পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w9) বামুণের মেয়ে দুর্গ, রাম রাম ! সকালবেলায় ও-কথা কি মুখে উচ্চারণ করতে আছে হে চোঙদার । জাতে স্লেচ্ছ, ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান নেই -- তা হাজারদশেক টাকা মারবে বলে মনে হয়, না ? চোঙদার কহিলেন, বেশি ! বেশি । গোলক বলিলেন, লড়াইটা বেশিদিন চললে ব্যাটা দেখচি লাল হয়ে যাবে । তাই ত হে ! চোঙদার কহিলেন, নিঃসন্দেহ । তবে, বহুত টাকার খেলা— একসঙ্গে জোটাতে পারলে হয়। গোলক কহিলেন, কনটাক্টো দেখিয়ে কর্জ করবে—শক্ত হবে কেন ? চোঙদার মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, তা বটে, কিন্তু পেলে হয়। আমাকে বলছিল কি-না। e খবর শুনিয়া গোলক উৎসুক হইয়া উঠিলেন, জিজ্ঞাসা করিলেন, বলছিল নাকি ? সুদ কি দিতে চায় ? চোঙদার কহিলেন, চার পয়সা ত বটেই। হয়ত— এই “হয়ত’টাকে গোলক শেষ করিতে দিলেন না । রাগ করিয়া বলিলেন, চার পয়সা ! টাকায় টাকা মারবে, আর স্বদের বেলায় চার পয়সা । দশ আন ছ আনা হয়ত, না হয় একবার দেখা করতে ব’লো । চোঙদার আশ্চৰ্য্য হইয়াই জিজ্ঞাসা করিল, টাকাটা আপুনিষ্ট দেবেন নাকি সাহেবকে ? কথাটা কিন্তু জানাজানি হয়ে গেলে— মুহূৰ্ত্তে গোলক নিজেকে সাবধান করিয়া লইয়। একটুখানি শুষ্ক হস্তি করিয়া বলিলেন, রাধামাধব ! তুমি ক্ষেপলে চোঙদার ? বরঞ্চ পারি ত নিষেধ করেই দেবো। আর জানাজানির মধ্যে ত তুমি আর আমি । কিন্তু তাও বলি, টাকা ধার ও নেবেই, নিয়ে বীপের /া-মে—৩