পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3&ు বিজয়া দ্বিতীয় অঙ্ক ੇ ఫ్రో ! অর্ষার य ੇ ੇ ੇ o ੰ4 #ङ्गले ; ( যুক্ত কর ললাটে স্পর্শ করিয়া হেঁট হইয়। তিনি প্রণাম করিলেন ) কিন্তু তোমার যে রাত হয়ে যাচ্ছে বাবা, আজই কি কলকাতায় ফিরে না গেলেই নয় ? নরেন। না আমাকে যেতেই হবে। সাড়ে আটটাব ট্রেনেই যাবো । রাস। জিদ করতে পারিনে নবেন, নতুন চাকরি কামাই হওয়া ভাল নয়—মনিব রাগ করতে পারে। আজকেব দিনটাও তে। তোমার বৃথায় নষ্ট হলো । কিন্তু কি জন্তো আজ এসেছিলে বাবা, জিজ্ঞাসা করতে পারি কি ? নরেন। দিনটা নষ্ট হলো সত্যি, কিন্তু সকালে এসেছিলুম এই আশা করে যদি টাকাটা দিয়ে সেই মাইক্রোসকোপট ফিরিয়ে নিয়ে যেতে পারি। রাস । টাকাটা দিয়ে ? বেশ তো, বেশ তো—নিয়ে গেলে না কেন ? নরেন । বিজয় দিলেন না । বললেন, তার দাম চারশে। টাকা–এর এক পয়সা কমে হবে না । রাস । সে কি কথা নরেন ? দুশো টাকার বদলে চাবশে৷ টাকা । বিশেষতঃ, তাতে যখন তোমার এত দরকাব অথচ তার কোন প্রয়োজন নেই! নরেন। ভেবেচি তাকে চারশো টাকা দিয়েই আমি নিয়ে যাবে।