পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তরু তরুরুহ (তোরুরূহ) { তরু—কত্ব, ( আরোহণ করা )+আ(কর্তৃ) সংজ্ঞার্থে ( যে আরোহণ করে)]বি, বৃক্ষে আরোহণকারীলতা :হরিয়াভ লতাবিশেষ ৷ ২ ৷ পরগাছা ; parasite. তরুশায়ী (তোরুশাঈ ) [ তরু (বৃক্ষ ) তাহাতে শায়া (যে শয়ন করে ) ] বি, পুং, পক্ষী । ২ । বিশ, বৃক্ষে শয়নকারী। স্ত্রী, তরুশায়িনী। তরুশিখর (তোরুশিখৰ্ব ) [ তরুর—শিখর ( চুড়া ) ] বি, বৃক্ষের চুড়া ; মগডাল ; গাছের আগ । তরুস্থ ( তোকস্থ) বিশ, বৃক্ষস্থিত ; বৃক্ষে অবস্থিতিকারী। স্ত্রী, তরুস্থা। তরূট ( তোক ) বি, পুং, পদ্মের মূল : গেড় । তরে [ প্রাদে ] অ, নিমিত্ত : জন্ত । প্র— "গাথরে ভক্তির হার, উরি তরে।”—কালীপ্রসন্ন ঘোষ। "সস্তান মঙ্গল তরে জননী তাড়না করে”—-বাং-গান ( রাম দত্ত ) ৷ ২ ৷ উদ্দেশে—(১) দানার্থ : অপণার্থ। প্র—"* * * এই লও আনিয়াছি তব তরে মৃণাল-বাশরি"-গোলাবগুচ্ছ ( দেবেন্দ্র সেন ) । ( ২ ) প্রাপ্ত্যৰ্থ : লাভার্থ। প্র—“হে ভবেশ স্তব তরে পাৰ্ব্বতীসুন্দরী করিলেন মহাধ্যান হিমাদ্রিশিখরে !”— গোলাবগুচ্ছ । ৩ । উপলক্ষে । প্র—“একটা বিশেষ কাজ ছিল তারই তরে এখানে আসা । ৪ । অবলম্বন ; ভরসায় ; আশায় । ৫ গৰ্ব্বে অহঙ্কারে ইত্যাদি। প্র— “যৌবন জোয়ারের বারি তার তরে তোর গুমর এত”—গান ৷ ৬ ৷ অবধি : পৰ্য্যন্ত : মত। প্র—"এখন সে সীতারে, এ জনমের তরে রাবণ-সাগরে বিসর্জন দিলেম ॥"—মদনমাষ্টার । ৭ । স্নেহে ; অনুরাগে : টানে : মঙ্গলার্থ: হিতার্থ। প্র—“আমি মরি তোমার তরে, তুমি আছ কি মুসারে, * * * * আমার ওষ্ঠাগত প্রাণ মন যোগাতে”–গোপাল উড়ে । ৭ । হেতু ; কারণে ; যুক্তিতে। প্র— "অজ্ঞান অবোধ ছেলে পিতৃ আজ্ঞা অবহেলে পিতে তারে, তার তরে করে কিহে পরিহার ”—বাং–গান । তরে তুি (পার হওয়া )ধাতুজ ] ক্রি, উদ্ধার পায় : ত্রাণ লাভ করে ; বঁাচে । প্র— “র্তার নামের গুণে পাপী তরে"—বাং-গান । ২ । পার হয় । ৩ । ( তোরে ) { তরির শব্দের সংক্ষেপ ] অস-ক্রি, তরিয়া ; উদ্ধার লাভ করিয়া । প্র—“ঐ নামে জগাই মাধাই তরে গেল ঐ নাম ক'রে সাধনা ৷"— বাং-গান । ৪ । পার হইয়া । প্র—“হরিবল মন, ভক্তিভরে বিপদসাগর যাবি তরে, ভবের শ্মশান থাকবে দূরে * * * ঘুচে যাৰে যমযাতনা ॥”—রাজকৃষ্ণ রায় । ৫ । বাচিয়া । १०२. তরো (তরে ) { আ—ম্বরং ] অ, প্রকার রকম। প্ৰ—‘কতই দিকে তুলছে কত কতই एठंब्रां श्ब्र” ।-८श्ष विना ।। २ । ७छ्वांश्च পাও ; বঁাচ । তরোবেতরো—অ, রকম রকম ; হরেক রকম ; নানাপ্রকার। প্র-লোকটা গলা থেকে তরোবেতরো মুর বাহির করিতেছে । उर्दी (उबूक) [ उर्क (क्उिर्क कब्र ) +थ (ভাবে, অল) ] বি, পুং, বিতর্ক ; বাদামুৰাণ । প্ৰ—“ভক্তিতে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর ।” —প্রবচন । ২ । যুক্তি ; বিচার । ৩ । স্কার শাস্ত্র। ৪ । কারণ : হেতু সন্দেহ : অনুমান । ৬ । উৎপ্রেক্ষা : প্রস্তুত বিষয়ে অপ্রস্তুত বিষয়ের কল্পনা । ৭। শঙ্কা [বিরল]। তর্কজাল (তবুকোজাল) বি, বহতর্ক । ২ । কুতর্ক ; কুটতর্ক। তর্কবিতর্ক (তবৃকোবিতরকে ) { তর্ক+বি ( বিপরীত) তৰ্ক ] বি, বাদামুবাদ : অমুকুল ও প্রতিকুল আলোচনা : বিচার বিতর্ক। তর্কবিদ্যা (তবৃকোবিদ্যা ) { তর্কের বিদ্যা ( ख्ळांन) श्झ यांशं श्ऊ, रश् ] ति, छौ, স্তায়শাস্ত্র । তৰ্কমুদ্রা (তকোমুদ্ৰা) বি. স্ত্রী, তন্ত্রশাস্ত্রোক্ত মুদ্রাবিশেষ । তর্করত্ব [ তর্ক (স্তায়শাস্ত্রে) রত্ন (শ্রষ্ঠ ) ] কৃতবিদ্য নৈয়ায়িকের উপাধি । তর্কশাস্ত্র (তরকোণাসূত্রো) বি, স্তায় শাস্ত্র : যে শাস্ত্রে মুক্তিদ্বারা বিচার করিতে শিক্ষা দেয় ; logic. তর্কাতর্কি [ তর্ক+আ (ব্যাপ্তার্থে)+তর্ক +ই (ভাবে) ] শাস্ত্রীয় বাদানুবাদ বা বিচার। প্র—"নিগম আগম মত পুরাণ সংহিত যত তর্কাতর্কি নানা মত করে ।”—অন্নদামঙ্গল । তর্কাভাস (শ,) [ তর্কের আভাস—৬তৎ] বি, পুং, কুতর্ক ; অকিঞ্চিৎকর যুক্তি । তর্কারী { চলিত “তরকারী” ] আনাজ। ২ । ব্যঞ্জন ৷ ৩ ৷ জয়ন্তী গাছ । তৰ্কিত (তোকিত) তৰ্ক (বিতর্ক কর)+ত ( কৰ্ম্মে, ক্ত ) যে বিষয়ে তর্ক করা হইয়াছে ] বিণ, আলোচিত . বিচারিত ৷ ২ ৷ অনুমিত । ৩ । উৎপ্রেক্ষিত । স্ত্রী, তর্কিতা I তর্কী (তে) তৰ্ক+ইন (অস্ত্যর্থে)—তর্কিন ১ম, ১ব ] বি, পুং, নৈরায়িক : তার্কিক । ২। বিণ. তর্ককারী। স্ত্রী, তর্কিণী। उयू (cङ) [ङ्कङ (cश्मन कत्व) +७ ( করণে ) কৃত=তর্ক, নিপাতন ] বি, স্ত্রী, সূত্রনির্মাণ q$ : dūrēl : a spindle. তকুপিণ্ড (তে) তিকুর পিও, ৬তৎ বিপুং, টেকোর নিম্নস্থ মৃৎপিও ; টেকোর বঁটুিল। ভপ তর্কেতর্কে [ অপভ্রংশে,—তৰুে ভঙ্কে, তকে তকে, তয়েতয়ে, টগেটগে (জ: ) ] ক্রি-বিণ, মনে মনে বিশেষ বিচার বিতর্ক করিয়া ; সতর্কভাবে ; সাবধানে ৷ ২ ৷ সন্ধান । প্র— "লোকটা অনেক দিন হ'তে তর্কে তর্কে থেকে একদিন তাকে হঠাৎ ধরে ফেলে। তক্ষু ( তোবৃথু) বি. পুং, তরক্ষু । তর্জন (তর্জন) [ তর্জ (ভৎসনা করা ) +অন ( ভাবে, অনটু ) ] বি. ক্লী, ক্রোধে গর্জন : ক্রোধপ্রকাশ ৷ ২ ৷ ভৎসনা : তিরষ্কার। প্র-"তর্জন করেন তারে ত্রিপুর সুন্দরী”—শিবায়ন । ২ । ভয়প্রদর্শন ৷ ৩ ৷ আস্ফালন । প্র— "গোধিক দেখিয়া বীর করয়ে - তর্জন । তোমারে পোড়ায়ে আজি করিব ভক্ষণ ॥"-কবিক । তর্জনী (তবুজোনি) [ তর্জ, (ভৎসনা করা ) +অন ( করণে—অন ) ঈপ, স্ত্রী, যাহা স্বারা তর্জন করা হয় ] বি, স্ত্রী, প্রদেশিনী : বৃদ্ধাঙ্গুষ্ঠের পার্থস্থ অঙ্গুলি । তর্জনীমুদ্র (তজোনিমুদ্ৰা) [ তর্জনী অঙ্গুলী দ্বারা রচিত যে মুদ্রা, ৩তৎ ] বি, স্ত্রী, তন্ত্রশাস্ত্রোক্ত অঙ্গুলীমুদ্রা বিশেষ । তর্জা । তর্জ (ধাতু) অর্জন করা অর্থে– তর্জা। উ-পু—তর্জি। ম-পু—তর্জ। প্রপু—তর্জে । অসক্রি—তজ্জিতে : তঞ্জিয় ] ক্রি, তর্জন করা : তিরস্কার করা । প্র— "সপের সমান গজ্জে গোফে তোলা দিয়া তর্জে বড় ক্ষেত্ৰী ব্যাধের নন্দন ৷”—কবিকঙ্কণ । তজ্জিত ( তোবৃজিত ) { তর্জ (ভৎসন করা ) +ত (কৰ্ম্মে—ত্ত) ] বিণ. ভৎসিত । ২ । তাড়িত ৷ ৩ । ভয় প্রদর্শিত । তজ্জিয়৷ (তোর্জিআ) তির্জন দ্রঃ অসক্রি, তর্জন করিয়া ; ভৎসনা করিয়া : তিরস্কার করিয়া। প্র—"নিষ্ঠুর বচনে বলে অর্জিয়ু কোটাল ৷”—কবিকঙ্কণ । তত্ত্বরিয়া, তৰ্ত্তরে (তবৃতোরিয়া, তোরে) एड्स (नैौञ्च, cवर्ण) षांडूछ श्ञ +ऽब्र ( অতিশয়ার্থে দ্বিত্ব ) +ইআ ( বিশিষ্টার্থে ) ] বিণ, অস্থির ; চঞ্চল : তত্তরে : তত্তড়ে। ২ । অচিরকারী ; শীঘ্রকারী ( দ্রঃ– গ্রাম্য—“তত্তরে সন্নিপাত”—অতিশয় চঞ্চল বা অস্থির ব্যক্তিকে বলা হয় ] । ৩ । [ ফ্রা, তবু (তাজা, সরস ) শব্দজ। তরুণ-তরু4ইআ] স্নিগ্ধ ; সরস : কচি ৷ প্ৰ—"লাউডগাটী বেশ তত্ত্বরিয়া” (পূর্ববঙ্গে] । তপণ (তরুপোন) [ গ্রা–তপন । তৃপ (তৃপ্ত হওয়া ) +শিচ,=তপি+অন ( ভাবে— अनप्ले ) ] दि, शै, यौगन ; छूक्षिजनन । ২ । [ করণে—অনটু ] পিতৃযজ্ঞ : পিতৃলোকের প্রীত্যর্থে জলদান । প্র-“তিনি