পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তেতে তেতেরিজ [ জমীঃ পরিঃ ] ৰি, কোন বক্র ভূমি বিভিন্ন অংশে বিভাগ পূর্বক জরীপ করিয়া তাহার ক্ষেত্রফল স্থির করাকে দোতেরিজা বা তেতেরিজা কহে । তেতো [সং—তিক্ত। গ্ৰ ] তিতা ; তিক্ত । গা তেতো করা—[ প্রাদে-গ্ৰা ] ক্রি, জ্বর হওয়া । প্র—"মোর কোলের ছেলেডার গ| তেতো তেতো করেগে|”—নীলদর্পণ । তেত্রিশ (তেৎত্বশ [সং—ত্ৰয়ন্ত্রিংশং পালি— তেত্তিংসতি ; হি—তৈতিশ ; প্রা-বাং— তেত্তিস। প্র—“তেত্তিস কোটা দেব, বসিলেন সব, গন্ধৰ্ব্ব কিন্নর ॥”—শূন্তপুরাণ ] বিণ, ৩৩ সংখ্যক ৷ ২ ৷ বি, ৩৩ সংখ্যা । তেথর (র) { সং—ত্রিস্তর ; পালি—তিথয় ] বি, তিন থাক ; তিন স্তবক ; তিন সার । ক্রি, তেথরি, রী—তিন স্তর বা সার করিয়া । প্র—“তেখরি বেষ্টিত তায় বান্ধে বনমাল|”— ঘনরাম । “চারিভিতে বেষ্টিত ফিরে বনচারী। সারি সারি তেথরী বেশরী হরি করি ॥”— ঘনরাম । তেন [ তদ (সেই) +তুতীয়া ১ বচন স্থানে এন ] তাদৃশ ; তেমন। প্র—“যেন রূপ তেন গুণ” —কবিক। ২ । তৎহেতু ; তাই । [ তেন আধু-বাং-য় কেবল। “যেন তেন প্রকারেণ" বা শুদ্ধ "যেন তেন" এই শব্দে ব্যবহৃত হয় । ●थ|-यां२-ग्न-श्शंद्र स<ल बादशंभ श्लि ] ।। ७ ।। সেই । ৪ । সঙ্গীতের অঙ্গবিশেষ । তেন| ( তান ) [ গ্রা । টেনা, টেনকি দ্রঃ } ৰি, জীর্ণবস্ত্র থগু : নেকড়া। প্র—"বনে থাক সাপ ধর তেনা পরিধান কর সদাই বেড়াও নদীতটে।”—চণ্ডীদাস। প্র—"দিলে না একটু তেন| লাজ লজ্জা রাখিলে ন! শরমে মারিবে আর কত অবলায় ।”—চন্দন । তেপান্তর ( তেপান্তর ) [ ত্রপান্তর শব্দজ ] ৰি, প্রান্তর : বিস্তীর্ণ ক্ষেত্র ; জনশূন্ত বিস্তীর্ণ মাঠ। প্র—তেপান্তরের মাঠ । তেপায় { সং—ত্রিপদ । হি—তিপায় । ইং— tripod l বিণ, তিন পা (পায়া, পদ) বিশিষ্ট I তেপালিতা, তেপালতে—ৰি বৃক্ষবিশেষ ; erythrine indica [ Carey. ] তেফড়কা, তেফড়েঙ্গা ( তেফড় ক ) [ ত্রিফলক শব্দজ ] বিণ, তিনটী ফলকবিশিষ্ট ; three forked. তেফল (ল) বি, মাদার ফল। তেম ( মূ) [ রূপান্তর—তাম, তুম্‌ ] বাঙ্গালা প্রত্যয়বিশেষ : উত্তম পুরুষ বুঝাইতে এই প্রত্যয় হয়, যথা—দেখিতেম, শুনিতেম, করিতেম, ইত্যাদি। প্র—"জানিতেম তপন হেরি বিকসে কমল।”—নিধুবাবু। তেমত, তেমতি, তেমন (তেমত, তামোত, তেমোতি, তামোন) { সং—তস্মিন=তহু মিন্‌ ৯২ ԳՀ:Տ =তেমিন=তেমন বা প্রা-বাং-তেমন্ত (প্রাকৃ, भ९=भख ) रुईrउ cउम९, cउमन ] वि१, সেইমত ; সেই প্রকার। প্র—“হৃদি সৗদতি আমার যেমতি তেমতি পড়ুক সে।”— চণ্ডীদাস । তেমতি (তেমোতি) [ তে (সং—ত্রি : প্রাকৃতে ; প্রা–সে ) তিন +মতি (হি—মোতি = মুক্ত: ) ]–তিনট মুক্তাযুক্ত ৷ ২ ৷ তেনর ; তিন সারি : তিন হালি। প্র—“গজমতি হীর পুতি দোমতি তেমতি ।”—ধৰ্ম্মমঙ্গল । তেমনি, তেমি [ তেমতি দ্রঃ ] ক্রি-বিণ, প্র—“তেমি মেয়ে কিনা আমি । খুব দশ কথা শুনিয়ে দিলেম ।”—অমৃত বসু । “তোমার পিতা মাত খেমি দাতা তেমি দাতা আমায় হলে ।”—রামপ্রসাদ । তেমা (তেমা) { প্রাদে ] বি, নিসিন্দা বৃক্ষ । তেয়াগ (তেআগ ) { ব্রজ । ত্যাগ শব্দের প্রাকৃত উচ্চারণ ] বি, ত্যাগ । ক্রি, তেয়াগি—ত্যাগ করি ; (২) ত্যাগ করিয়া । তেয়াগিব—ত্যাগ করিব। প্র—"বিরহ আনল মাহ তনু তেয়াগিব।”—বিদ্যাপতি । “লাজ ভয় তেয়াগিব, এ সাধ মোর পুরাইব সাগর ছেচে রতন নিব, কণ্ঠে রাখব নিশিनिtत ।”--दकिन । তেয়্যা [ গ্রা । তোয় দ্রঃ । তৈয়ার করিয়া— সংক্ষেপে ] অস-ক্রি, তৈয়ার করিয়া। প্র— “বনা করি বাঘ ছালে জাত৷ দিল তোয় । পাবকে ফেলিছে প্রেত চিতাঙ্গার বয়া ॥”— শিবায়ন । তের (ত্যারো ) { সং—ত্রয়োদশ, প্রাকু তেড়' শব্দজ ] বিণ, ১৩ সংখ্যক ৷ ২ ৷ বি, ১৩ এই সংখ্যা ! তেরছ (তেরছ) [পালি—তিরচ্ছে (তিরছ দ্রঃ) । হি—তীৰ্ছা—প্রাকৃ—তেরচ, । সং– তিৰ্য্যচ । উচ্চারণ ভেদে–তিরূছ, তেবুঢ়া, তেছি : ত্যাচা, ছা । তাড়চা | বিণ, বক্র ; বঙ্কিম : বাক তেড়ী। প্র—"চিকণ কালা, গলায় মালা, বাজন নূপুর পায়, চুড়ার ফুলে ভ্রমর বুলে তেরছ নয়ানে চায় ॥”—গোবিন্দদাস । তেরিজ (জ,) { মৃ ] বি, বৃদ্ধি : যোগ : | Addition, ২ । সঙ্কলন ৷ ৩ ৷ সমষ্টি অঙ্ক । তেরিমেরি [ হি—তের ( তোর ) মেরী ( মোর ) ] অ, স্বার্থ লইয়া গণ্ডগোল বা বকবকি। ২ । কড়া কথা বা কর্কশ বাক্য প্রয়োগ ; তুই মুই। প্র—“মোগলে রহিল ঘেরি সদা করে ডেরিমেরি রাঙ্গা আঁখি দেখি उश्च श्र३ि ।।”-यन्नभिष्टकाल । তেরিয়া [সং—তড় ( তাড়ন করা) ধাতুজ। তেডি=তেরি—য়া (অত্যর্থে)। তুল—লা— terrere = to frighten ) fin, মারমুখী s প্রহারোদ্যত : উগ্ৰমূৰ্ত্তি । তেলি তেরিয়ান (ন) [ তেরির দ্রঃ ] ৰিণ, উগ্রস্বভাব ; রগচটা ; ক্রুদ্ধ। ২। মারমুখী ; উদ্ধত। ৩ । [ ব্যঙ্গোক্তি ] মর্দ। প্ৰ—“টল্প গেয়ে তেরিয়ান উঠিলেন ফুলে।”—হেম বন্দ্যো। ৪ । তেজস্বী : তেজী । তেল ( ) [ তৈল শব্দজ ] ৰি, তিলসৰ্বপাদির নিৰ্য্যাস । ২ । [ ব্যঙ্গার্থে ] তোৰামোদ ; চাটু ব্যবহার। প্র—দিন রাত তাঁর পায়ে তেল দিয়ে দিয়ে নিজের কাজ হাসিল কল্পে । ( ২) রস : চকী ; মোটাই : দৰ্প : গৰ্ব্ব : বৃদ্ধি বা বাড। প্র—লোকটার এখন তেল হয়েছে । তেল ইওয়া-ক্রি, বেড়ে ওঠা : দৰ্প হওয়া ; তিলইয়ে ওঠা । তেল পড়া ( জল পড়৷ দ্রঃ ] মন্ত্রপূত তৈল। তেলকুচকুচে, তেলচুকচুকে—তৈল দ্বারা মন্থণ ও উজ্জ্বল। তেল মাখ|-অঙ্গে ভৈল মৰ্দ্দন করা। তেল মাখান ( নো ) অস্তের অঙ্গে তেল মাথাইয়া দেওয়া । তেলচাটা ( ) বি, তেলাপোকা । আপনার চরকায় তেল দেওয়া— নিজের কাজ করা, পরের কথায় না থাকা । তেলে বেগুনে [ ফুটন্ত তৈলে জল পড়িলে চডবড় চডবড় শব্দে জ্বলিয়া উঠে ; বেগুন ফেলিয়া দিলেও তাহার জলভাগের জন্য ঐরূপ হয় ] উত্তেজিত ; ক্রোধে অগ্নিশৰ্ম্ম । প্র—“কেহ কেহ তেলে বেগুনে জ্বলে উঠে” —টেকচাদ । “পত্ৰমৰ্ম্ম অবগত হইয়৷ "নিরক্ষর' জয়কালী তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন”—কলিকাল (শৈলেশ মজুমদার ) । তেলা—ৰিণ, তৈলাক্ত ৷ ২ ৷ মন্থণ ; পিচ্ছিল । ৩। চিকণ । ৪ শ্লেষার্থে) সম্পন্ন : প্রাচুর্য , বিশিষ্ট । তেলা মাথায় তেল দেওয়!—যাহার আছে তাহাকে আরও দেওয়া ৷ ২ ৷ তোৰামোদ করা । প্র— "তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ।”—কমলাকাস্তের দপ্তর । তেলাকুচ (তালাকুচা ) প্রাদে ] বি, বিশ্ব ফল । তেলাঙ্গা, তেলেঙ্গ [ ত্রৈলঙ্গ শব্দজ ] বিণ, ত্রৈলঙ্গ দেশবাসী : মান্দ্রাজী। ২ । [ পদ্মপুরাণ ( বিজয় গুপ্ত ) ] হৃষ্টপুষ্ট । ৩। পিপীলিকাবিশেষ । ৪ । ক্ষুদ্র জাতীয় বিষাক্ত সর্পবিশেষ। তেলাপোকা ( ত্যালাপোক ) বি, পতঙ্গ বিশেষ : আমুল । তেলি, তেলী { তৈলিক শম্ভুজ ] বি, তিলি জাতি। নবশায়ক জাতির অন্তর্গত একটী জাতি। ২ । তৈল ব্যবসায়ী। প্র—“কমঠ লইয়া পথে ধীবর চলি যায়। তৈল লৰে তৈল লৰে তেলিরা বোলয় ॥"—কবিক । স্ত্রী, তেলিনী।