পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeb. বিজয়৷ তৃতীয় অ বিলাস । আমার কি ? আমার মুখের ওপর বলবে দয়াল বাবুকে রাসবিহারীবাবু আনেন নি, এনেছি আমি। বলবে, দয়াল কাজ করুন না করুন তাকে কেউ কিছু বলতে পারবে না । ও আমাকে বলে আমলা ! বলে, যে নিয়মে আমার অপর কৰ্ম্মচারীরা কাজ করে সেই নিয়মে কাজ করুন নইলে চলে যান ! রাস। সে তো শুধু তোমাকে চলে যেতে বলেছে, আমার ইচ্ছা হচ্ছে তোমার গলায় ধাক্কা মেরে বার করে দিই ! বিলাস । আঁ্যা ! রাস । ছোট জাত তো আর মিছে কথা নয় । হাজার হোক সেই চাষার ছেলে তো ? বামুন-কায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস্, নিজের ভালো মন্দও বুঝতিস, হিতাহিত কাণ্ডজ্ঞানও জন্মাতো ! যাও এখন মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকৰ্ম্ম করে বেড়াও গে ! উঠতে বসতে তোকে পাখীপড়া করে শেখালাম যে, ভালোয় ভালোয় কাজটা একবার হয়ে যাক, তারপর যা ইচ্ছে হয় করিস্ ; তোর সবুর সইল না, তুই গেলি তাকে ঘণটাতে ! সে হ’লে রায়-বংশের মেয়ে। ডাক্সাইটে হরি রায়ের নাতনী। তুই হাত বাড়িয়ে গেছিস্ তার নাকে দড়ি পরাতে--মুখু কোথাকার । মান-ইজ্জত সব গেল, এত বড় জমিদারীর আশা ভরসা গেল, মাসে মাসে ফু-ফুশো টাকা মাইনে বলে আদায় হচ্ছিল সে গেল—যাও এখন চাষার ছেলে, লাঙ্গল ধর গে। আবার আমার কাছে এসেছেন—চোখ রাভিয়ে তার নামে নালিশ কৰে! দূর হ4তৈাঁর আঁর মুখদর্শন করবে। না ! ః g১ সমি- rপ্রnে - y • י ני ונד