পাতা:বিজয়া-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે છે આ বিজয়া তৃতীয় অঙ্ক - কোনমতেই এ কথা বিশ্বাস করতে পারলে না, বললে #fāFVF7 శా দিয়ে যে- মার প দুৰ্গতির দিনে ওটু ছক্ষেস ढ़िनू छ् জের মু:ে ुकyग्नि उद्र किंङ्कडे তাসম্ভব নয় / RA পরে »র বড়লোক, ওর্সের অ ॐदरी/डांडे আমাদের ಇಡ್ಗ নিঃস্বদের্ন-উপহাস করতেই/ওয়া আনন্দ প্রায় কিন্তু যাক্ গে এসব কথা মা ! তোমাদের উভয়কেই ভালবাসি, ভাবলে আমার ক্লেশ বোধ হয়। (একটুখানি মেীন থাকিয় ) নরেন কিন্তু তোমার বিলাসকে অকপটে ক্ষম। করেছে। এমনি অন্যমনস্ক, নিঃসঙ্গ লোক ও, যে সবাই যখন শুনেচে তোমাদের বিবাহ স্থির হয়ে গেছে, তখনো শোনে নি কেবল ও-ই ! তোমার ঘর থেকে বার করে এনে রাসবিহারীবাবু যখন খবরটা তাকে দিলেন তখন শুনে যেন ও চমকে গেলো। বিলাসবাবুর রাগের কারণটা বুঝতে পেরে তাকে তখনি ক্ষমা করলে। শুধু এইটুকুই সে আজো ভেবে পায় না যে তার মতে দরিদ্র, গৃহহীন, দুর্ভাগাকে বিলাসবার সন্দেহের চোখে দেখলেন কি ভেযে —এতবড় এম তার হলো কি করে ? আমিও ঠিক তাই ভাবি, শুধু নলিনীই ঘাড় নাড়ে—সম কথাই সে শুনেচে । বিজয় । শুনচেন ? শুনে কি বলেন নলিনী ? দয়াল। বলে না কিছুই শুধু মুখ টিপে হাসে। বিজয় । তিনি কি চলে গেছেন ? দয়াল। না, আজ যাবে বলেছিল যাবার পথে তোমার সঙ্গে একবার দেখা করে যাবে । কিন্তু তিনটে বাজলে বোধ