পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చి বামুনের মেয়ে গেছে—নাওয়া-খাওয়া করবিনে ? পরশু সবে পথ্যি করেচিস্, আবার কিন্তু পিত্ত্বি পড়ে অসুখ তবে তা বলে দিচ্ছি। সন্ধ্যা দাত দিয়া বাড়তি সূতাটা কাটিয়া ফেলিয়া কহিল,বাবা যে এখনো আসেননি মা । - তা জানি। কেবল বিনি-পয়সার চিকিচ্ছে সারতে কত বেলা হবে সেইটে জানিনে। আর বেশ ত, আমি ত আ%ি, তার উপোস করে থাকবার দরকারটা কি ? সন্ধ্যা নীরবে কাজ করিতে লাগিল, জবাব দিল না ! মা প্রশ্ন করিলেন, সেলাইট কিসের হচ্ছে শুনি ? মেয়ে অনিচ্ছুক অফুট-কণ্ঠে কহিল, এই ছ:ট। বাতাম পরিয়ে দিচ্ছি। তা জানি মা, জানি। নইলে আমার কাপড়খানা সরে রাখতে বসেচিস্ কি না, তা জিজ্ঞেস করিনি; কিন্তু কি বাপ-সাগগীই হয়েচিস্ সন্ধ্যে, যেন পৃথিবীতে ও আর কারও নেই। কোথায় একটা বোতাম নেই, কোথায় কাপড়ের কোণে একটু খোচা লেগেচে, কে { পিরানটায় একটু দাগ ধরেচে, জুতো-জোড়াটার কোথায় এক-রতি সেলাই কেটেচে —এই নিয়েষ্ট দিবারাত্তির আছিস, এ-ছাড়া সংসারে আর যেন কোন কাজ নেই তার। সন্ধ্যা মুখ তুলিয়া একটুখানি হাসিয়া কহিল, বাবার যে কিছু নজরে পড়ে না মা । জবাব শুনিয়া মা খুসি হইলেন না, বলিলেন, পড়বে কি করে,— বিনি-পয়সার ডাক্তারিতে সময় পেলে ত! বলি, ফুলে মাগীরা গেল ? যাবে বই কি মা । কিন্তু সে কবে ? ছোয়া-হাপা করে জাত-জন্ম ঘুচে গলে, তার পরে ? আবার যে বড় ছুচে সূতা পরাচ্ছিস্ ! উঠবিনে বুঝি ?