পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী O গিয়ে এই মাত্র ফিরে আসূচি। তোমরা বল, কার হস্ত হতে তোমাদের পরিত্রাণ করতে হবে । রম্ভ —অস্বরগণের গৰ্ব্বিত আক্রমণ হতে । রাজা –গৰ্ব্বিত অমুরেরা তোমাদের কি কোন অনিষ্ট করেচে ? মেনকা —শুমুন মহারাজ ! অন্তের কঠোর তপে ভীত সেই মহেঞ্জের যিনি সুকুমার অস্ত্র-স্বরূপ, রূপ-গৰ্ব্বিত লক্ষ্মীর যিনি প্রত্যাখ্যান স্বরূপা, এবং যিনি স্বগের অলঙ্কার—সেই আমাদের প্রিয়সখী উৰ্ব্বশী চিত্ৰলেখাকে সঙ্গে করে কুবের-ভবন থেকে ফিরে আসছিলেন, এমন সময় হিরণ্যপুরবাসী কেশী দৈত্য হঠাৎ এসে তাদের বন্দী করলে । রাজা –সেই দম্বা কোন দিক দিয়ে গেছে তা কি জান ? অঙ্গ –পূৰ্ব্বোত্তর দিক দিয়ে । রাজা –আচ্ছা, তোমরা বিষন্ন হয়ে না । আমি তোমাদের সখীকে ফিরিয়ে আনবার চেষ্টা করচি । অঙ্গ –(সহৰ্ষে ) এ কাজ চন্দ্রবংশীয় রাজাদেরই উপযুক্ত বটে। রাজা –কোথায় তোমরা আমার জন্ত প্রতীক্ষা করবে ? অঙ্গ।—এই হেমকুট-শিখরে । রাজা –সারথি । শীঘ্র ঈশান-দিকে অশ্বদের চালাও । সার -যে আজ্ঞে । ( তথা করণ ) রাজা –( রথ-বেগ দেখিয়া ) সাধু সাধু ! এরূপ রথবেগ হলে—ইন্দ্র-শক্ৰ দৈত্যের কথা দূরে থাক—মগ্রগামী গরুড়কেও ধরতে পারা যায়। দেখ ঃ– রথ-অগ্ৰে মেঘ-রাশি,চুর্ণ হয়ে ধূলি-জালে হয় পরিণত, চক্র-অর-গুলি-মাঝে, ভ্রম হয় আরো যেন । আছে আর কত ।