পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*● বামুনের মেয়ে এবার শাশুড়ীও বধূর রুক্ষ কখায় বিশেষ কর্ণপাত করলেন না। নাতিনীর প্রশ্নের জবাবে বলিলেন, কিছু একটা দীর্ঘদিন ধরে কেবল চলে আসচে বলেই তা ভাল হয়ে যায় না দিদি, সম্মানের সঙ্গে হলেও না । মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার ক•ে নিতে হয়। যে মমতায় চোখ বুজে থাকতে চায় সে-ই মরে । আমার সকল কথা কাউকে বলবার নয় ভাই, কিন্তু এ নিয়ে সমস্ত কামটাই নাকি আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েচে । পুলিতে বfলন্তে র্তাহার গলা যেন ভিতরের অব্যক্ত যাতনায় বুজিয়া আসিল । সন্ধ্যা তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয় আস্তে আস্তে বলিল, থাক্ গে ঠাকুরম এ সব কথা। তিনি অন্ত হাত দিয়া পৌত্রীকে বুকের কাছে টানিয়া লইয়া নীরবে আপনাকে আপনি একমুহূৰ্ত্তেষ্ট সম্বরণ করিয়া ফুলিলেন, তার পর সহজকণ্ঠে ধীরে ধীরে বণিতে লাগিলেন, সন্ধা, দশের রাজ্ঞা একদিন শুধু গুণের সমষ্টি ধরেই বাহ্মণকে কৌলীন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন,তার পরে আবার এমন ছুদিনও এসেছিল যেদিন এই দেশেরই রাজার আদেশে তাদেরই বংশধরদের কেপল দোমের সংখ্যা গণনা করেষ্ট মেলবদ্ধ করা হয়েছিল। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল ক্রটি এবং অনাচারের উপর, তার ভিতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তা হলে আজ যে বস্তু তোমাদের " মুগ্ধ করে রেখেচে, শুধু কেবল সেই কুল নয়—ছোট-জাত বলে যে ছলে-মেয়ে হুটোকে তোমরা তাড়িয়ে দিলে, তাদেরও ছোট বলতে তামাদের লজ্জায় মাথা হেঁট ত’তো । জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না রিয়া উঠিয়া চলিয়া গেলেন, কিন্তু সন্ধ্যা চুপ করিয়া সেইখানেই বসিয়া রহিল । তাহার মনে হইতে লাগিল, তাহার সত্যবাদিনী সন্ন্যাসিনী পিতামহী