পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ e చి মুরুকিব ? হু । ( একমুহূৰ্ত্ত পরে ) আপনাকে গেল বছরের হিসাবট সারতে বলেছিলুম—সেট। সারা হয়েছে ? দয়াল। আজ্ঞে, দু’দিনের মধ্যেই সেরে ফেলব। বিলাস । হয় নি কেন ? দয়াল। বাড়িতে ভারী বিপদ যাচ্ছিল—নিজ হাতে রাধতে হোত—আসতেই পারি নি। বিলাস। ( বিদ্রপ করিয়া ) আসতেই পারি নি। তবে আর কি—আমাকে রাজা করেছেন। আমি তখনই বাবাকে বলেছিলুম—এসব বুড়ে হাবড় নিয়ে আমার কাজ চলবে না । এদের আমি চাই নে। বিজয় । (অনুচ্চ কঠিন স্বরে ) দয়ালবাবুকে এখানে কে এনেছে জানেন ? আপনার বাবা নন—এনেচি আমি । বিলাস। যেই আমুক, আমার জানবার দরকার নেই। আমি কাজ চাই—কাজের সঙ্গে আমার সম্বন্ধ । বিজয় । র্যার বাড়ীতে বিপদ, তিনি কি করে কাজ করতে আসবেন ? বিলাস । অমন সবাই বিপদের দোহাই পাড়ে। কিন্তু সে শুনতে গেলে আমার চলে না। আমি দরকারী কাজ সেরে রাখতে হুকুম দিয়েছিলুম, হয় নি কেন, সেই কৈফিয়ৎ চাই । বিপদের খবর জানতে চাই নে । - বিজয় । দয়ালবাবু, আপনি তা হ’লে এখন আসুন । সমস্কার । দয়ালের প্রস্থান