পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে ፃ: আছে বৌদিদি ! আহা! বুড়ী যেন কেবল হা-পিত্যেশ করে তোমার পথ চেয়ে আছে ! জ্ঞানদা কেবল যেন কলের পুতুলের মত তাহার পূর্বে কথাটাই আবৃত্তি করিতে পারিল । কহিল, উনি বললেন পাঠাবেন আজই ? বৃদ্ধ মাথা নাড়িয়া কহিল, হা মা, আজই বই কি ! থাকবার ত যো নেই। কিন্তু সৌদামিনী বিরক্ত হুইয়া উঠিতেছিল, তাহার কণ্ঠস্বরে তাহা অ প্রকাশও রহিল না। কহিল, শোনে কথা একবার : শাশুড়ী মরে—যার ঘরের বে। তিনি নিজে এসেচেন নিক্তে--- পাঠাবে না শুনি ? তা ছাড়া আর থাকাই বা এখানে কিজন্তে ? ভালো, তোমার ভগ্নীপতিকে জিজ্ঞেস করেই না হয় পাঠাও না বৌদিদি ? কিন্তু পাঠাইতে হইল না। বোধ করি কাছেষ্ট কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন, খটু খট্‌ করিয়া আসিয়া উপস্থিত হইলেন। ভাবটা র্তাহার অত্যন্ত ব্যস্ত । বুদ্ধকে দেশ করিয়া কহিলেন, না, মুখুয্যেমশাই, বসে গল্প করলে চলবে না । বেলা বেড়ে যাচ্ছে, স্বানাহ্নিক সেরে আহারাদির পরে একটু বিশ্রাম করে বিরুতেই সময় হয়ে যাবে । ওদিকে আবার বারবেলা পড়বে । বিলক্ষণ ! পাঠাতে আপত্তি ! আমাদের না হয় একট কষ্টই হবে, তা বলে— সে কি কথা ! শাশুড়ীঠাকরুণের অত-বড় ব্যারাম, আমার যে সহস্ৰ ঝঞ্ঝাট—এতটুকু ফুরসৎ নেষ্ট, নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে আসতাম। চিঠি কি একটাও পেলাম! তা হলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয় । পিয়ন বেটারা সব হয়েচে—, কালী কোথায় গেলি ? ভুলোকে না হয় এইখানেই বল না এক কলকে তামাক দিয়ে যেতে। নিন মুখৰোমশাই, অর দেরি নয়, উঠন। জ্ঞানদা, একটুখানি চট্‌পট্‌ নাও দিদি-ওদিকে আবার