পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W25 - বিক্রমে বর্বশী । ( বিশেষরূপে নিরীক্ষণ করিয়া ) একি ! এযে মণি হেরি—অশোক গুচ্ছের মত শক্তিম-বরণ, লইতে উহারে যেন, স্বৰ্য্যদেব করিছেন কর প্রসারণ ॥ মণিটি অতি মনোহর । আচ্ছ ওটিকে আমি তবে নি। অথবা :– অপণের যোগ্য এযে প্রিয়ার মাথায় —মন্দার-কুসুম-বাসে যাহা সুবভিত । কিন্তু সেই প্রিয়া মোর এখন কোথায় ? কেন তবে করি ইহা অশ্রুতে সিঞ্চিত ? -নেপথ্যে —লও বৎস লও । এই “সঙ্গমন”-মণি, গৌরী-পাদপদ্ম-রাগ হতে উৎপাদিত, যে করে ধারণ ইহা, প্রিয়জন-সহ শীঘ্র হয় সম্মিলিত ॥ রাজা –( কান পাতিয়া শ্রবণ )—নজানি কে আমাকে এই কথা বলচে । ( চারিদিক দেখিয়া ) এষ্ট যে ! আমার প্রতি একজন মৃগচারী মুনির দয়া হয়েচে । ভগবন । আপনার এই উপদেশে আমি অনুগৃহীত হলেম । ( মণি গ্রহণ করিয়া ) ওহে সঙ্গমন-মণি ! বিযুক্ত রয়েছি এবে ক্ষীণ-মধ্য প্রেয়সী হইতে, মিলন করিয়া দিতে যদি পার তাহার সহিতে —হর যথা ইন্দু-কলা চুড়াদেশে করেন ধারণ