পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক বিজয়া גיא জন্যই এই বিপুল স্বাৰ্থত্যাগ করেছেন। সমস্ত ভারতময় কি 'moral effect so ভাবুন দেখি_? - さいv...}でィいて བྷརྩད་འཚོ་ বিজয়া। তা বটে, কিন্তু মনে হয় বাবার ঠিক এই ইচ্ছা ছিল না । জগদীশবাবুকে তিনি চিরদিন মনে মনে ভালবাসতেন। বিলাস। এমন হতেই পারে না। সেই দুস্ক্রিয়াসক্ত মাতলিটাকে তিনি ভালবাসতেন এ বিশ্বাস আমি করতে পারি नी ! বিজয় । বাবার সঙ্গে এ নিয়ে আমি ও তর্ক করেছি। র্তার কাছেই শুনেছি, তিনি, আপনার বাবা ও জগদীশবাবু এই তিনজনে—শুধু সতীর্থ নয়, পরস্পরের পরম বন্ধু ছিলেন। জগদীশবাবুই ছিলেন সবার চেয়ে মেধাবী ছাত্র, কিন্তু যেমন দুৰ্ব্বল, তেমনি দরিদ্র । বড় হয়ে বাবা ও আপনার বাবা ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ করলেন, কিন্তু জগদীশবাবু পারলেন না। গ্রামের মধ্যে নিৰ্য্যাতন সুরু হ’ল । আপনার বাবা অত্যাচার সয়ে গ্রামেই রইলেন ; কিন্তু বাবা পারলেন না, সমস্ত বিষয় সম্পত্তির ভার আপনার বাবার উপর দিয়ে, মাকে নিয়ে কলকাতায় চলে এলেন, আর জগদীশবাবু স্ত্রী নিয়ে ওকালতি করতে পশ্চিমে চলে গেলেন । বিলাস। এ সব আমিও জানি । বিজয় । জানবার কথাই তো। পশ্চিমে তিনি বড় উকিল হয়েছিলেন। কোন দোষই ছিল না, শুধু স্ত্রী মারা যাবার পর থেকেই তার তুর্গতি সুরু হ’ল। বিলাস। অমার্জনীয় অপরাধ ।