পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8 বিজয়া দ্বিতীয় অঙ্ক মনে বাজে বৈ কি ? যে শোনে তার তো বাজেই, যে বলে তারও বড় কম বাজে না বাবা । জগদীশ্বর । কিন্তু তুমি বাবা, বিলাসের মনের অবস্থা বুঝে মনের মধ্যে কোনও ক্ষোভ রাখতে পারবে না। আর একট। অনুরোধ আমার এই রইলো, এদের বিবাহ তো সামনের বৈশাখেই হবে, যদি কলকাতাতেই থাকে৷ বাবা, শুভকৰ্ম্মে যোগ দিতে হবে । না বললে চলবে না। নরেন আচ্ছা । কিন্তু— রাস। না, কোন কিন্তু নয় বাবা, সে আমি শুনবো না । ভাল কথা, কলকাতাতেই কি এখন থাকা হবে ? একটু সুবিধেটুবিধে— নরেন। আজ্ঞে হা। একটা বিলাতী ওষুধের দোকানে সামান্য একটা কাজ পেয়েছি। রাস। বেশ, বেশ, ওষুধের দোকানে কঁচা পয়সা ! টিকে থাকতে পারলে আখেরে গুছিয়ে নিতে পারবে নরেন । নরেন। অজ্ঞে । রাস। তা হ’লে মাইনেটা কি লকম ? নরেন। পরে কিছু বেশি দিতে পারে। এখন চারশে। টাকা মাত্র দেয়। রাস। (বিবর্ণ মুখে চোখ কপালে তুলিয়া) চারশে । আহা বেশ–বেশ! শুনে বড় সুখী হলুম। নরেন। সেই পরেশ ছেলেটি কেমন আছে বলতে পারেন? রাস। তাকে একটু জাগেই তাদের গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।