ করা ৷ ২ ৷ অন্বেষণ করা ; খুজে বেড়ান. প্র—“দেশ বিদেশে লয়ে যাবে, ভাঙ সিদ্ধি ঘু টাইৰে ।” —ভারতচন্দ্র । গিজস্ত—দুটান : ঘোটান ; আলোড়ন করান ; বাটান ; পেষাণ। ঘুটি সং—ঘুষ্টিক] কি ইষ্টকাদি থও ; চিল। ২ । সতরঞ্চ পাশা প্রভৃতি খেলিবার গুটিকা । প্র—ঘুটি চালা । ৩। ক্রি, পেষণ করি ; বাটি। প্র—"সিদ্ধি ঘুটি দিতে মোরে তুমি বড় শক্ত ।” —ভারতচন্দ্র । ৪ । অন্বেষণ করি ; খুজে বেড়াই। ঘুটা দ্রঃ। चूंग्निम्नl, घूtछे (घू, ) [ नर-घूमिक "বনস্থ করীষ”—শব্দ, ক, দ্রু ]বি, শুষ্ক গোময় ; ঘুটে । প্র—“ঘুটে পোড়ে গোবর হাসে ।” —প্রবচন । “সন্ধ্যা হৈলে ঘরে ঘরে ঘুটে করে জড়।"-ভারতচন্দ্র। ঘুটে দেওয়া —ঘোটন করা ; ঘোটা ; আলোড়ন করা । ২। গোময় দ্বারা ঘুটে প্রস্তুত করা । ঘুঘু সং-ঘু (শব্দে ) ঘুঘুঘু এইরূপ শব্দ করে বলিয় ] ৰি, পুং, ঘুঘু রৰকারী কপোত জাতীয় ঘষড়ান :