পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে У о о তাহার মানসিক যাতনার পরিমাণ দেখি? অরুণের যন আবার দ্বিধাগ্রস্ত হইয়া উঠিল, তাহার মনে হইল হয় ত-ব যথার্থ-ই কি একটা ঘটিয়াছে—তয়ত-বা সে সত্য ঘটনাষ্ট বিধৃত করিতেছে । আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, কে এ-কথা প্রমাণ করলে ? কে ? গোলক চাটুযো। ই, সে-ই । কি আমাকে সে বলেছিল জানো ? জানো না? আচ্ছা, থাক্ তবে সে-কথা । মা আমাকে সম্প্রদান করতে বসেছিলেন, আমার ঠাকুরম চুপ করে দাড়িয়েছিলেন। এমনি সময়ে মৃত্যুঞ্জয় ঘটক দু’জন লোক সঙ্গে নিয়ে উপস্থিত হ’লো । একজন তাকে ডেকে বললে, তাগাদf", "মাদের চিনতে পারে? একজন আমার মাকে দেখিয়ে বললে, সু:ি ছেলে: বিয়ে দিয়ে এই বামুনের মেয়ের জাত মেরেচে।--আবীর কেন নাতনীর বিয়ে দিয়ে এদের জাত মারচো ? তার পর বাবাকে আঙুল দেখিয়ে সবাইকে ডেকে বললে, তোমরা সবাই শোনে, এ যাকে তোমরা পরম কুলীন প্রিয় মুখুয্যে বলে জানে—ম নামনয়; সে হিরু নাপিতের ছেলে । অরুণ বলিয়া উঠিল, এ-সমস্ত তুমি কি বকে যাচ্ছে সন্থ : কিন্তু সন্ধ্যা বোধ করি এ প্রশ্ন শুনিতেই পাইল না....জেঃ কথার সূত্র ধরিয়া বলিতে লাগিল, মৃত্যুঞ্জয় ঘটক গঙ্গাজলের ঘটট। ঠাকুরমার সামনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, বলুন সত্যি কি না ? বলুন ও কার ছেলে ? মুকুন্দ মুখুয্যের, না হিরু নাপিতের ? বলুন ?...অরুণদা ? আমার সন্ন্যাসিনী ঠাকুরমা মাথা হেঁট করে রইলেন, কিছুতেই মিথ্যে বলতে পারলেন না। ওগো ! এ সত্যি, এ সত্যি, এ ভয়ঙ্কর সত্যি ! সত্যিই আমাদের তোমর যা বলে জানতে তা আমরা নই। তোমার সন্ধ্যা বামুনের মেয়ে ||