পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । • Woo) ( দেখিয়া ) ঐ যে হরিণটি বসে আছুে-আচ্ছ ওকেই প্রিয়ার ংবাদ জিজ্ঞাসা করি । ঐ যেগো কৃষ্ণশার, বসিয়া রয়েছে হোথা সমুজ্জ্বল বিচিত্র বরণ, e আহা সেন কানন-শ্রী করিয়া কটাক্ষপাত বন-শোভ করে নিরীক্ষণ ॥ ( দেখিয়) আমাকে যেন অবজ্ঞা করে অন্ত দিকে মুখ ফিরিয়ে রইল । ( দেখিয়া } স্তনপায়ী শিশুসঙ্গে মৃগী যবে আইল সমীপে । গ্রীবাভঙ্গ করি কিবা মৃগ তারে দেখে অনিমিখে। ওহে যুথপতি । প্রিয়ারে দেখেছ কিগো তব এই বনে ? তাহার লক্ষণ বলি শোনো গো শ্রবণে ॥ আয়ত-লোচনা যথা তব সহচরী তামার প্রেয়সী সেও এমনি সুন্দরী ॥ কি ? আমার কথায় অনাদর করে ওর স্ত্রীর কাছেই রইল। বোঝা গেছে । দশা-বিপৰ্য্যয় হলেই অপমানের পাত্র হতে হয়। এখান থেকে তবে যাওয়া যাক – পরিক্রমণ ও অবলোকন করিয়া ) ফাটা পাষাণের ভিতর থেকে কি একটা দেখা যাচ্চে না ? কেশরী যে গজরাজে করিয়াছে হত একি সেই প্রভাময় মাংস-খণ্ড তার ? অথবা হবে কি ইহা অগ্নির স্ফলিঙ্গ কিম্বা বরষিল নভ জলদ-আসার ॥