পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । তাই পাছে মহারাজের সহিত আমার বিচ্ছেদ ঘটে, এই ভয়ে আমি পুত্র জন্মাবা মাত্রই বিদ্যাশিক্ষার নিমিত্তে চ্যবনের আশ্রমে আর্য্য সত্যবতীর হস্তে পুত্রটিকে প্রকাশ্যে সমর্পণ করেছিলেম। এখন আমার পুত্রটি পিতৃ-সেবায় সমর্থ হয়েছে মনে করে তিনি আমাকে প্রত্যপণ করেচেন। তাই মহারাজের সহিত একত্র বাস করা আজ হতে আমার শেষ হল। . ___ __ -- SSAAAASA SSASAS SSAS SSMMAAA SAS SSAS SSAS ( সকলের বিষাদ ) রাজা –অহে ! সুখসম্ভোগে দৈবের কি প্রতিকূলতা ! (নিশ্বাস ছাড়িয়া ) পুত্র লাভে আশ্বাসিত হইনু যেমনি বিচ্ছেদ তোমার সনে ঘটিল অমনি । তাপ-ক্লিষ্ট তরু যথা প্রথমে শীতল হয় নবমেঘ-বরিষণে কিন্তু গো সহসা যথা পড়ে ঘোর বজানল তদুপরি পরক্ষণে ॥ বিদু।—একি ! এই অর্থ হতেই যে আবার অনর্থ উপস্থিত হল! এখন আমার মনে হয়, বল্কল ধারণ করে আপনার তপোবনে যাওয়াই কর্তব্য । উৰ্ব্ব —হায় আমি কি হতভাগিনী! না জানি এখন মহারাজ আমাকে কি মনে করচেন । হয়তো মনে করচেন,—আমার পুত্রলাভ হয়েচে, পুত্র কৃতবিদ্য হয়েচে, আমার সমস্ত কাজ শেষ হয়েচে, আর অমনি আপনাকে ছেড়ে আমি এখন স্বর্গারোহণ করচি । রাজা –না না—আমি তা মনে করচি নে । পরাধীন জন যে গো, বিচ্ছেদ সুলভ তার, সাধিতে পারে না সে যে, যাহা প্রিয় আপনার ।