পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । So দেবী ও র্তাহার সহিত উপহার-হস্তে পরিজনের প্রবেশ । দেবী –( পরিক্রমণ ও অবলোকন করিয়া ) দেখ নিপুণিকে ! রোহিণীর সঙ্গে মিলন হয়ে ভগবান চন্দ্রের আরও কত শোভা হয়েছে । দাসী—মহারাজের সহিত মিলন হলে দেবীকেও আরও স্বন্দর দেখাবে । বিদু —(দেখিয়া) দেখুন মহারাজ, আমি বুঝতে পরিচি নে, উনি স্বস্তিউপহার দিতে এসেছেন—না এখন কোপের শাস্তি হওয়ায় ব্রতের চল করে সেই প্ৰণিপাত লঙ্ঘনের দোষটা কাটাবার জন্ত এসেছেন। যাই হোক, দেবীকে আজ স্বপ্রসন্না দেখচি । রাজা –(সম্মিত) উভয়ের জন্তই এসেছেন। তবে, তুমি শেষে যেটা লল্লে, সেইটিই আমার ঠিক বলে মনে হয় । শুভ্র বাস পরিধান भत्रका-छूषण भांख করেন ধারণ | পবিত্র দুৰ্ব্বাস্কুরে লাঞ্ছিত অলক-গুচ্ছ ব্ৰতের কারণ । গৰ্ব্ব-ভাব নাহি আর, প্রসন্ন আমার পরে দেখিগো এখন ॥ দেবী।–(নিকটে আসিয়া ) জয় হোক্ আর্য্যপুত্রের ! পরিজন —জয় মহারাজের জয় ! বিদু।—কল্যাণ হোক ! রাজা —এসো দেবি এসো ! ( হাত ধরিয়া বসাইয়া ) উৰ্ব্ব —ওলো ! ইনি দেবী নামেরই যোগ্য । তেজস্বিতায় শচী অপেক্ষ কিছু মাত্র হীন নন।