পাতা:বিক্রমশিলা.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( q ) এই দুৰ্গম পথটা আমাকে একলা প্ৰাণটী হাতে করে নিয়ে যেতে হয়, তবেই বলতে হবে “যদি তোর ডাক শুনে কেউ না আসে \Ö(K cểKệỡi bč (3 | একলা চল, একলা চল ५é<ठा 5० Uद्र | ** যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা ও তুই রক্তমাখা চরণ তলে একলা দলরে ।” রাজা ব্যস্ত হয়ে বল্লেন-“সে কি, আপনি একলা যাবেন কেন ? আপনি যাবেন রাজপ্ৰতিনিধি হয়ে বিক্রমশীলার মঠে যেখানে মহাপণ্ডিত দ্বীপঙ্কর নিজের সাধনায় মগ্ন আছেন । আপনার সঙ্গে লোক লাস্কর সিপাই শাস্ত্রী সব দোব, আপনি তাদের কৰ্ত্তা হয়ে ভারতে যাবেন। পাথেয় যা কিছু দরকার, সে সব ও উপহারের জন্য টাকা কড়ি সব রাজকোষ থেকে পাবেন । আর মন্ত্রী যানের ও সব ব্যবস্থা করে দেবেন।” এই বলে রাজা একটু চুপ করলেন, ফের বলতে আরম্ভ করলেন-“পণ্ডিতজী, আপনার ওপর গুরুভারই অৰ্পণ করা হয়েছে, আশা করি আপনি ভগবান তথ্যাগতের কৃপায় সে কৰ্ত্তব্য পালন করতে পারবেন। আপনি মহাভিক্ষু দীপঙ্করের সঙ্গে দেখা