পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ S eX বিজয় । কিন্তু এ যে অন্ধকারে ঢ়িল ফেলা দয়ালবাবু— £5m al Goto prescription cotti দয়াল। ইস্, তাই বুঝি ! কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিঙ ধরে দাড়িয়েছিলে—তখন ঠিক তোমার সুমুখের পথ দিয়েই যে তিনি হেঁটে গেছেন তোমাকে ভাল করেই দেখে গেছেন—বোধ হয় অন্যমনস্ক ছিলে বলেই— বিজয়। তার কি পরনে সাহেবী পোষাক ছিল ? দয়াল। ঠিক তাই। দূর থেকে দেখলে ভুল হয়, বাঙালী বলে হঠাৎ চেনাই যায় না। বিজয় । (হাসিয়া) ওটা আপনার অত্যুক্তি দয়ালবাবু— মেহের বাড়াবাড়ি । দয়াল। স্নেহ করি—খুবই করি সত্যি। তবু কথাট। আমার বাড়াবাড়ি নয় মা ! অত বড় পণ্ডিত লোক, কিন্তু কথাগুলি যেমন মিষ্টি তেমনি শিশুর মতো সরল। কিছুতে যেতে দিতে ইচ্ছে করে না, মনে হয় আরও কিছুক্ষণ ধরে রেখে দিই। বিজয় । ধরে রেখে দেন না কেন ? দয়াল । ( হাসিয়t ) সে কি হয় মা, তার কত কাজ, কত পরিশ্রম তাকে করতে হয়। তবু গরীব বলে আমাদের ওপর কত দয়া। স্ত্রী রুগ্ন, তাকে দেখতে প্রায় ওঁকে আসতে হয় । - বিলাস প্রবেশ করিল বিলাস । ( বিজয়ার প্রতি ) কেমন আছে আজ ? বিজয়া। ভাল আছি ।