পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ বিক্রমোর্কশী । রাজা –কিন্তু তুমি তো তা পেয়ে থাকো । বিদু —আপনিও শীঘ্ৰ পাবেন। রাজা –সখী ! আমার তাই মনে হচ্ছে । চিত্র –ওলো অসন্তুষ্টে ! শোনলো শোন । বিদু –কি মনে হচ্চে ? রাজা – রথ-কম্পে নিপীড়িত স্কন্ধ মোর স্বন্ধেতে তাহার । এ অঙ্গই শুধু কৃতী, অন্ত অঙ্গ ধরণীর ভার ॥ চিত্র -তবে আর এখন বিলম্ব করচ কেন ? উৰ্ব্ব –(সহসা নিকটে আসিয়া) ওলো ! এই দ্যাখ, আমি সন্মুখে এসেছি, তবুও মহারাজ উদাসীন। চিত্র –( সম্মিত ) অতি ব্যস্ততার দরুণ তোর মায়া-আচ্ছাদনটি এখনও যে ছাড়ি নি। নেপথ্যে —এই দিকে ঠাকুরাণি, এই দিকে ! সকলে –(কর্ণপাত ) উৰ্ব্ব —( সখির সহিত বিষg ) বিদু –কি সৰ্ব্বনাশ! দেবী এসে উপস্থিত। এখন আপনি চুপ করে থাকুন—কথা কবেন না । রাজা –তুমিও দেখো, তোমার আকার-ইঙ্গিতে কিছু যেন প্রকাশ না হয় । উৰ্ব্ব —এখন কি করা যায় ? চিত্র –ভাবনা কিসের ? আমরা তো এখন অদৃশ্য। রাজমহিষীও দেখছি ব্ৰত-বেশে আছেন—তাই মনে হচ্চে, এখানে অধিকক্ষণ থাকৃবেন না ।