পাতা:বিক্রমশিলা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( SW ) ওত লামার চেয়েও বিদ্বান। বল দেখি পথে কি কি তীৰ্থ আমরা দেখেতে পাব।” “যদি আমরা নেপালের মধ্যে দিয়ে যাই, তা হলে ভগবান তথাগত যেখানে জন্মেছিলেন-সেই লুম্বিনী উদ্যান, যেখানে তিনি বাল্যকাল কাটিয়েছিলেন সেই সব তীর্থ দেখতে পাব। একটু চেষ্টা করলে ভারতে পৌছে সারানাথ-যেখানে বুদ্ধদেব ধৰ্ম্মচক্ৰ প্ৰবৰ্ত্তন করেন আর কুশীনগর যেখানে তিনি নির্বাণলাভ করেন সে তীৰ্থও দেখতে পাব। আর যেখানে আমরা যাচিছ সেই বিক্রমশীলার মঠও কম বড় তীর্থ নয়।” “বিক্রমশীলার মঠটি কোথায় ?” “বিক্রমশীলা সম্বন্ধে সব খবরই আমাদের সরদার জানেন, র্তাকে জিজ্ঞাসা করলে অনেক কথা জানতে পারবে । তিনি সেখানে অনেকদিন ছিলেন।” তখন সবাই দলের সরদার ভিক্ষুকে জিজ্ঞাসা করল“আপনি না। এর আগে বিক্রমশীলায় একবার গিয়েছিলেন ?” তিনি বল্লেন-“হা, অনেকদিন আগে আমি সেখানে গিয়েছিলাম।” “তবে আমাদের সেখানকার সম্বন্ধে গল্প বলুন।” তিনি বলতে লাগলেন-“আমি তখন গিয়েছিলুম ছাত্রভাবে। আমার সঙ্গে আরও কজন ছেলে তিববত থেকে গিয়েছিল। उथन खात्रांभद्रा नडून ख्रिश्नू इब्र,ि उाँग्रे चांभांद्र ऐश्नांश श्त्रि যথেষ্ট। সেই উৎসাহের জোরে পথের এই অসংখ্য ভয়, বিপদ