পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিতা চঞ্চলিয়া চলিয়াছে বিরহমিলন দ্বন্দ্বঘাতে । দিনরাতে কালের অতীত পার হোতে অনাদি আহবানধ্বনি ফিরিতেছে ছায়াতে আলোতে । সেই ডাক শুনে কত সাজে সাজিয়াছে আজি এ ফাল্গুনে বনে লনে অভিসারিকার দল, পত্রে পুষ্পে হয়েছে চঞ্চল, সমস্ত বিশ্বের মৰ্ম্মে যে-চাঞ্চল্য তারায় তারায় তরঙ্গিছে প্রকাশধারায়, নিখিল ভুবনে নিত্য যে-সঙ্গীত বাজে মূৰ্ত্তি নিল বনচ্ছায়ে যুগলের সাজে