পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o e বিজয়া তৃতীয় অঙ্ক দয়াল প্রবেশ করিলেন দয়াল । তোমার কাছে আসছিলাম মা ! বিজয় । আসুন দয়ালবাবু, আপনার স্ত্রী ভালো আছেন তো ? দয়াল। আজ ভাল আছেন। নরেনবাবুকে চিঠি লিখতে কাল বিকেলে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন। কি অদ্ভূত চিকিৎসা মা, চব্বিশঘণ্টার মধ্যেই পীড়া যেন বারো আন আরোগ্য হয়ে গেছে । বিজয় । ভাল হবে না, আপনাদের সকলের কি সোজ৷ বিশ্বাস ওঁর উপর ? দয়াল। সে কথা সত্যি ! কিন্তু বিশ্বাস তো শুধু শুধু কয় না মা ! আমরা পরীক্ষা করে দেখেছি কিনা, মনে হয় ঘরে প। দিলে সমস্ত ভালো হ’য়ে যাবে। বিজয় । তা হবে । দয়াল । একটা কথা বলবো মা—রাগ কৰ্ত্তে পাবে ন৷ কিন্তু । তিনি ছেলেমগুষ পতি), কিন্তু যে-সব নামজাদ বিজ্ঞ চিকিৎসকের দল তোমার মিথ্যে চিকিৎসা করে টাকা আর সময় নষ্ট করলে তাদের চেয়ে তিনি ঢের বেশি বিজ্ঞ—এ আমি শপথ করে বলতে পারি। আর একটা কথা মা, নরেনবাবু শুধু ওঁরই চিকিৎস। করে যাননি—আরও একজনের ব্যবস্থা করে গেছেন। ( টেবিলের উপর একটুকর। কাগজ মেলিয় ) তোমাকে কিন্তু উপেক্ষা কৰ্ত্তে দেব না, ওষুধটা একবার পরীক্ষা করে দেখতেই হবে বলে দিচ্চি ।