পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে ૨ર জগদ্ধাত্রী কিছুমাত্র শান্ত হইলেন না, বরঞ্চ অধিকতর উত্তপ্ত-কণ্ঠে বলিতে লাগিলেন, এ কে নিয়ে আর ত আমি পারিনে সন্ধ্যে, হয় উনিই কোথাও যান, না হয় আমিই কোথাও চলে বার বার বলে দিলুম, ভট্চাযিামশাই আসতে পারবেন না, ত:ঞ্জ একটু সকাল সকাল ফিরে । তবু এই বেলা—ঠাকুরের মাথায় কটু জল পৰ্য্যস্ত পড়তে পেলে না—তা ছাড়া কাল রাত্তিরে কি করে এসেচে জানিস্ ? বিরাট পরামাণিকের স্বদের সমস্ত টাক। মকুফ করে একেবারে রসিদ দিয়ে এসেচে । সন্ধ্য আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বলিল, কে বললে মা ? কেন, বিরাটের নিজের বোনই বলে গেল যে। ভাজকে নিয়ে সে পুকুরে নাইতে এসেছিল : সন্ধ্য একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, ভাই-বোনে তাদের ঝগড়া মা, হয়ত কথাটা সত্য নয় । মা রাগিয়া বলিলেন, কেন তুষ্ট সব কথা ঢাকতে যাস বল দিকি সন্ধ্যে ? জর বলে বিরাট নাপতে ডেকে নিয়ে গেছে, ওষুধ খেয়েচে, ধন্বন্তরি বলে পায়ের ধূলো নিয়েচে, জমিদার বলে, গৌরী সেন বলে হাজ চুলকে দিয়েছে—তারা বলে আর হুসে লুটোপুটি ! টাকা যাক, কিন্তু মনে হ’লে যেন আর ঘরে ফিরে কাজ নেই -ওষ্ট কলসীটাই আঁচঙ্গে জড়িয়ে পুকুরে ডুবে মরি। আজকাল যেন বড্ড বাড়িয়ে তুলেচে সন্ধ্যে,—আমি সংসার চালান্ট বা কি করে বল দিকি ! কত টাকা মা ? কত। দশ-বারো টাকার কম নয় বললুম। একমুঠে। টাকা কিনা স্বচ্ছন্দে– কথাটা তাহার সমাপ্ত হইতে পাইল না । প্রিয়বাবু আর্দ্রবস্ত্রে ব্যতিব্যস্তভাবে বাড়ী ঢুকিতে ঢুক্যিন্ত চেচাইয়া ডাকিলেন, সন্ধে