পাতা:বালক শিক্ষার্থ লঘু পাঠ সংযুক্ত বঙ্গভাষার বর্ণমালা.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১৩ ]

কচ
কিন্তু
খাদ
গড়
ঘটা
ঘোড়া
চাকা
ছুটি
জন্ম
ঝাড়ু
ঠাট্টা
ডেলা
ঢেরি
তাহা
থালা
দণ্ড
ধনী
নিদ্রা

কট
কিমু
খাদ্য
গর্ব্ভ
ঘড়া
চক্র
চাল
ছুতা
জমা
ঝোলা
ঠেঁটা
ঢিলা
ঢোল
তিনি
থালী
দেনা
ধর্ম্ম
নিন্দা

কথা
কেহ
খেই
গল্পও
ঘড়ী
চক্ষুঃ
ছড়ী
ছুরি
জয়
টাকা
ঠেষা
ঢেউ
তক্তা
তুমি
থাম
দয়া
ধূলা
নিশা

কর্ত্তা
খণ্ড
খেলা
গলী
ঘুঘু
চঞ্চু
ছবি
জগৎ
জ্ঞানী
টাটী
ডাঁড়ী
ঢেঙ্গা
তথ্য
থল্যা
দংশ
দশ
ধোপা
নীপ

কর্ম্ম
খঞ্জ
গঞ্জ
গাধা
ঘৃণা
চন্দ্র
ছিদ্র
জন
ঝড়
টিক
ডিঙ্গি
ঢেরা
তাঁরা
থানা
দড়ী
দ্রব্য
ধৌত
নীর