পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাগণ ।—( দেখিতে দেখিতে ) ওমা ! একি ? চিত্ররখ যে !

  • .

চিত্ররথের প্রবেশ । চিত্ররথ —(রাজাকে দেখিয়া বহমান সহকারে) আমাদের কি সৌভাগ্য! আপনি নিজ বিক্রম-প্রভাবে আমাদের প্রভূর মহোপকার সাধন করেছেন । রাজা —একি ! গন্ধৰ্ব্বরাজ যে ! ( রথ হইতে নামিয়া ) এসে সখী এগো । ( পরস্পর করম্পর্শ করিয়া ) চিত্র।—দেখ সখী ! কেশি দৈত্য উৰ্ব্বশীকে হরণ করেছে নারদের মুখে শুনে ইন্দ্র তাকে ফিরিয়েআনবার জন্ত গন্ধৰ্ব্বসেনাকে আদেশ করেন । তার পর বিমানচারীদের মুখে :– জয়-বাৰ্ত্তা শুনি তব, রাজন হয়েছি আমি হেথা উপস্থিত । উ"হারে লইয়া সঙ্গে ইন্দ্র-সাথে দেখা করা তোমার উচিত। বাস্তবিক, আপনি ইন্দ্রের মহোপকার সাধন করেছেন। দেখুন-- পূৰ্ব্বে নারায়ণ মুনি, ইন্দ্রতরে উৰ্ব্বশীরে করেন স্বজন । উদ্ধারিয়া দৈত্য হতে, আপনি হলেন তার স্বহৃদ এখন ॥ বাজা –না সখা, তা নয় । দেখ ৪— ইন্দ্র-অনুগত লোক শক্ররে যে করে পরাভব ইন্দ্রেরি মহিমা সেতো - —সেতো সখা তাহারি গৌরব ।