পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক:মুনের মেয়ে এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল। উভয়েই বুিল্ফারিত-নেত্রে সঙ্গদিকে চাহিয়া 'রহিলেন এবং অবসর বুঝিয়া ছলে-মেয়েটাও তাহার ছাগল-ছােনা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিলেন, দেখলি ত জগো, তোর মেয়ের তেজ ! শুনলি ত কথা ! বলে পাতানে মার্সি! কুলীনের ঘরের মেয়ে, তাই। নইলে, বিয়ে হলে এ বয়সে যে পাচ-ছ ছেলের মা হতে পারত। পাতানো মাসি—শুনলি ত ! জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেও একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, ই জগে, শুনলুম নাকি অমৰ্ত্ত । চক্কোত্তির ছেলেটাকে তোরা আজও বাড়ীতে ঢুকতে দিস্ ? বলি, কথাটা কি সত্যি ? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন : রাসমণি বলিতে লাগিলেন, আমি ত সেদিন পুলিনের মায়েব সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম, সে মেয়ে জগদ্ধাত্রী-আর কেউ নয় । হরিহর বাড়ুৰ্য্যেমশায়ের নাতনী রামতনু বাড়ুয্যের কন্যা। যারা শৃদ্ধর বলে কায়েতের বাড়ীতে পর্য্যস্ত পা ধোয় না। তারা" দেবে ঐ মেলেচ্ছ ছোড়াটাকে উঠোন মাড়াতে ! তোরা বলচিস্ কি ? এই হিতৈষিণীর দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেচ মাসি, তবে কি জানে মা, ছেলেবেলা থেকেই ওর আসা-য: য়া আছে, গ্রামকে খুড়ীমা বলতে অজ্ঞান, তাই কালে-ভদ্রে কখনো আসে ত মুখ-ফুটে বলতে পারিনে, অরুণ তুমি আর আমার বাড়ীর মধ্যে ঢুকে না । মা-বাপ নেই, বাছাকে দেখলেই কেমন যেন মায়া হয়। A.