পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 。 বামুনের মেয়ে স্নানের পথে অরুণকেও দেখলাম। এমন সোনার চাদ ছেলেকে তোমার পছন্দ হ’লো না বোমা ? জগদ্ধাত্রী বিশেষ খুসি হইলেন না, বলিলেন, কিন্তু কেবল পছন্দই ত সব নয় মা ? শাশুড়ী বলিলেন, নয় মানি ; কিন্তু ফিরে এসে সন্ধার কাছে তার কথা পেড়ে একটু একটু করে যতটুকু পেলাম ভাগেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগল। ই বেীমা, মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না ? চোখে তাহার বহুদিন পড়িয়াছে, কিন্তু স্বীকার করা য একেবারে অসম্ভব। বরঞ্চ সভয়ে এদিকে-ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন, কাজ-কৰ্ম্মের বাড়ী, কেউ যদি এসে পড়ে ত শুনতে পাবে, মা । শাশুড়ী আর কিছু বলিলেন না, কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিলেন, আচ্ছা মা, তুমি কি করে এমন কথা বল ? তোমার এতবড় কলের মর্য্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখবে বল ত ? তা ছাড়া, তার ত জাতও নেই । যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেচে, এ-কথাটা কি তোমাকে তারা বলেচে ? জগদ্ধাত্রী মনে করিলেন, ইহার পরে অrর কাহালও বলিবার কিছু থাকিতেই পারে না ; কিন্তু শাশুড়ী ঘাড় নাড়িয়া কহিলেন, বলেচে বৈ-কি। কিন্তু তার কিছুই যায়নি বেীমা, সমস্তই বজায় আছে । কেবল তাপ বিদ্যা-বুদ্ধির জন্তোই বলfচনে । ঠাFজাত বলে যে অনাথা মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, সে তাদেরই বুকে তুলে নিলে। তার জাত ভগবানের বরে অমর হয়ে গেছে বেীমা, তাকে আর মানুষ মারতে পারে না । জগদ্ধাত্রী মনে মনে কুপিত হইয়া বলিলেন, অনi বগেষ্ট কি