পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φ\3' বিক্রমোর্কশী । সরোবর-তীরে, হংস ! যদি না দেখিয় থাকে। সে নত ক্র প্রেয়সীরে মোর, কেমনে এ মদ-গতি অবিকল তাহ হতে গ্রহণ করিলে তুমি চোর ? তু মই তো গতি তার করেছ হরণ, এনে তুমি দে ও মোরে প্রিয়ারে এখন । চুরি-অভিযোগে যদি এক অংশ হৃত বলি' হয় গো স্বীকৃত, —সমস্ত ফিরিয়া দিতে বাধ্য সেই অপরাধী জানিবে নিশ্চিত ॥ (হাসিয়া) রাজা চোরের শাসনকর্তা এই ভেবে হংসটি দেখচি ভয় পেয়ে উড়ে গেল । ( পরিক্রমণ করিয়া ) এই যে, চক্রবাকীর সঙ্গে চক্রবাক এইখানে রয়েছে দেখচি–আচ্ছ, ওকেই তবে জিজ্ঞাসা করে দেগি । রণাঙ্গ তোমার নাম ; রথচক্র-সম মোর প্রেয়সী সে উৰ্ব্বশীর আয়ত নিতম্ব —সেই রথে রথী আমি ; তাই জিজ্ঞাসি গো তোমা হয়ে মনে রথারত— হৃত-প্রিয়া-সঙ্গ ৷ এ কি ! এ যে শুধু “এ কে ? এ কে ?”—এই কথাই বলচে । না— হল না । আমাকে নিশ্চয় চিন্তে পারি নি। আমি কে শুনবে ? পিতামহ শশধর, মাতামহ মোর দিনমণি । পতিত্বে বরেছে মোরে উৰ্ব্বশী ও পৃথিবী আপনি ॥ একি ! চুপ করে রইল যে, আচ্ছ। তবে ওকে তিরস্কার করা যাক ।