পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వె পূfমুনেল মেয়ে TSBBBBB S BB BBB BS gB BBBS SS SBBB S এ্যাগ নস্ ! এপিস্ ! হু-—তার পরে ? তার পর আর কি ঠাকুরমশাই, কাল থেকেই বেদমায পা ফেলতে পরিচিনে । এই বলিয়া লোকটা উৎমুক-চক্ষে একবার সন্ধারে মুখের প্রতি চাহিয়া নিশ্বাস ফলিল । সন্ধ্য তাড়াতাড়ি কহিল, বেলা হয়ে যাচ্ছে, একটু আরনিকা--- আঃ—থাম না সন্ধ্যে। কেস্ট ষ্টাডি করতে দে না । সিমিলিয়া সিমিলিবস্ ! রেমিডি সিলেক্ট করা ত ছেলেখেলা নয় । বদনাম হয়ে যাবে। স্থ, তার পরে ? বেদনাটা কি-রকম বল দেখি বামময় ? আজ্ঞে, বড্ড বেদনা ঠাকুরমশাই । আহা তা নয়, তা নয়। কি-রকমের বেদনা ?. বর্ষপবং না মর্ষণবৎ ? সূচীবিদ্ধবৎ না বৃশ্চিক-দংশনবৎ কম কন করছে, ন! ঝন ঝন করচে ? আজ্ঞে হা, ঠাকুরমশাই, ঠিক ওই-রকম কর৮ে । তা হলে ঝন ঝন্‌ করচে । ঠিক তাই । তার পরে ? তার পরে আর কি হৰে ঠাকুরমশাই, কান্স থেকে ব্যথায় মরে যাচ্ছি— থামো, থামো ! কি বললে ? মরে যাচ্ছো ? রামময় অধীব হইয়া উঠিয়াছিল, কহিল, তা বষ্ট কি মুখুয্যেমশাই। খুঁড়িয়ে চলচি, পা ফেলতে পারিনে—আর মরা নয় ত কি ! তা ছাড়া, ছোড়াগুলো যে বজাত-কথা শোনে না, বারণ মানে না—ওই তক্তাখানা নিয়েই তাদের যত খেলা । আবার কানদিন হুয়ত আধারে পড়ে মরবো দেখতে পাচ্ছি। যা হয় একটু ওষুধ দিয়ে দেন ঠাকুরমশাই-ভারি বেলা হয়ে গেল ।