পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক বিজয়৷ Y ed আপনাকে আমি জবাব দিলুম, আমার কাছারিতে আর ঢোকবার চেষ্টা করবেন না । বিলাস । ( লাফাইয়া উঠিয়া—দক্ষিণ হস্তের তজ্জনী কম্পিত করিতে করিতে ) তোমার এত দুঃসাহস ? বিজয় । সাহস আমার নয়, আপনার । আমার এষ্টেটেই চাকরি করবেন আর আমার উপরেই জুলুম করবেন । আমাকে ‘তুমি? বলবার অধিকার কে আপনাকে দিয়েছে ? আমারই চাকরকে বাড়ীতে জবাব দেবার—আমার অতিথিকে আমারই চোখের সামনে অপমান করবার—এ সকল স্পৰ্দ্ধা আপনার কোথা থেকে জন্মালো ? বিলাস । ( ক্রোধে উন্মত্ত-প্রায় হইয়t ) অতিথির বাপের পুণ্য যে সেদিন তার একটা হাত ভেঙে দিই নি । নচ্ছার, বদমাইশ, জোচ্চর, লোফার কোথাকার । আর কখনো যদি তার দেখা পাই— চীৎকার শব্দে ভীত হইয়া কানাই সিং প্রভৃতি দরজায় আসিয়া উকি মারিয়া দেখিতে লাগিল—বিজয় লজ্জিত হইয়া কণ্ঠস্বর সংযত এবং স্বাভাবিক করিয়া লইল বিজয়া। আপনি জানেন না, কিন্তু আমি জানি সেটা আপনারই কত বড় সৌভাগ্য যে তার গায়ে হাত দেবার অতিসাহস আপনার হয়নি । তিনি উচ্চশিক্ষিত ভদ্রলোক। সেদিন তার গায়ে হাত দিলেও হয় তো তিনি একজন পীড়িত স্ত্রীলৈাকের ঘরের মধ্যে বিবাদ না করে সহ করেই চলে যেতেন। কিন্তু এই উপদেশটা আমার ভুলবেন না যে ভবিষ্যতে র্তার গায়ে