পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ex বামুনের মেয়ে এসে তোমার এখানে লুকিয়ে এসেচি। আমাদের একটা মান রাখবে অরুণদা ? অরুণ বিস্মিত হইয়া বলিঙ্গ, মান ? তোমাদের ? নিশ্চয় রাখব সন্ধ্যা । তা আমি জানতুম, বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, বাবার কাছে শুনলুম এ ক'দিন তুমি কাজে যাওনি, বাড়ী থেকে পর্যন্ত বেরোওনি—কেন শুনি ? আমার শরীর ভাল নেই। সন্ধ্যা কহিল, না থাকা আশ্চৰ্য্য নয়, কিন্তু তা নয়। বাবা তা হলে সকলের আগে সেই কথাটাই বলতেন । অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল, কারণ আমি জানি অরুণদা। কিন্তু আমাদেৰ বাড়ীতে তুমি আর কখনো যেয়ে না। o অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না--শুধু কেবল তোমাদের বাড়ীতে নয়—এ গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাবে কি না, যেথায় বিনা-দোষে মানুষ মানুষকে এত হীনভাবে, এত লাঞ্ছিত করে না—আমি সেই কথাই দিন-রাত ভাব”চ/ সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে ? অরুণ বলিল, জন্মভূমিষ্ট ত আমাকে ত্যাগ করচে সন্ধা। আজ তোমার কাছেও আমি এমন অশুচি হয়ে গেছি যে, , তামাকেও মুখের পান ফেলে দিতে হ’লো। এই ঘৃণা সয়েও কি আমাকে তুমি এই গ্রামে থাকতে বল ? সন্ধ্যা নিরুত্তরে অধোমুখে দাড়াইয়া রহিল। অরুণ কহিল, আচারের নাম দিয়ে এই চিরাগত সংস্কার তোমাদের মনটাকে হয়ত আর স্পর্শ পৰ্য্যস্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মামুযের হাত ।